50+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | General Knowledge Quiz | Part-4

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি General Knowledge Quiz | সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st December 2022 Current Affairs in Bengali | 1লা ডিসেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | General Knowledge Quiz

  1. পানি বা জল -এর সংকেত কী?

উত্তর:- H2O

  1. অর্থনীতিতে উৎপাদন -এর অর্থ কী?

উত্তরঃ ইউটিলিটি সার্জন।

  1. ভারতে প্রথম কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।

  1. প্রথম পঞ্চবার্ষিকি পরিকল্পনা কত সালে শুরু হয়?

উত্তর: 1951 সালে

  1. ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কটির নাম কী?

উত্তরঃ ফার্স্ট ব্যাংক।

  1. কে এক টাকার মুদ্রা জারি করেছিল?

উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

  1. দ্বিতীয় পঞ্চবার্ষিকি পরিকল্পনার স্থপতি কে ছিল?

উত্তরঃ P.C. মহলনোবিস।

  1. বিশ্ব উন্নয়ন প্রতিবেদন কে প্রকাশ করে?

উত্তরঃ বিশ্বব্যাংক।

  1. ভারতে কতটি রিজার্ভ ব্যাঙ্ক -এর শাখা আছে?

উত্তর: 29

  1. RBI কি ধরনের মুদ্রা ইস্যু করে?

উত্তর: নোট।

  1. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেছিল?

উত্তরঃ ভারত সরকার।

  1. সন্ত কবিরদাস হিন্দির কোন স্থানীয় ভাষাটিতে লিখেছেন?

উত্তরঃ আওয়াধি।

  1. একই স্থানে অনুষ্ঠিত দুটি মহা কুম্ভ মেলার মধ্যে কত বছরের ব্যবধান রয়েছে?

উত্তর: 12 বছরের

  1. পুষ্কর মেলা কোন স্থানে আয়োজিত হয়?

উত্তরঃ আজমীর।

  1. ভারতে নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্রটির নাম কী?

উত্তরঃ আসো।

  1. গরবা নৃত্য কোথাকার প্রচলিত নৃত্য?

উত্তরঃ গুজরাট।

  1. কোন রাজ্যের লোকচিত্র মধুবনী খুব জনপ্রিয়?

উত্তরঃ বিহার।

  1. চিকনকারি সূচিকর্মের জন্য কোন স্থানটি বিখ্যাত?

উত্তরঃ লখনউ।

  1. ভারতের সবচেয়ে প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি?

উত্তরঃ বীণা।

  1. তানসেন সম্মান কোন রাজ্যের সরকার চালু করেছে?

উত্তরঃ মধ্যপ্রদেশ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।