Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি General Knowledge Quiz | সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st December 2022 Current Affairs in Bengali | 1লা ডিসেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | General Knowledge Quiz
- পানি বা জল -এর সংকেত কী?
উত্তর:- H2O
- অর্থনীতিতে উৎপাদন -এর অর্থ কী?
উত্তরঃ ইউটিলিটি সার্জন।
- ভারতে প্রথম কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।
- প্রথম পঞ্চবার্ষিকি পরিকল্পনা কত সালে শুরু হয়?
উত্তর: 1951 সালে
- ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কটির নাম কী?
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here
উত্তরঃ ফার্স্ট ব্যাংক।
- কে এক টাকার মুদ্রা জারি করেছিল?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
- দ্বিতীয় পঞ্চবার্ষিকি পরিকল্পনার স্থপতি কে ছিল?
উত্তরঃ P.C. মহলনোবিস।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন কে প্রকাশ করে?
উত্তরঃ বিশ্বব্যাংক।
- ভারতে কতটি রিজার্ভ ব্যাঙ্ক -এর শাখা আছে?
উত্তর: 29
- RBI কি ধরনের মুদ্রা ইস্যু করে?
উত্তর: নোট।
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেছিল?
উত্তরঃ ভারত সরকার।
- সন্ত কবিরদাস হিন্দির কোন স্থানীয় ভাষাটিতে লিখেছেন?
উত্তরঃ আওয়াধি।
- একই স্থানে অনুষ্ঠিত দুটি মহা কুম্ভ মেলার মধ্যে কত বছরের ব্যবধান রয়েছে?
উত্তর: 12 বছরের
- পুষ্কর মেলা কোন স্থানে আয়োজিত হয়?
উত্তরঃ আজমীর।
- ভারতে নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্রটির নাম কী?
উত্তরঃ আসো।
- গরবা নৃত্য কোথাকার প্রচলিত নৃত্য?
উত্তরঃ গুজরাট।
- কোন রাজ্যের লোকচিত্র মধুবনী খুব জনপ্রিয়?
উত্তরঃ বিহার।
- চিকনকারি সূচিকর্মের জন্য কোন স্থানটি বিখ্যাত?
উত্তরঃ লখনউ।
- ভারতের সবচেয়ে প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি?
উত্তরঃ বীণা।
- তানসেন সম্মান কোন রাজ্যের সরকার চালু করেছে?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।