100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (general knowledge questions and answers) pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি general knowledge questions and answers set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (general knowledge questions and answers) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে  সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (general knowledge questions and answers) set.  নিচে  সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (general knowledge questions and answers) set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই  সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (general knowledge questions and answers) set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (general knowledge questions and answers):

  1. বায়ুমণ্ডলের কোন উপাদান জীবজগত সরাসরি গ্রহণ করতে পারে না?

উওরঃ- নাইট্রোজেন।

  1. পান্না দিয়ে তৈরি বুদ্ধ মূর্তি কোথায় অবস্থিত?

উওরঃ- ব্যাংককে।

  1. পৃথিবীর কোন শহরে সর্বাধিক বহুভাষাভাষী মানুষ বাস করে?

উওরঃ- হংকং।

  1. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

উওরঃ- 7 নং।

  1. ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতির শাসন জারি হয়?

উওরঃ- পাঞ্জাব।

  1. ভারতের জাতীয় পতাকার চক্রে কতগুলি কাটা দাগ আছে?

উওরঃ- 24 টি।

  1. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?

উওরঃ- হংকং।

  1. সর্বপ্রথম আবিষ্কৃত মূল কণা কোনটি?

উওরঃ- প্রোটন।

  1. বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কিভাবে?

উওরঃ- বলয় গণনা করে।

  1. ভারতে প্রথম কত সালে চলচ্চিত্র দেখানো হয়?

উওরঃ- 1896 সালে।

  1. বিরজু মহারাজ কোন জাতীয় নৃত্যের সাথে যুক্ত?

উওরঃ- কত্থক।

  1. আগ্রা শহরটির প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- সিকান্দার লোদী।

  1. কত সালে ইউরো কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়?

উওরঃ- 1960 সালে।

  1. কোন ব্যক্তি লোকসভার সদস্য না হয়েও লোকসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন?

উওরঃ- এটর্নি জেনারেল।

  1. প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র ‘গুলমার্গ’ ভারতের কোথায় অবস্থিত?

উওরঃ- লাদাখ।

  1. বর্তমানে তৃতীয় বিশ্বের কত শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে?

উওরঃ- 30 শতাংশ।

  1. ‘পাকসিনিয়া গ্রামিনিস’ কোন ফসলের একটি রোগের নাম?

উওরঃ- গম।

  1. যেকোনো তাপমাত্রায় কি ঘটতে পারে?

উওরঃ- বাষ্পয়ন।

  1. কোন বাঙালি প্রথম ভারতের স্থলবাহিনীর প্রধান হয়েছিলেন?

উওরঃ- জেনারেল শঙ্কর রায়চৌধুরী।

  1. বিখ্যাত ‘মাদাম তুসো’ মিউজিয়াম কোথায় অবস্থিত?

উওরঃ- ইংল্যান্ড।

  1. রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?

উওরঃ- গীতাঞ্জলি।

  1. ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে?

উওরঃ- অনুরাধা পাল।

  1. ভারতে প্রথম রেলগাড়ি কত সালে চালু হয়?

উওরঃ- 1853 সালে।

  1. রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উওরঃ- নিউইয়র্ক।

  1. শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ?

উওরঃ- স্যার ডেভিড অক্টারলোনি।

  1. কোন বিজ্ঞানী প্রথম হৃদপিন্ড সংস্থাপন করেছিলেন?

উওরঃ- ক্রিশ্চান বার্নার্ড।

  1. বুনিয়াদি শিক্ষার প্রবর্তক কে?

উওরঃ- মহাত্মা গান্ধী।

  1. কম্পিউটারের আবিস্কারক ব্যাবেজ কোন দেশের অধিবাসী ছিলেন?

উওরঃ- গ্রেট ব্রিটেন।

  1. মাদার টেরিসা কত সালে ভারতরত্নে ভূষিত হন?

উওরঃ- 1980 সালে।

  1. পাকিস্তানের জাতীয় দিবস কবে পালন করা হয়?

উওরঃ- 14 আগস্ট। 

  1. বিশ্ব চলচ্চিত্তের সর্বশ্রেষ্ট পুরস্কার কি নামে অভিহিত হয়?

উওরঃ- অস্কার।

  1. কত সালে কলকাতায় টাকশাল তৈরি হয়?

উওরঃ- 1757 সালে।

  1. কোন পরিবহন ব্যবস্থা আফগানিস্তানে চালু নেই?

উওরঃ- রেল।

  1. কোন শহরটি বাংলার অক্সফোর্ড নামে পরিচিত?

উওরঃ- নবদ্বীপ।

  1. পুলিতজার পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়?

উওরঃ- আমেরিকা।

  1. কোরান শরীফ কোন ভাষায়। রচিত?

উওরঃ- আরবি।

  1. ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ক্ষেপনাস্ত্রটির নাম কি?

উওরঃ- পৃথিবী।

  1. ‘বন্দে মাতরম’ সঙ্গীতটি কে রচনা করেছিলেন?

উওরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

  1. ভারতের লোক সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

উওরঃ- গণেশ বাসুদেও মভলঙ্কর।

  1. রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি বান-কি-মুন- কোন দেশের অধিবাসী?

উওরঃ- দক্ষিণ করিয়া।

  1. কিতাব-উল-হিন্দ গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওরঃ- অলবিরুনী।

  1. ‘সত্যমেব জয়তে’ উক্তিটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?

উওরঃ- মুন্ডক উপনিষদ।

  1. দশমিক প্রথা কোন দেশে প্রথম চালু হয়?

উওরঃ- গ্রিস।

  1. সোনার কেল্লার সাথে কোন শহরটি সংযুক্ত?

উওরঃ- জয়শলমের।

  1. যাঁরা দেব সভায় নাচতেন তাঁদের কি বলা হতো?

উওরঃ- কিন্নরী।

  1. কোন ভারতীয়কে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রথম ভারতরত্ন দেওয়া হয়?

উওরঃ- খান আব্দুল গফ্ফার খান।

  1. কোন দেশ থেকে ‘ম্যাগসেসে’ পুরস্কার দেওয়া হয়?

উওরঃ- ফিলিপিন্স।

  1. কে প্রথম ভারতীয় ছবি রপ্তানি করেন?

উওরঃ- ফালকে।

  1. শিবাজির রাজধানী কোথায় ছিল?

উওরঃ- রায়গড়।

  1. চাণক্য পন্ডিত কোন বিষয়ের সাথে যুক্ত ছিলেন?

উওরঃ- রাজনীতি।

🔵🔴 সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর – Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

File Details:-
File Name:- general knowledge questions and answers pdf [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:-  2 Mb
File Location:- Google Drive

Download-: Click here to download