Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি General knowledge Questions with Answers 2022 || সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে General knowledge Questions with Answers 2022 || সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই General knowledge Questions with Answers 2022 || সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
General knowledge Questions with Answers 2022 || সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২
- দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় কোন মন্ত্ৰক থেকে ?
উত্তরঃ- তথ্য এবং সম্প্রচার
- জম্মু ও কাশ্মীরের একটি জনপ্রিয় নৃত্যশৈলি
উত্তরঃ- চকরি
- তামিলনাড়ুর কালপক্কম কি কারণে বিখ্যাত ?
উত্তরঃ- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্ৰ
- কোন ছোট বস্তুকে বড় করে দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তরঃ- মাইক্রোস্কোপ
- কমপিউটার নেটওয়ার্কিং সম্বন্ধিত এর সঙ্গে LAN এর পুরো কথাটি কি ?
উত্তরঃ- লোকাল এরিয়া নেটওয়ার্ক ( local area network )
- মহাভারত রচনা কে করেছিলেন ?
উত্তরঃ- বেদব্যাস
- লোকপাল বিল আন্দোলনের সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তিত্ব হলেন
উত্তরঃ- আন্না হাজারে
- I.S.T , এবং G.M.T. এর মধ্যে সময়ের তফাং কত ?
উত্তরঃ- 5 ঘন্টা এবং 30 মিনিট
- পৃথিবীর বৃহত্তমবদ্বীপীয় সমতলভূমি কোনটি ?
উত্তরঃ- গঙ্গা-ব্রহ্মপুত্র সমতলভূমি
- সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে ?
উত্তরঃ- নর্মদা
- কোন ব্যক্তি Art of Liv ing ‘ এর প্রচারক ?
উত্তরঃ- শ্রী রবিশংকর
- জলের স্রোত থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে বলে ?
উত্তরঃ- হাইড্রো ইলেকট্রিসিটি
- পশ্চিম উপকুলের দক্ষিণ অংশকে কি বলা হয় ?
উত্তরঃ- মালাবর
- ভাহীরথী ও অলকানন্দা কোথয় মিলিত হয়েছে ?
উত্তরঃ- দেবপ্রয়াগ
- PPM এর পুরো কথাটি কি ?
উত্তরঃ- Page Per মিনুতে
- নর্মদা নদীর উৎস কোথয় ?
উত্তরঃ- অমরকন্টক
- মনসুন শব্দটি নেওয়া হয়েছে
উত্তরঃ- আরবি শব্দ
- কাকে তরল ধাতুটি বলা হয় ?
উত্তরঃ- মার্কারি
- মানুষের চোখের কার মত কাজ করে ?
উত্তরঃ- ক্যামেরা
- ROM এর পুরো কথাটি কি ?
উত্তরঃ- Read-only memory
- লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন ?
উত্তরঃ- মীরা কুমার
- শিবাজী জন্মগ্রহণ কোথায় করেছিলেন ?
উত্তরঃ- পুনে
- সর্বোদয় ও ভূদান আন্দোলনের সঙ্গে কে জড়িত ছিলেন
উত্তরঃ- বিনোবা ভাবে
- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ হয়েছিল
উত্তরঃ- 1556
- বাংলা এবং বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত নিষ্পত্তি হয়েছিল
উত্তরঃ- 1793
- হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন ?
উত্তরঃ- হিউয়েন সাঙ
- কৃষ্ণা নদীর উৎসস্থল কোথায় ?
উত্তরঃ- মহাবালেশ্বর
- আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উওরঃ- ভ্যাটিকান।
- জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উওরঃ- চীন।
- জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
উওরঃ- ভ্যাটিকান।
- পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?
উওরঃ- ২৩৩ টি।
- পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
উওরঃ- ২০৩ টি।
- পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উওরঃ- ১৯৫ টি।
- জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উওরঃ- ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)
- পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উওরঃ- ১২২ টি।
- পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?
উওরঃ- হ্যামারফাস্ট (নরওয়ে)।
- পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
উওরঃ- পুয়োটো উইলিয়াম (চিলি)।
- পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উওরঃ- চিলি।
- পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
উওরঃ- ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।
- পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী?
উওরঃ- জাপান, ইন্দোনেশিয়া।
- পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উওরঃ- রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
- বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
উওরঃ- ইন্দোনেশিয়া।
- বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উওরঃ- চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।
- পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী?
উওরঃ- ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর,
উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
- পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উওরঃ- প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.)
- টাইটানিক জাহাজ ডুবে যায় কত সালে?
উওরঃ- ১৯১২ সালে।
- জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উওরঃ- ট্রিগভেলি (নরওয়ে)।
- প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান কে?
উওরঃ- আনোয়ার সাদাত।
- বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
উওরঃ- ১১ জুলাই।
- বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উওরঃ- ৭ এপ্রিল।
- SAPTA ভূক্ত দেশ কয়টি?
উওরঃ- ৮ টি।
- UNICEF ও UNFPA এর সদর দপ্তর কোথায় অবাস্থিত?
উওরঃ- নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।
- ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উওরঃ- ডং।
- বিশ্বের গভীরতম খাত কোনটি?
উওরঃ- ম্যারিয়ানা খাত।
- বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উওরঃ- কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
- আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
উওরঃ- জর্ডান।
- সবচেয়ে ছোট পাখির নাম কি?
উওরঃ- হামিং বার্ড।
- সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি?
উওরঃ- অ্যালবাটর্স।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।