1200+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | General Knowledge Questions Answers in Bengali PDF | সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি General Knowledge Questions Answers in Bengali PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | General Knowledge Questions Answers in Bengali PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | General Knowledge Questions Answers in Bengali PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

  1. কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

উত্তর:- সমুদ্রগুপ্তকে।

  1. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- শেরশাহ।

  1. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- মুর্শিদকুলি খাঁ।

  1. ‘ইণ্ডিকা’ গ্রন্থটির রচয়িতার নাম লেখো।

উত্তর:- মেগাস্থিনিস – গ্রীক ভাষায় লেখা।

  1. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার বলা হয় কোন স্থানকে?

উত্তর:- ক্যানিং।

  1. বাংলা ও নেপাল সীমান্তে কোন পর্বত রয়েছে?

উত্তর:- সিঙ্গলিলা।

  1. ভারতের প্রথম ভাইসরয় কে ছিল?

উত্তর:- লর্ড ক্যানিং।

  1. টেলিফোন যন্ত্রটির আবিষ্কর্তা কে? 

উত্তরঃ- গ্রাহাম বেল।

  1. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?

উত্তর:- লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।

  1. পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?

উত্তর:- গঙ্গা।

  1. দামোদর নদকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- বাংলার দুঃখ।

  1. সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত?

উত্তর:- দক্ষিণ 24 পরগনা।

  1. পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে?

উত্তর:- বর্ধমানকে।

  1. হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- বাণভট্ট।

  1. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়েছিল?

উত্তর:- ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।

  1. তাজমহল কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- শাহজাহান।

  1. শিবাজীর পুত্রের নাম কী ছিল?

উত্তর:- শম্ভুজী।

  1. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- লালা হরদয়াল।

  1. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- ১৮৭৬ খ্রীষ্টাব্দে।

  1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়েছিল?

উত্তর:- ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।

  1. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে পদার্পণ করেন?

উত্তর:- কালিকট বন্দরে।

  1. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- রামমোহন রায়।

  1. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- প্রমথনাথ মিত্র।

  1. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে এসেছিলেন?

উত্তর:- উইলিয়াম হকিন্স।

  1. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়?

উত্তর:- ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।

  1. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- হিটলার।

  1. মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেছিলেন?

উত্তর:- ১৮৬৯ খ্রীষ্টাব্দে।

  1. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেছিলেন?

উত্তর:- ১৫৭৫ খ্রীষ্টাব্দে।

  1. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?

উত্তর:- ১৫২৭ খ্রীষ্টাব্দে।

  1. দিল্লীর দাস বংশের অবসান কে করেছিলেন?

উত্তর:- জালালউদ্দিন খলজী।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  General Knowledge Questions Answers in Bengali PDF [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।