জেনারেল নলেজ প্রশ্নোত্তর বুক || General Knowledge Book

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge Book. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল নলেজ প্রশ্নোত্তর বুক || General Knowledge Book ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জেনারেল নলেজ প্রশ্নোত্তর বুক || General Knowledge Book টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জেনারেল নলেজ প্রশ্নোত্তর বুক || General Knowledge Book

  1. রক্তের ক্ষারকত্ব বেড়ে গেলে তাকে কি বলা হয় ? 

উত্তরঃ- অ্যালকেলােসিস । 

  1. সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স ’ কোথায় অবস্থিত ? 

উত্তরঃ- কলকাতা ।

  1. দুধের বিশুদ্ধতা কোন্ যন্ত্রের সাহায্যে মাপা হয় ? 

উত্তরঃ- ল্যাকটোমিটার ।

  1. শব্দের প্রাবল্য মাপতে কোন্ যন্ত্র ব্যবহার করা হয় ?

উত্তরঃ- অডিও মিটার । 

  1. সাহিত্যিক দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম কি ?

উত্তরঃ- বেদুইন । 

  1. ভারতের শেষ ভাইসরয়ের নাম কি ? 

উত্তরঃ- লর্ড মাউন্টব্যাটেন ।

  1. মানবদেহের কোন অঙ্গ হইতে HCL নির্গত হয় ?

উত্তরঃ- পাকস্থলী । 

  1. সালােকসংশ্লেষ উদ্ভিদের যে কলায় ঘটে তার নাম কি ? 

উত্তরঃ- মেসােফিল কলা । 

  1. ভাস্কো – ডা – গামা ভারতের কোন্ নৌ – বন্দরে সর্বপ্রথম পা রাখেন ? 

উত্তরঃ- কালিকট । 

  1. অ্যামিবার গমনাঙ্গ কি ?

উত্তরঃ- ক্ষণপদ ।

  1. ভিলাই মানুষের শরীরে কোথায় থাকে ? 

উত্তরঃ- ক্ষুদ্রান্তে ।

  1. মাকড়সার শ্বাসযন্ত্র কি ?

উত্তরঃ- লাং বুক । 

  1. শ্বসনের প্রথম পর্যায়কে কি বলা হয় ?

Ans : গ্লাইকোলাইসিস ।

  1. আধুনিক অ্যানাটমির জনক কে ?

উত্তরঃ- ভেসালিয়াস । 

  1. ক্লোরােফিল অণুতে কোন ধাতব পদার্থ থাকে ?

উত্তরঃ- ম্যাগনেশিয়াম ।

  1. সাহিত্যিক নারায়ণ সান্যালের ছদ্মনাম কি ?

উত্তরঃ- বিকর্ণ ।

  1. হ্যারি পটারের স্রষ্টা কে ? 

উত্তরঃ- জে . কে . রাউলিং । 

  1. ‘ কালকূট ’ কার ছদ্মনাম ? 

উত্তরঃ- সমরেশ বসু ।

  1. সূর্যশেখর গাঙ্গুলী কোন্ খেলার সঙ্গে যুক্ত ? 

উত্তরঃ- দাবা । 

  1. লােকসভার সদস্য হবার জন্য ন্যূনতম বয়স কত ?

উত্তরঃ- পঁচিশ ।

  1. হাতিগুম্ফা লিপি কে রচনা করেন ? 

উত্তরঃ- কলিঙ্গরাজ খারবেল ।

  1. ভারত ও পাকিস্তানের সীমানা বিভাজন রেখা কোটি ?

উত্তরঃ- র্যাডক্লিফ লাইন ।

  1. লাইকেনে কি জাতীয় পুষ্টি দেখা যায় ?

উত্তরঃ- মিথােজীবী ।

  1. রাজ্যসভার সদস্য হবার জন্য ন্যূনতম বয়স কত ?

উত্তরঃ- পঁয়ত্রিশ ।

  1. বাবরি মসজিদ ধ্বংসের তদন্তে নিযুক্ত কমিশন কোনটি ?

