100+ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | General Knowledge Questions with Answers | Part-2

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি General Knowledge Questions with Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল নলেজ প্রশ্নোত্তর | General Knowledge Questions with Answers

জেনারেল নলেজ প্রশ্নোত্তর | General Knowledge Questions with Answers

  1. আদিম মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়ে ছিল?

উত্তরঃ কুকুর।

  1. কোন যুগে মানুষ প্রথম আগুনের ব্যবহার শুরু করেছিল?

উত্তর: নিওলিথিক যুগ।

  1. মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করা শিখেছিল?

উত্তরঃ তামা।

  1. মানুষ প্রথম কোন ফসল ব্যবহার করা শিখেছিল?

উত্তরঃ গম।

  1. কোন মুঘল সম্রাট ‘জিন্দা পীর’ নামে পরিচিত ছিল?

উত্তরঃ আওরঙ্গজেব।

  1. “আকবরনামা” গ্রন্থটি কে লিখেছেন?

উত্তরঃ আবুল ফজল।

  1. মুঘল শাসক জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায়?

উত্তরঃ লাহোর।

  1. সম্রাট আকবরের মায়ের নাম কি ছিল?

উত্তরঃ হামিদা বানু বেগম।

  1. কোন যুগে বাল্যবিবাহের প্রচলন শুরু হয়েছিল?

উত্তরঃ গুপ্ত যুগে।

  1. রাজিয়া সুলতানা কার কন্যা ছিলেন?

উত্তরঃ ইলতুৎমিস।

  1. কোন ভৌগোলিক রেখাটি ভারতের মাঝখান দিয়ে গেছে?

উত্তরঃ কর্কটক্রান্তি।

  1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?

উত্তরঃ বঙ্গোপসাগর।

  1. ক্যান্সার ট্রপিক কতটি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে?

উত্তরঃ আট।

  1. ভারতের দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যের রয়েছে?

উত্তরঃ গুজরাট।

  1. ভারতের শীতল মরুভূমি কোনটি?

উত্তরঃ লাদাখ।

  1. পামবান দ্বীপটি কোথায় অবস্থিত?

উত্তরঃ মান্নার উপসাগরে।

  1. মিঠা পানির বৃহত্তম হ্রদ কোথায় অবস্থিত?

উত্তরঃ জম্মু ও কাশ্মীর।

  1. গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে?

উত্তর: গৌমুখ, উত্তরাখণ্ড।

  1. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি?

উত্তরঃ তেহরি বাঁধ।

  1. ভারতের জলবায়ু কি প্রকৃতির?

উত্তর: গ্রীষ্মমন্ডলীয় বর্ষা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।