NCERT Exam জেনারেল নলেজ প্রশ্নোত্তর | General Knowledge 2023 Based On NCERT Pattern
- তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়েছিল?
উওর:- ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
- মেগাস্থিনিসের রচিত গ্রন্থ ‘ইণ্ডিকা’ কোন ভাষায় রচিত?
উওর:- গ্রীক ভাষায়।
3. ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি রূপে মুঘল আমলে কে ভারতে এসেছিলেন?
উওর:- উইলিয়াম হকিন্স।
- ভাস্কো ডা গামা কত সালে ভারতে এসেছিলেন?
উওর:- ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
- ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?
উওর:- সমুদ্রগুপ্তকে।
- হর্ষচরিত গ্রন্থের রচয়িতার নাম উল্লেখ করো।
উওর:- বাণভট্ট।
- বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উওর:- মুর্শিদকুলি খাঁ।
- ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়?
উওর:- ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
- তাজমহল কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল?
উওর:- শাহজাহান।
- শিবাজীর ছেলের নাম কী ছিল?
উওর:- শম্ভুজী।
- গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উওর:- লালা হরদয়াল।
- ভারতসভা কবে প্রতিষ্ঠা হয়?
উওর:- ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
- গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেছিলেন?
উওর:- শেরশাহ।
- ভাস্কো ডা গামা প্রথম কোন বন্দরে এসেছিলেন?
উওর:- কালিকট বন্দরে।
- ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উওর:- রামমোহন রায়।
- ভারতের প্রথম ভাইসরয় কে হয়েছিলেন?
উওর:- লর্ড ক্যানিং।
- অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উওর:- প্রমথনাথ মিত্র।
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে অনুষ্ঠিত হয়?
উওর:- ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
- ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থটি কার রচনা?
উওর:- হিটলার।
- মহাত্মা গান্ধী কত খ্রীস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উওর:- ১৮৬৯ খ্রীস্টাব্দে
- চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?
উওর:- লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।
- প্রায় কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেছিলেন?
উওর:- ১৫৭৫ খ্রীষ্টাব্দে।
- সিন্ধু সভ্যতার বর্তমান নাম উল্লেখ করো?
উওর:- হরপ্পা সভ্যতা।
- খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল?
উওর:- ১৫২৭ খ্রীষ্টাব্দে।
- দিল্লীর দাস বংশের অবসান কে ঘটিয়েছিলেন?
উওর:- জালালউদ্দিন খলজী।
- বাংলায় অনুষ্ঠিত পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন?
উওর:- দূর্জন সিং।
- কে পাট্টা ও কবুলিয়ৎ -এর প্রচলন করেছিলেন?
উওর:- শেরশাহ।
- মুসি নদীর তীরে অবস্থিত একটি শহরের নাম লেখো।
উওর:- হায়দ্রাবাদ।
- বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় আবিস্কৃত হয়েছে।
উওর:- হাম্পিতে।
- মাদুরাইতে কারা রাজধানী স্থাপন করেছিল?
উওর:- পাণ্ড্যদের।
- পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংগঠিত ঘটেছিল?
উওর:- ১৭৫৭ খ্রীষ্টাব্দে।
- মৌর্য সম্রাট বৃহদ্রথ কার দ্বারা হত্যা হয়েছিল?
উওর:- পুষ্যমিত্র শুঙ্গ।
- আকালত্খত কোন শিখ গুরু স্থাপন করেছিলেন?
উওর:- গুরু গোবিন্দ সিং।
- কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর কে রেখেছিলেন?
উওর:- সিরাজ-উদ-দৌলা।
- নাদিরশাহ কত খ্রীস্টাব্দে ভারত আক্রমণ করেন?
উওর:- ১৭৩৯ খ্রীষ্টাব্দে।