উত্তরঃ- লিবারহান কমিশন ।

  1. অরণ্যদেব চরিত্রটি কে সৃষ্টি করেন ?

উত্তরঃ- লিফ । 

  1. এশিয়ার দীর্ঘতম নদীটির নাম কি ? 

উত্তরঃ- ইয়াংসিকিয়াং ।

  1. ইতিহাসের জনক ’ বলে কে পরিচিত ? 

উত্তরঃ- গ্রীক ঐতিহাসিক হেরােডােটাস । 

  1. ভারতের কোন্ শহরকে দক্ষিণ ভারতের কাশী ’ বলা হয় ? 

উত্তরঃ- মাদুরাইকে ।

  1. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে কে পরিচিত ? 

উত্তরঃ- অ্যারিস্টটল । 

  1. সাহিত্যিক বিমল করের ছদ্মনাম কি ?

উত্তরঃ- মৌমাছি । 

  1. মানবদেহে রক্ত সংবহন পদ্ধতির আবিষ্কর্তা কে ? 

উত্তরঃ- উইলিয়াম হার্ভে ।

  1. সােডা ওয়াটারে যে গ্যাস থাকে তার নাম কি ? 

উত্তরঃ- কার্বন ডাইঅক্সাইড । 

  1. ট্যাক্সোনমির জনক কোন্ বিজ্ঞানীকে বলা হয় ?

উত্তরঃ- ক্যারােলাস লিনিয়াসকে ।

  1. নাৰ্ভতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি ? 

উত্তরঃ- নিউরােন ।

  1. ফেরেলের অন্য নাম কি ?

উত্তরঃ- কার্বলিক অ্যাসিড ।

  1. প্রজনন ক্ষমতা হ্রাস পায় কোন ভিটামিনের অভাবে ? 

উত্তরঃ- ভিটামিন ‘ A ‘ ।

  1. দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করেন কে ? 

উত্তরঃ- লর্ড ক্লাইভ ।

  1. মানবদেহে যে অজৈব অ্যাসিড পাওয়া যায় তার নাম কি ? 

উত্তরঃ- হাইড্রোক্লোরিক অ্যাসিড । 

  1. শ্রী অরবিন্দ রচিত গ্রন্থের নাম কি ?

উত্তরঃ- লাইফ ডিভাইন ।

  1. কোন্ কোন্ বর্ণের আলােতে সালােকসংশ্লেষ সর্বাপেক্ষা ভালাে হয় ?

উত্তরঃ- লাল ও নীল ।

  1. কথাকলি নৃত্যটি কোন্ রাজ্যের অন্তর্গত ?

উত্তরঃ- কেরালা ।

  1. সংবিধানের কত নম্বর ধারার মাধ্যমে ভারত থেকে অস্পৃশ্যতাকে অবলুপ্ত করা হয়েছে ?

উত্তরঃ- ১৭ নম্বর ধারা ।

  1. পৃথিবীর ক্ষুদ্রতম মেরুদন্ডী প্রাণী কোনটি ?

উত্তরঃ- পেডােসাইপ্রিস ।

  1. পেঁয়াজ ও রসুনে যে মৌলটি উপস্থিত থাকার জন্য উহাদের গন্ধ ঝাঝালাে হয় তার নাম কি ? 

উত্তরঃ- সালফার । 

  1. ভারতের কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপন্ন হয় ?

উত্তরঃ- কেরল ।

  1. ‘ পরাক্রমাঙ্ক ’ উপাধিটি কে ধারণ করেন ? 

উত্তরঃ- সমুদ্রগুপ্ত ।

  1. ন্যাশনাল এইডস্ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? 

উত্তরঃ- পুনেতে ।

  1. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ? 

উত্তরঃ- হুগাে ডি প্রিস ।

  1. টেলিফোন যন্ত্রটির আবিষ্কর্তা কে ? 

উত্তরঃ- গ্রাহাম বেল ।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।