জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোওর || General Science important question || pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Science important question pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছেজেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোওর || General Science important question Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোওর || General Science important question Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোওর || General Science important question || pdf

  1. কোন ফার্ণ বায়োফার্টিলাইজার হিসেবে হয়– Azolla.
  2. নীল জবাফুলের পাপড়িতে কী ধরণের কী প্লাস্টিড থাকে– ক্রোমোপ্লাস্টিড।
  3. মৃত জীবের বয়স নির্ণয়ে কী পদ্ধতি ব্যবহার করা হয়– রেডিওকার্বনডেটিং।
  4. পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কী– Wolffia.
  5. একটি লাইসোজেনিক ভাইরাসের উদাহরণ কী– ল্যামডা ফাজ।
  6. সবচেয়ে লম্বা উদ্ভিদ কোনটি– Eucalyptus ( 115 মিটার ).
  7. স্তনগ্রন্থি কীসের রূপান্তর– সিবেসিয়াস গ্ল্যান্ড।
  8. EDTA রক্ত তঞ্চন বিরোধী হিসাবে কোথায় ব্যবহৃত হয়– ব্লাড ব্যাঙ্কে।
  9. ডিম ও মাংসের জন্য কোন মুরগি ব্যবহার করা হয়– সাসেক্স।
  10. বাইপিনেরিয়া লার্ভা কোন প্রাণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়– তারামাছ।
  11. শুধুমাত্র ক্ষারীয় প্রোটিন দিয়ে তৈরি অণুজীবকে কী বলে– Prions.

12.গ্যালাকটোজ বা, ফুক্টোজ মানবদেহের কোথায় গ্লুকোজে পরিণত হয়– লিভারে।

  1. সাময়িকভাবে শ্বাসক্রিয়া বন্ধ হলে তাকে কী বলে– অ্যাপনিয়া।
  2. পিটুইটারির অবক্ষয় ঘটলে তাকে কী রোগ বলে– Simmond’s রোগ।
  3. Charles Sherington কী কারণে বিখ্যাত– স্নায়ুশারীরবিজ্ঞানী।
  4. ‘অ্যান্টি – সিরামে’ কী ধরণের সিরাম থাকে– অ্যান্টিবডি।
  5. কোন শাকে ভিটামিন- A সর্বাধিক ধনে থাকে– ধনেপাতা।
  6. ‘ব্রুনারের গ্রন্থি’ কোথায় থাকে– ক্ষুদ্রান্ত্রে।
  7. কৃত্রিম বীজ প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী– Murashiges Skoog .
  8. ‘দ্বিনিষেক’ ( Double Fertilisation ) প্রথম কে আবিষ্কার করেন– Nawaschin.
  9. প্লরা কিসের আবরণ– ফুসফুসের।
  10. কানের বায়ুচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ– ইউস্টেচিয়ান নালী।
  11. GnRH বা, গোনাডোট্রপিন রিলিজিং হর্মোন মস্তিষ্কের কোথা থেকে ক্ষরিত হয়– হাইপোথ্যালামাস।
  12. পৃথিবীর একমাত্র বিষাক্ত গিরগিটির নাম কী– Horridum.
  13. হর্মোন আবিষ্কৃত হয় কত সালে– 1905 সালে।
  14. কোথায় রক্তের হেপারিন উৎপন্ন হয়– বিভিন্ন প্রকার WBC- র মধ্যে।
  15. ‘Biomembrane’ কাকে বলে– কোশ পর্দাকে।
  16. শিশুদের প্রোটিন অপুষ্টি জনিত রোগ কী– ম্যারাসমাস ও কোয়াশিওরকর।
  17. কোন পাখির শীতঘুম দেখা যায়– Poor will.
  18. ডিহাইড্রেশনের সময় দেই তরলের পরিমাণ শতকরা কত বিনষ্ট হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে– 20 % .
  19. দেহের সবচেয়ে পাতলা ত্বক কোথায় থাকে– চোখের কনজাংটিভাতে।
  20. স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন কী– পলিস্যাকারাইডের উদাহরণ।
  21. কীভাবে পরিবেশের DDT মানবদেহে পৌছায়– Biomagnification’র মাধ্যমে।
  22. ভিটামিন A র অভাবে কী ঘটতে পারে– জেরফথ্যালমিয়া।
  23. গ্যাস্ট্রিন কী– পাকস্থলী মধ্যস্থ G কোশ থেকে ক্ষরিত একপ্রকার প্রেপটাইড হর্মোন।
  24. সোয়ান কোশ কোথায় লক্ষ্য করা যায়– স্নায়ুকোশ বা, নিউরোনে।
  25. কোন যুগকে স্তন্যপায়ীর যুগ বলে– সিনোজোয়িক।
  26. বিখ্যাত ‘বায়োজেনেটিক সূত্র’ কোন বিজ্ঞানী প্রবর্তন করেন– হেকেল।
  27. রাণী মৌমাছি কতদিন বাঁচে– 2/3 বছর।
  28. কোশ-প্রাচীর গঠনে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান কোনটি– ক্যালসিয়াম।
  29. অচেয়ে বেশি প্রোটিনযুক্ত ও রোগ প্রতিরোধী শৈবালের নাম কী– Spirulina.

