জেনারেল নলেজ প্রশ্নোত্তর বই | General Knowledge Book in Bengali | Part-7

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি General Knowledge Book in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল নলেজ প্রশ্নোত্তর বই | General Knowledge Book in Bengali

জেনারেল নলেজ প্রশ্নোত্তর বই | General Knowledge Book in Bengali

1. সিপাহি বিদ্রোহে প্রথম শহিদ কে হয়েছিলেন?

উত্তর:- মঙ্গল পাণ্ডে।

2.  সিপাহি বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?

উত্তর:- ব্যারাকপুরে।

3. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়?

উত্তর:- 1763 খ্রিস্টাব্দে।

4. কোন্ গভর্নর জেনারেলের সময় ভারতে সিপাহি বিদ্রোহ হয়েছিল?

উত্তর:- লর্ড ক্যানিং

5. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের দুজন নেতার নাম উল্লেখ করো।

উত্তর:- ভবানী পাঠক ও মজনু শাহ।

6. ব্রিটিশ শাসনের প্রথম শতকের একটি কৃষক বিদ্রোহের নাম লেখো।

উত্তর:- ফরাজি বিদ্রোহ।

7. রংপুর বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো।

উত্তর:- নুরুলউদ্দিন।

8. চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?

উত্তর:- 1768 খ্রিস্টাব্দে।

9. রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়?

উত্তর:- 1783 খ্রিস্টাব্দে।

10. বাংলাদেশে কে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর:- তিতুমির।

11. সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

উত্তর:- 1855 খ্রিস্টাব্দে।

12.  ‘ফরাজি’ আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?

উত্তর:- হাজি শরিয়ৎউল্লাহ।

13. কোল বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো।

উত্তর:- বুদ্ধু ভগত।

14.  সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো।

উত্তর:- সিধু।

15. ভারতে কে ফরাজি আন্দোলনের সূচনা করেছিলেন?

উত্তর:- হাজি শরিয়ৎউল্লাহ।

16. কত খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ/মহাবিদ্রোহ শুরু হয়েছিল?

উত্তর:- 1857 খ্রিস্টাব্দে।

17. 1857-র বিদ্রোহকে ‘প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলেছেন কে?

উত্তর:- বিনায়ক দামোদর সাভারকার।

18. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে ছিলেন?

উত্তর:- রায়বেরিলির সৈয়দ আহমদ।

19. সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল?

উত্তর:- লর্ড ক্যানিং।

20. 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের একজন নেত্রীর নাম উল্লেখ করো?

উত্তর:- লক্ষ্মীবাঈ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।