১০০০+ সাধারণ জ্ঞান বাংলাদেশ চাকরির পরীক্ষা | General knowledge Questions Answers Bangladesh
- আসাদ কোন সময়ে শহীদ হন?
উত্তর:- ৬৯ এর গণ অভ্যুত্থানে।
- শহীদ আসাদ দিবস পালিত হয়ে থাকে কত তারিখে?
উত্তর:- ২০ জানুয়ারী।
- পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল কত সালে?
উত্তর:- ১৯৬৯ সলে।
- গণ অভ্যুত্থান দিবস পলিত হয়ে থাকে কত তারিখে?
উত্তর:- ২৪ জানুয়ারী।
- আসাদগেট কোন স্মৃতি রক্ষার্থে গড়ে তোলা হয়েছিল?
উত্তর:- ১৯৬৯ সালের গণঅভ্যুথান।
- আগরতলা মামলা প্রত্যাহার করা হয়েছিল কত সালে?
উত্তর:- ১৯৬৯ সালে।
- আগরতলা মামলা প্রত্যাহার করা হয়েছিল কীসের জন্য?
উত্তর:- প্রচন্ড আন্দোলনের জন্য।
- বঙ্গবন্ধু উপাধী দেওয়া হয়েছিল কত সালে?
উত্তর:-২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে।
- শেখ মজিবুর রহমান উপাধী পেয়েছিলেন কোথায়?
উত্তর:- ছাত্র সভায়।
- ১৯৭০ সালে পকিস্তানের প্রথম সাধারন নির্বাচনে কোন দলটি সংখ্যা গরিষ্টতা লাভ করেছিল?
উত্তর:- আওয়ামী লীগ্
- পূর্ব বাংলার প্রদেশিক পরিশদে মোট কয়টি আসন ছিল?
উত্তর:- নির্বাচিত আসন ৩০০টি এবং ১০ সংরক্ষিত আসন ছিল।
- ১৯৭০ সালে সংগঠিত জাতীয় পরেষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পায়?
উত্তর:- ১৬৭ টি।
- বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল কোথায়?
উত্তর:- ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবেনে এক ছাত্র সভায়।
- স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তলন করা হয়েছিল কত সালে?
উত্তর:- ২মার্চ ১৯৭১ সালে।
- বাংলাদেশের জাতীয় পতাকা কে প্রথম উত্তলণ করেছিলেন?
উত্তর:- তৎকালীন ডাকশু নেতা আব্দুর রব।
- শেখ মজিবুর রহমানকে কবে জাতীর জনক বলে ঘোষনা করা হয়েছিল?
উত্তর:- ৩মার্চ ১৯৭১ সালে।
- বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল কত সালে?
উত্তর:-১৭ জনুয়ারী, ১৯৭২ সালে।
- বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে করেন?
উত্তর:- কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় পতাকার রং কেমন?
উত্তর:- গাড় সবুজের মধ্যে লাল।
- বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- ২মার্চ।