Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি General Knowledge of all Subjects. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সমস্ত বিষয়ের জেনারেল নলেজ | General Knowledge of all Subjects ||. এই সমস্ত বিষয়ের জেনারেল নলেজ | General Knowledge of all Subjects || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
সমস্ত বিষয়ের জেনারেল নলেজ | General Knowledge of all Subjects
১. কে প্রথম মহিলা হিসেবে সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন?
উত্তরঃ অমৃতা প্রীতম
২. ভারতীয় রেলের ম্যাসকট কি ?
উত্তরঃ ভোলু নামক হাতি, ২০০২ সাল থেকে চালু হয়
৩. স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী ছিলেন কে?
উত্তরঃ জন ম্যাথাই
৪. সুন্দরী মহিলা কে ভয় পাওয়া কে ইংলিশ এ কোন ভীতি বলে?
উত্তরঃ Venustraphobia/ Caligynephobia.
৫. প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারাঅলিম্পিকে পদক কে পান?
উত্তরঃ দীপা মালিক
৬. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৪ ফেব্রুয়ারী ( 4th February )
৭. “Dilli Meri Dilli : Before and after 1998 ” – বইটি কার লেখা?
উত্তরঃ শীলা দীক্ষিত
৮. তুলোতন্তু ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় সেটি হলো
উত্তরঃ বিসিনোসিস
৯. ” The Origin of Species by Means of Natural Selection” – গ্রন্থটির রচয়িতা হলেন
উত্তরঃ ডারউইন
১০. ভারতে আদমশুমারি কত বছর অন্তর করা হয়?
উত্তরঃ ১০
১১. প্রথম রেলপথ তৈরি হয় কোন দেশে?
উত্তরঃ ইংল্যান্ড
১২. কলকাতা মেডিক্যাল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৩৫
১৩. ভারতে জন্মগ্রহণকারী কোন জ্যোতি পদার্থবিজ্ঞানী, ১৯৮৩ সালে তাঁর জন্মদিনে নোবেল প্রাইজ পেয়েছিলেন?
উত্তরঃ এস চন্দ্রশেখর
১৪. ব্রহ্মানন্দ নামে কে পরিচিত?
উত্তরঃ কেশবচন্দ্র সেন
১৫. কে আবিষ্কার করেন যে আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে সাতটি রঙে বিভক্ত হয়?
উত্তরঃ আইজাক নিউটন
১৬. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসক স্থাপন করেন?
উত্তরঃ প্রথম কুমারগুপ্ত
১৭. দিল্লির সিংহাসনে প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তরঃ রাজিয়া সুলতানা
১৮. কে এম কারিয়াপ্পা কে ছিলেন?
উত্তরঃ প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ
১৯. বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২০. যার সম্মতি ছাড়া সংসদ এলাকায় কোনো সাংসদকে গ্রেফতার করা যাই না তিনি হলেন
উত্তরঃ স্পিকার
২১. পেশীর ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম কি?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড
২২. বল্লালসেনের গুরু কে ছিলেন?
উত্তরঃ অনিরুদ্ধ
২৩. দিল্লির কোন সুলতান দাস কেনাবেচা বন্ধ করেছিলেন?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক
২৪. বিশ্বের প্রথম রোবট হিসেবে কে নাগরিকত্ব পেলো?
উত্তরঃ সোফিয়া
২৫. তাঁতিয়া টোপীর প্রকৃত নাম কি ছিল?
উত্তরঃ রামচন্দ্র পানডুরঙ্গ
২৬. ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের স্বামী তথা ঝাঁসির মহারাজার নাম কি ছিল?
উত্তরঃ গঙ্গাধর রাও
২৭. মাউন্ট এভারেস্ট নেপালে কি নাম পরিচিত?
উত্তরঃ সাগরমাথা
২৮. “ভূত পেত্নীর দেশ” চিত্রকলার শিল্পী কে?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
২৯. বাংলার নানাসাহেব নাম কে পরিচিত?
উত্তরঃ রামরতন মল্লিক
৩০. কত সালে ৫০ পয়সার কয়েন তৈরী বন্ধ হয়?
উত্তরঃ ২০২০
৩১. আকবর এর প্রিয় পাত্র বিরবল এর আসল নাম কি ছিল?
উত্তরঃ মহেশ দাস
৩২. ভারতের কোন অর্থমন্ত্রী সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন সংসদে?
উত্তরঃ মোরারজি দেশাই
৩৩. ভারতের কোন প্রতিবেশী দেশকে Druk Yul কে বলা হয়?
উত্তরঃ ভুটান
৩৪. ১৮৯৩ সালের শিকাগো ধর্মসভায় স্বামীজি বাদে অংশগ্রহণকারী আরেকজন বাঙালির নাম কি?
উত্তরঃ প্রতাপ চন্দ্র মজুমদার
৩৫. বিছুটি গাছের পাতায় কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ফর্মিক অ্যাসিড
৩৬. জ্বলন্ত পাথর কোন মৌল কে বলা হয়?
উত্তরঃ সালফার
৩৭. কোন প্রাণীর কামড়ে সব থেকে বেশি মানুষ মারা যায় প্রত্যেক বছর?
উত্তরঃ মশা
৩৮. “Terror of Bengal” কাকে বলা হয়?
উত্তরঃ কচুরিপানা
৩৯. বাঘের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশ
৪০. কোন Governor General নিজেকে Bengal Tiger বলতেন?
উত্তরঃ ওয়েলেসলি
৪১. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
উত্তরঃ কে. চন্দ্রশেখর রাও
৪২. ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তরঃ ক্যানাডা
৪৩. “জয় জওয়ান, জয় কিষান ” – এই উক্তিটি কার ?
উত্তরঃ লালবাহাদুর শাস্ত্রী
৪৪. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ প্রফুল্লচন্দ্র রায়
৪৫. সিপাহী বিদ্রোহ ( ১৮৫৭) কে “স্বাধীনতার প্রথম যুদ্ধ” বলেছিলেন?
উত্তরঃ বীর সাভারকার
৪৬. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
উত্তরঃ কাবেরী
৪৭. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন?
উত্তরঃ রাকেশ শর্মা
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।