জেনারেল নলেজ ক্যুইজ | General Knowledge Quiz online In Bengali
1. বিহারের পূর্ব অংশে কোন মহাজনপদ অবস্থিত ছিল?
উত্তর:- অঙ্গরাজ্য
2. LLL এর সম্পূর্ণ নাম কি?
উত্তর:- low level language
3. কথাসরিৎসাগর, কথামালা গ্রন্থগুলির রচয়িতা কে?
উত্তর:- সোমদেব ভট্ট
4. দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- কুতুবউদ্দিন আইবক
5. ফ্যারাডের সূত্রটি কিসের সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- তড়িৎ বিশ্লেষণ
6. সুমেরু প্রভা দেখা যায় কোন স্তরে?
উত্তর:- আয়নোস্ফিয়ারে
7. হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- জেমস মিল
8. প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক কোনটি?
উত্তর:- সুষুম্নাকাণ্ড
9. দর্শন অনুভূতি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উত্তর:- গুরুমস্তিষ্ক
10. কোনটি গুরুমস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে?
উত্তর:- স্মৃতি
11. কোনটি মিয়োসিস -এর প্রত্যক্ষ বৈশিষ্ট্য নয়?
উত্তর:- উৎপন্ন কোষের সংখ্যা 2
12. একটি মিশ্র স্নায়ুর নাম উল্লেখ করো।
উত্তর:- ভেগাস
13. একটি নিউরোহরমোনের উদাহরণ দাও।
উত্তর:- GnRH
14. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি?
উত্তর:- 31 জোড়া
15. কোনটি ইন্টারফেজ -এর প্রত্যক্ষ বৈশিষ্ট্য নয়?
উত্তর:- নিউক্লিয় আবরণী অবলুপ্ত হওয়া
16. আমরুল এর পাতায় কোন ধরনের চলন দেখা যায়?
উত্তর:- নিকটিন্যাস্টি
17. টরুলা দশা দেখা যায় কোন জীবের মধ্যে?
উত্তর:- ইস্ট
18. রানভিয়ারের পর্ব দেখা যায় কোথায়?
উত্তর:- কিছু নিউরনের অ্যাক্সনে
19. ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেছিলেন কে?
উত্তর:- ওয়ালডেয়ার
20. প্রভু গ্রন্থির প্রভু বলা হয় কোন গ্রন্থিটিকে?
উত্তর:- হাইপোথ্যালামাস।