পশ্চিমবঙ্গ হেড কনস্টেবল জিকে প্রশ্নোত্তর | General Knowledge MCQ Kolkata Police Exam
1. আকাশবাণী নামটি কে দিয়েছিল?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
2. কোন সরীসৃপ প্রাণী উড়তে পারে?
উত্তরঃ ড্রাকে ভোলানার্স
3. ‘ভারতবর্ষ’ কথাটি প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়?
উত্তরঃ ঋকবেদ
4. ভারতের প্রথম নির্বাচন কমিশনার পদে কে নিয়োজিত হয়েছিলেন?
উত্তরঃ সুকুমার সেন
5. অন্ধ মানুষদের পড়ানোর পদ্ধতিটি কে আবিষ্কার করেন?
উত্তরঃ লুইস ব্রেইল পদ্ধতি
6. ক্রিকেট খেলার ব্যাট তৈরি করা হয় কোন কাঠ দিয়ে?
উত্তরঃ উইলো কাঠ দিয়ে
7. কোন সাপ চলার সময় ঝুম ঝুম শব্দ হতে থাকে?
উত্তরঃ দঃ আমেরিকার রাটেল স্নেক
8. লিখে পরীক্ষা দেওয়ার নীতি কত খ্রীস্টাব্দ থেকে চালু হয়?
উত্তরঃ ১৭০২ খ্রীস্টাব্দে
9. “সারে জাঁহা সে আচ্ছা” গানটি কে লেখেন?
উত্তরঃ মহম্মদ ইকবাল
10. টুথব্রাশের আবিষ্কারক কে ছিলেন?
উত্তরঃ উইলিয়াম অ্যাডিস।
11. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পুরষ্কার পান?
উত্তরঃ ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ
12. আধুনিক প্রবাবিলিটি তত্ত্বের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ব্লেইজ প্যাসকাল
13. ২০০৯ সালে সমাজসেবার জন্যে কোন ভারতীয় ‘র্যামন ম্যাগসেসে’ পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ দীপ যোশি
14. বিশ্ব খাদ্য দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে?
উত্তরঃ ১৬ অক্টোবর
15. জাতীয় কংগ্রেসে প্রথম মুসলিম সভাপতি হিসেবে কে নিয়োজিত হয়েছিলেন?
উত্তরঃ বদরুদ্দিন তায়েবজি
16. ISRO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৬৯ সালে
17. কোন চলচ্চিত্র অভিনেত্রী প্রথম পদ্মশ্রী সম্মান পান?
উত্তরঃ নার্গিস দত্ত
18. কে প্রতিষ্ঠা করেছিলেন “ভারতসভা”?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
19. ভারতের প্রথম “জাতীয় সম্রাট” হিসাবে চিহ্নিত করা হয় কোন সম্রাটকে?
উত্তরঃ আকবর
20. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম ডাকটিকিটের প্রবর্তন হয়েছিল?
উত্তরঃ লর্ড ডালহৌসি।
Click Here To Download