Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি General Knowledge Questions Answers in Bengali PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | General Knowledge Questions Answers in Bengali PDF।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | General Knowledge Questions Answers in Bengali PDF
PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-
- কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
উত্তর:- সমুদ্রগুপ্তকে।
- গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- শেরশাহ।
- বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- মুর্শিদকুলি খাঁ।
- ‘ইণ্ডিকা’ গ্রন্থটির রচয়িতার নাম লেখো।
উত্তর:- মেগাস্থিনিস – গ্রীক ভাষায় লেখা।
- দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার বলা হয় কোন স্থানকে?
উত্তর:- ক্যানিং।
- বাংলা ও নেপাল সীমান্তে কোন পর্বত রয়েছে?
উত্তর:- সিঙ্গলিলা।
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিল?
উত্তর:- লর্ড ক্যানিং।
- টেলিফোন যন্ত্রটির আবিষ্কর্তা কে?
উত্তরঃ- গ্রাহাম বেল।
- চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?
উত্তর:- লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।
- পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?
উত্তর:- গঙ্গা।
- দামোদর নদকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- বাংলার দুঃখ।
- সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত?
উত্তর:- দক্ষিণ 24 পরগনা।
- পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে?
উত্তর:- বর্ধমানকে।
- হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- বাণভট্ট।
- ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তর:- ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
- তাজমহল কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- শাহজাহান।
- শিবাজীর পুত্রের নাম কী ছিল?
উত্তর:- শম্ভুজী।
- গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- লালা হরদয়াল।
- ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
- তেভাগা আন্দোলন কবে শুরু হয়েছিল?
উত্তর:- ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
- ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে পদার্পণ করেন?
উত্তর:- কালিকট বন্দরে।
- ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- রামমোহন রায়।
- অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- প্রমথনাথ মিত্র।
- মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে এসেছিলেন?
উত্তর:- উইলিয়াম হকিন্স।
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়?
উত্তর:- ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
- ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- হিটলার।
- মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর:- ১৮৬৯ খ্রীষ্টাব্দে।
- কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর:- ১৫৭৫ খ্রীষ্টাব্দে।
- খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উত্তর:- ১৫২৭ খ্রীষ্টাব্দে।
- দিল্লীর দাস বংশের অবসান কে করেছিলেন?
উত্তর:- জালালউদ্দিন খলজী।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Name:- General Knowledge Questions Answers in Bengali PDF [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।