জেনারেল নলেজ মকটেস্ট প্রশ্নোত্তর | General Knowledge Mock Test Questions Answers
1. ঘড়িতে দম দেওয়ার ফলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?
উত্তর:- স্থিতি শক্তি
2. মুখ্য রং তিনটির নাম কী?
উত্তর:- লাল, নীল, সবুজ
3. ‘Art of Living’ এই উক্তিটির প্রবক্তা কে?
উত্তর:- শ্রী শ্রী রবিশঙ্কর
4. ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর:- ওডিশার কটক শহরে।
5. চারমিনার অবস্থিত কোন শহরে?
উত্তর:- হায়দ্রাবাদ
6. ‘বুল’ এবং ‘বিয়ার’ এই দুটি শব্দ কীসের সাথে জড়িত?
উত্তর:- শেয়ার বাজার
7. ভারতের ন্যশানাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
উত্তর:- মুম্বাই
8. SAARC কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1985 সালে 8 ডিসেম্বর
9. WHO এর সদর দফতর কোথায়?
উত্তর:- জেনিভা
10. PAN -এর সম্পূর্ন রূপ কী?
উত্তর:- পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার
11. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?
উত্তর:- নাব্রা উপত্যকা (কারাকোরাম)
12. কসমিক ইয়ার (Cosmic Year) বলতে কি বোঝো?
উত্তর:- যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তাকে কসমিক ইয়ার বলে।
13. ওড়িশা রাজ্যের রাজ্য প্রাণী (State Animal) কোনটি?
উত্তর:- সম্বর হরিণ
14. শরীরের কোন অঙ্গটি সবচেয়ে বড়ো?
উত্তর:- ত্বক
15. কোন গ্যাসটি ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়?
উত্তর:- ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন
16. কৃষকের বন্ধু বলা হয় কোন জীবকে?
উত্তর:- কেঁচো
17. স্বর্গীয় গাছ বলা হয় কোন গাছকে?
উত্তর:- নারিকেল গাছকে
18. সূর্যের কন্যা বলা হয় কোন গাছকে?
উত্তর:- তুলা
19. ভারতের জাতীয় জলচর প্রানীর কোনটি?
উত্তর:- ডলফিন
20. আমেরিকার প্রসিডেন্ট এর বাসস্থানের নাম কী?
উত্তর:- White House.