300+ WBPSC জিকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | General Knowledge MCQ WBP Lady Constable Exam

300+ WBPSC জিকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | General Knowledge MCQ WBP Lady Constable Exam

1. WTO এর মোট সদস্য দেশের সংখ্যা কত লেখো?

Ans. 164 টি (July,2016)।

2. 2011 সালের আদমসুমারী অনুসারে, ভারতের জনঘনত্ব কত ছিল?

Ans. 382 জন প্রতি বর্গকিমি।

3. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোথা থেকে কোথায় বিস্তৃত?

Ans. বারাণসী থেকে কন্যাকুমারী।

4. জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থান করছে?

Ans. প্রশান্ত মহাসাগর।

5. মানবীয় ভূগোলের প্রবক্তা কে ছিলেন?

Ans. ভিদাল-দে-লা-ব্লাচে।

6. ‘Civilisation and Climate’ বিখ্যাত এই গ্রন্থটির লেখক কে?

Ans. হান্টিংটন।

7. ‘Cosmos’ গ্রন্থ কে লিখেছেন?

Ans. হামবোল্ট।

8. মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা ঘটেছিল কত সাল থেকে?

Ans. 1909 সালে।

9. ‘সাংস্কৃতির উৎস ক্ষেত্র‘ এই কথাটি প্রথম কে উপস্থাপন করেছিলেন?

Ans. সাওয়ার।

10. সমাজ ভূগোলে লোকাচার শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?

Ans. W.G. Sumner.

11. ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কী?

Ans. তাপীয় শক্তি।

12. পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে লাক্ষা চাষ সবচেয়ে বেশি পরিমাণে হয়?

Ans. ঝালদা ও মানবাজার অঞ্চলে।

13. সিঙ্গারেনী কয়লাখনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Ans. অন্ধ্রপ্রদেশ।

14. মালপ্রভা নদী ভারতের কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে?

Ans. কর্ণাটক।

15. ‘বিশ্ব সমুদ্র দিবস‘ কবে পালিত হয়ে থাকে?

Ans. 8th June.

16. বাংলাদেশের কোন শহরটি ‘প্রাচ্যের ডান্ডি‘ নামে পরিচিত?

Ans. নারায়ণগঞ্জ।

17. ভারতে গড়ে ওঠা প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি?

Ans. দার্জিলিং-এর সিদ্রাপং।

18. ‘নামধাপা‘ ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে গড়ে উঠেছে?

Ans. অরুণাচল প্রদেশ।

19. সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কোনটির প্রভাবে হয়?

Ans. বাণিজ্য বায়ু।

20. শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

Ans. ঝিলম।

21. দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে যে নতুন জেলাটি তৈরি হয়েছে, তার নাম কী?

Ans. কালিম্পং।

22. পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি রাখা হয়েছে?

Ans. পূর্বাশা।

23. দ্বারকেশ্বর নদী এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহটি কী নামে পরিচিত?

Ans. রূপনারায়ণ নদী।

24. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান ‘বক্সদুয়ার‘ কোন জেলায় অবস্থিত?

Ans. জলপাইগুড়ি।

25. ‘দিয়ারা‘ অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে যুক্ত?

Ans. মালদা।

26. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো নদীটির নাম কী?

Ans. দামোদর।

27. তিলপাড়া জলসেচ খালটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

Ans. বীরভূম।

28. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?

Ans. পুরুলিয়া।

29. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে?

Ans. বর্ধমান জেলার আসানসোল।

30. ‘ত্রাসের নদী‘ কোন নদীকে বলা হয়?

Ans. তিস্তা।

Click Here To Download