সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | General Knowledge Question Answers | Part-1

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি General Knowledge Question Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | General Knowledge Question Answers

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | General Knowledge Question Answers

  1. ভারতবর্ষের প্রথম নাগরিক কাকে বলা হয়?

উত্তরঃ রাষ্ট্রপতি।

  1. ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক কাকে বলা হয়?

উত্তরঃ ভাইস প্রেসিডেন্ট।

3- ভারতের তৃতীয় নাগরিক কাকে বলা হয়?

উত্তরঃ প্রধানমন্ত্রী।

  1. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদিত হয়?

উত্তরঃ অরুণাচল প্রদেশ।

  1. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম লেখো?

উত্তর: প্রতিভা দেবী সিং পাতিল।

  1. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ উইলিয়াম বেন্টিঙ্ক।

  1. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কাকে বলা হয়?

উত্তরঃ রাষ্ট্রপতি।

  1. ভারতের প্রথম মহিলা শাসক কে ছিল?

উত্তরঃ রাজিয়া সুলতান।

  1. ভারতের প্রথম মহিলা গভর্নর -এর নাম কী?

উত্তরঃ সরোজিনী নাইডু।

  1. ভারতের জাতীয় সঙ্গীত -এর রচয়িতা কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

  1. পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী?

উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

  1. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কী?

উত্তরঃ আর্কটিক মহাসাগর।

  1. পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী?

উত্তরঃ এশিয়া (ক্ষেত্রফলের দিক থেকে)।

  1. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কী?

উত্তরঃ অস্ট্রেলিয়া (ক্ষেত্রফলের দিক থেকে)।

  1. পৃথিবীর কোন দেশটি “ল্যান্ড অফ রাইজিং সান” নামে পরিচিত?

উত্তরঃ জাপান।

  1. পৃথিবীর কোন মহাদেশে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত?

উত্তরঃ আফ্রিকা।

  1. পৃথিবীর বৃহত্তম দ্বীপটির নাম কী?

উত্তরঃ গ্রীনল্যান্ড।

  1. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতশ্রেণীর নাম কী?

উত্তরঃ আন্দিজ।

  1. বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক কোন দেশে অবস্থিত?

উত্তরঃ আমেরিকা।

  1. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়ে থাকে?

উত্তরঃ ১১ জুলাই।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।