বাংলা জেনারেল নলেজ প্রশ্নোত্তর | General knowledge in Bengali with Answers

বাংলা জেনারেল নলেজ প্রশ্নোত্তর | General knowledge in bengali with answers

1. ‘রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার প্রাপ্ত’ “Solo” উপন্যাসটির রচয়িতা কে?

উত্তর:- রানা দাশগুপ্ত

2. ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল অফ ইন্ডিয়া ভারতের কোন স্থানে অবস্থিত?

উত্তর:- নতুন দিল্লি

3. “Cowrie Shawl” ভারতের কোন রাজ্যের ট্রাডিশনাল টেক্সটাইল?

উত্তর:- নাগাল্যান্ড

4. EWS দের জন্য 10% সংরক্ষণ চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি?

উত্তর:- গুজরাট

5. কোন জাতীয় নেতা আন্দামান সেলুলার জেলের দেওয়ালে ভারতের ইতিহাস লিখেছিলেন?

উত্তর:- বীর সাভারকর

6. মালিমথ কমিটি রিপোর্ট কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

উত্তর:- ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্ম

7. ভারতে ব্যাংকিং রেগুলেশন এক্ট কত সালে পাশ হয়েছিল?

উত্তর:- 1949 সালে

8. কে/কারা নোবেল শান্তি পুরস্কার নির্ধারণ করে থাকেন?

উত্তর:- নরওয়ে নোবেল কমিটি

9. সোমেশ্বর রেঞ্জ কোনটির অংশ?

উত্তর:- শিবালিক রেঞ্জ

10. প্রতিবছর 24 শে জানুয়ারি কোন দিবস পালন করা হয়ে থাকে?

উত্তর:- জাতীয় শিশু কন্যা দিবস

11. কথাকলি – ক্লাসিক্যাল নৃত্যটি ভারতের কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছে?

উত্তর:- কেরল

12. ভারতের প্রথম ট্রেন যাত্রা শুরু হয়েছিল কত সালে?

উত্তর:- 1853 সালে

13. কোন প্যানেল চিনি শিল্প নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত?

উত্তর:- রঙ্গরাজন প্যানেল

14. কোন মন্ত্রক মিড-ডে-মিল স্কীম বাস্তবায়িত করে?

উত্তর:- মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট।

15. কোন যুগের মুদ্রা থেকে সংগীতের প্রতি ভালোবাসার প্রমান পাওয়া যায়?

উত্তর:- গুপ্ত যুগের

16. মাকরান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?

উত্তর:- বক্সিং

17. মিনিমাম সাপোর্ট প্রাইস (MSP) সুপারিশ করে কোন সংস্থা?

উত্তর:- কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস এন্ড প্রাইসেস।

18. দরাবজি টাটা কত সালে TISCO প্রতিষ্ঠা করেন?

উত্তর:- 1907 সালে।

19. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা-চ্যুত করার পদ্ধতির নাম কী?

উত্তর:- কোয়াসি-জুডিশিয়াল

20. ওয়ার্ল্ড গ্লোবাল রিসাইক্লিং দিবস কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 18 ই মার্চ।