150+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Important General Knowledge 2023 | Part-5

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি General Knowledge 2023. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Important General Knowledge 2023

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Important General Knowledge 2023

  1. বিরজু মহারাজের প্রধান নৃত্যশৈলীর নাম কী?

উত্তরঃ কথক।

  1. হিন্দি সাহিত্যের কোন যুগ স্বর্ণযুগ বলে অভিহিত?

উত্তরঃ ভক্তিকাল।

  1. কোনটিকে হিন্দির প্রথম সামাজিক উপন্যাস হিসেবে বিবেচিত করা হয়?

উত্তরঃ ভাগ্যবতী।

  1. ব্রজভাষার শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়?

উত্তরঃ সুরদাস।

  1. কবীরের গুরু কে ছিল?

উত্তরঃ স্বামী রামানন্দ

  1. প্রেমচাঁদের অসমাপ্ত উপন্যাসটির নাম কী?

উত্তরঃ মঙ্গলসূত্র।

  1. “ইন কাস্টডি” নামক ইংরেজি উপন্যাস কে লিখেছেন?

উত্তরঃ অনিত দেশাই।

  1. “The Prince” বইটির রচয়িতা কে?

উত্তরঃ নিকোল ম্যাকিয়াভেলি।

  1. হিন্দির প্রথম প্রকাশিত কাগজটির নাম কী?

উত্তরঃ উদন্ড মার্তান্ড।

  1. হিন্দি গদ্যের জন্মদাতা কাকে বলা হয়?

উত্তরঃ ভারতেন্দু হরিচন্দ্র।

  1. “সাহিত্য” শব্দটি প্রথম কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ সহ।

  1. ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ২৯ আগস্ট।

  1. কাবাডি কোন দেশের জাতীয় খেলা?

উত্তরঃ বাংলাদেশ।

  1. ক্রিকেট খেলা শুরু হয় প্রথম কোন দেশে?

উত্তরঃ ইংল্যান্ড।

  1. ভারতের জাতীয় খেলা কোনটি?

উত্তরঃ হকি।

  1. টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা?

উত্তরঃ চীন।

  1. অলিম্পিক গেমসের সূচনা হয় কত খ্রিস্টপূর্বাব্দ?

উত্তর: 776 খ্রিস্টপূর্বাব্দ।

  1. 2021 সালের টোকিও অলিম্পিকে জ্যাভলিন নিক্ষেপে স্বর্ণপদক জিতেছে কে?

উত্তরঃ নীরজ চোপড়া।

  1. নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অবস্থিত কোন স্থানে?

উত্তরঃ পাতিয়ালা।

  1. ইউরো কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?

উত্তরঃ ফুটবল।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।