Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি General Knowledge Geography Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে General Knowledge Geography Questions Answers ||. এই General Knowledge Geography Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
General Knowledge Geography Questions Answers
- বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ দক্ষিণ 24 পরগনা জেলার বজবজে।
- পশ্চিমবঙ্গের দুটি গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ?
উঃ হলদিয়া জিটি, মাইথন জিটি, কসবা পিক লোড পাওয়ার জেনারেটিং স্টেশন।
- পশ্চিমবঙ্গের কোন স্থান মৃৎশিল্পের জন্য বিখ্যাত?
উঃ নদীয়ার কৃষ্ণনগর, বাঁকুড়ার বিষ্ণুপুর ও সোনামুখী।
- পশ্চিমবঙ্গের কয়েকটি তাঁত শিল্প কেন্দ্রের নাম লেখ।
উঃ শান্তিপুর, ধনেখালি, ফুলিয়া।
- পশ্চিমবঙ্গের কোন স্থান ছুরি ও কাঁচি তৈরীর জন্য বিখ্যাত?
উঃ পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর।
- পশ্চিমবঙ্গের কোন জেলা মাদুর ও শোলা শিল্পের জন্য বিখ্যাত?
উঃ পূর্ব মেদিনীপুর।
- পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?
উঃ সম্মিলিতভাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা।
- পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে?
উঃ পশ্চিম মেদিনীপুর
- পশ্চিমবঙ্গের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল?
উঃ বর্ধমান জেলার কুলটি-বার্ণপুর (1918 খ্রিস্টাব্দে)।
- পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচার নাম কি?
উঃ সামসিং।
- পশ্চিমবঙ্গের কোন স্থান বালুচরী শাড়ির জন্য বিখ্যাত?
উঃ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর।
- পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলার নাম কি?
উঃ কলকাতা।
- পশ্চিমবঙ্গের কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত রেলপথ স্থাপিত হয়?
উঃ হাওড়া থেকে হুগলী।
- কোন জেলা স্বাধীণতা লাভের সময় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না?
উঃ কোচবিহার।
- জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
উঃ তিস্তা ও করলা।
- পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ কলকাতা।
- কত নম্বর জাতীয় সড়ক কলকাতা ও বনগাঁর মধ্যে সংযোগ রক্ষা করেছে?
উঃ NH-35
- কত নম্বর জাতীয় সড়ক কলকাতা ও শিলিগুড়ির মধ্যে সংযোগ রক্ষা করেছে?
উঃ NH-34
- কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে?
উঃ ভাগীরথী নদী।
- পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে রেল ওয়াগন নির্মাণের কারখানা আছে?
উঃ লিলুয়া, কাঁচরাপাড়া, টিটাগড় ও দমদম।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।