Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি General Knowledge 2023. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Important General Knowledge 2023।
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Important General Knowledge 2023
- বিরজু মহারাজের প্রধান নৃত্যশৈলীর নাম কী?
উত্তরঃ কথক।
- হিন্দি সাহিত্যের কোন যুগ স্বর্ণযুগ বলে অভিহিত?
উত্তরঃ ভক্তিকাল।
- কোনটিকে হিন্দির প্রথম সামাজিক উপন্যাস হিসেবে বিবেচিত করা হয়?
উত্তরঃ ভাগ্যবতী।
- ব্রজভাষার শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়?
উত্তরঃ সুরদাস।
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here
- কবীরের গুরু কে ছিল?
উত্তরঃ স্বামী রামানন্দ
- প্রেমচাঁদের অসমাপ্ত উপন্যাসটির নাম কী?
উত্তরঃ মঙ্গলসূত্র।
- “ইন কাস্টডি” নামক ইংরেজি উপন্যাস কে লিখেছেন?
উত্তরঃ অনিত দেশাই।
- “The Prince” বইটির রচয়িতা কে?
উত্তরঃ নিকোল ম্যাকিয়াভেলি।
- হিন্দির প্রথম প্রকাশিত কাগজটির নাম কী?
উত্তরঃ উদন্ড মার্তান্ড।
- হিন্দি গদ্যের জন্মদাতা কাকে বলা হয়?
উত্তরঃ ভারতেন্দু হরিচন্দ্র।
- “সাহিত্য” শব্দটি প্রথম কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ সহ।
- ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৯ আগস্ট।
- কাবাডি কোন দেশের জাতীয় খেলা?
উত্তরঃ বাংলাদেশ।
- ক্রিকেট খেলা শুরু হয় প্রথম কোন দেশে?
উত্তরঃ ইংল্যান্ড।
- ভারতের জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ হকি।
- টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা?
উত্তরঃ চীন।
- অলিম্পিক গেমসের সূচনা হয় কত খ্রিস্টপূর্বাব্দ?
উত্তর: 776 খ্রিস্টপূর্বাব্দ।
- 2021 সালের টোকিও অলিম্পিকে জ্যাভলিন নিক্ষেপে স্বর্ণপদক জিতেছে কে?
উত্তরঃ নীরজ চোপড়া।
- নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অবস্থিত কোন স্থানে?
উত্তরঃ পাতিয়ালা।
- ইউরো কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তরঃ ফুটবল।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।