42.যানবাহনের ধোঁয়ায় ক্ষতিকারক উপাদান কোনটি– সিসা।

  1. জেট বিমানের দূষণে মূলত কী থাকে– ফ্লুরোকার্বন।
  2. Shibpur Botanic Garden- এর বর্তমান নাম কী– আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন।
  3. শিশুদের কোন দাঁত থাকে না– পেষক ( Molar ).
  4. DNA- এর দু’টি তন্ত্রীর দুরত্ব কত– 20A0.
  5. মানবদেহের কঠিনতম অংশ কোনটি– দাঁতের এনামেল।
  6. সবচেয়ে বড় পেশির নাম কী– গ্লুটিয়াস।
  7. ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে– মেটাসেন্ট্রিক ক্রোমোজোম।
  8. ফোরামেন ওভেল মানুষের কোন 1905 অংশের জন্মগত ত্রুটি-ছিদ্র– হৃৎপিণ্ডের অলিন্দ প্রাচীরের।
  1. কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ? 

উত্তরঃ- গ্লোকাগন

  1. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ? 

উত্তরঃ- রেটিনা

  1. কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী। 
    উত্তরঃ- বিলিরুবিন
  2. মুত্র প্রস্তুত হয় কোথায় ? 

উত্তরঃ- কিডনীতে 

  1. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ? 

উত্তরঃ- থাইরক্সিন।

  1. মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয়।

উত্তরঃ- ৩৫০ মি.লি.

  1. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ? 

উত্তরঃ- রেটিনা

  1. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ? 

উত্তরঃ- পেপসিন

  1. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ? 

উত্তরঃ- পেপসিন

  1. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ? 

উত্তরঃ- টিস্প্যানিক পর্দা

  1. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ? 

উত্তরঃ- কার্বন

  1. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ? 

উত্তরঃ- গ্লাইকোজেন রূপে

  1. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? 

উত্তরঃ- দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা

  1. কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?

উত্তরঃ- প্যারা হরমোন

  1. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? 

উত্তরঃ- দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা

  1. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ? 

উত্তরঃ- অ্যাড্রনালিন

  1. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ? 

উত্তরঃ- টেস্টোস্টেরন

  1. জীবন রক্ষাকারী হরমোন কোনটি? 

উত্তরঃ- অ্যালডোস্টেরন

  1. ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ? 

উত্তরঃ- অস্থিতে

  1. খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ? 

উত্তরঃ- ক্ষুদ্রান্তে

  1. মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ? 

উত্তরঃ- ডিম্বাণু

  1. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ? 

উত্তরঃ- ২৪ টি

  1. প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?

উত্তরঃ- ৭২

  1. ধমনী শেষ হয় কোথায় ? 

উত্তরঃ- লসিকায়

  1. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে? 

উত্তরঃ- মেলানিন

  1. পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ? 

উত্তরঃ- পাকস্থলী 

  1. নিউরন কি?

উত্তরঃ- স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে

  1. কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ? 

উত্তরঃ- সাইনভিয়াল সন্ধি

  1. মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ? 

উত্তরঃ- স্টেপিস

  1. রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস ?

উত্তরঃ- পিত্তরস

  1. মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ? 

উত্তরঃ- উইলিয়াম হার্ভে

  1. কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ? 

উত্তরঃ- HCL

  1. মুত্র প্রস্তুত হয় কোথায় ? 

উত্তরঃ- কিডনীতে 

  1. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ? 

উত্তরঃ- থাইরক্সিন।

  1. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ? 

উত্তরঃ- টিস্প্যানিক পর্দা

  1. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ? 

উত্তরঃ- কার্বন

  1. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ? 

উত্তরঃ- গ্লাইকোজেন রূপে

General Science important question Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- General Science important question pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here