Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি General Knowledge Question Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | General Knowledge Question Answers।
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | General Knowledge Question Answers
- ভারতবর্ষের প্রথম নাগরিক কাকে বলা হয়?
উত্তরঃ রাষ্ট্রপতি।
- ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক কাকে বলা হয়?
উত্তরঃ ভাইস প্রেসিডেন্ট।
3- ভারতের তৃতীয় নাগরিক কাকে বলা হয়?
উত্তরঃ প্রধানমন্ত্রী।
- ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদিত হয়?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here
- ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম লেখো?
উত্তর: প্রতিভা দেবী সিং পাতিল।
- ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কাকে বলা হয়?
উত্তরঃ রাষ্ট্রপতি।
- ভারতের প্রথম মহিলা শাসক কে ছিল?
উত্তরঃ রাজিয়া সুলতান।
- ভারতের প্রথম মহিলা গভর্নর -এর নাম কী?
উত্তরঃ সরোজিনী নাইডু।
- ভারতের জাতীয় সঙ্গীত -এর রচয়িতা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
- পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।
- পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কী?
উত্তরঃ আর্কটিক মহাসাগর।
- পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী?
উত্তরঃ এশিয়া (ক্ষেত্রফলের দিক থেকে)।
- পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কী?
উত্তরঃ অস্ট্রেলিয়া (ক্ষেত্রফলের দিক থেকে)।
- পৃথিবীর কোন দেশটি “ল্যান্ড অফ রাইজিং সান” নামে পরিচিত?
উত্তরঃ জাপান।
- পৃথিবীর কোন মহাদেশে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা।
- পৃথিবীর বৃহত্তম দ্বীপটির নাম কী?
উত্তরঃ গ্রীনল্যান্ড।
- পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতশ্রেণীর নাম কী?
উত্তরঃ আন্দিজ।
- বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আমেরিকা।
- বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়ে থাকে?
উত্তরঃ ১১ জুলাই।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।