পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল প্রশ্নোত্তর | General Awareness GK for WBP and KP Constable

পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল প্রশ্নোত্তর | General Awareness GK for WBP and KP Constable

1. ভারতে আমদানীকৃত বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান কততম?

Ans. দ্বিতীয় স্থান।

2. ‘ডলফিনস নোজ’ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্ঠিত বন্দরটি কোথায় অবস্থিত?

Ans. বিশাখাপত্তনম।

3. ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটিকে বলা  হয়?

Ans. নভসেবা বন্দরকে।

4. নভসেবা বন্দরটির নতুন কি নামে পরিচিত?

Ans. জওহরলাল নেহেরু বন্দর।

5. ওখা বন্দরটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত?

Ans. গুজরাট।

6. ভারতে প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়?

Ans. শ্রীরামপুরে।

7. ভারতের বৃহত্তম টায়ার নির্মান কারখানা ‘’ডানলপ ইন্ডিয়া লিমিটেড” কারখানা কোথায় অবস্থিত?

Ans. সাহাগঞ্জে।

8. ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়টির নাম কী?

Ans. পরেশনাথ।

9. যাদুগোড়া খনি থেকে কি উত্তোলন করা হয়?

Ans. ইউরেনিয়াম।

10. পৃথিবীর শ্রেষ্ঠ অভ্রবলয়টি কোথায় অবস্থিত?

Ans. কোডার্মা মালভূমির উত্তরাংশ।

11. ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চলটি কোথায় অবস্থিত?

Ans. পালামৌর খনি অঞ্চল।

12. ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থান করছে?

Ans. মৌভাণ্ডার।

13. ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরীর কারখানাটি কোথায় স্থাপিত হয়েছে?

Ans. সিন্ধ্রীতে।

14. পাত্রাতু–জপেলা শিল্প অঞ্চলটি কোন শিল্পাঞ্চলের মধ্যে অবস্থান করছে?

Ans. ছোটনাগপুর শিল্পাঞ্চলে।

15. ‘দশম’ জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত?

Ans. ঝাড়খন্ড।

16. প্লাস্টিক শিল্পে ভারতে কোন অঞ্চলটি প্রথম স্থানাধীকারী?

Ans. কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল (দাক্ষিণাত্য)।

17. গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans. গোরক্ষনাথ।

18. সিন্ধুনদের সিয়োক উপনদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?

Ans. রিমো।

19. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?

Ans. জেমু।

20. সর্দার সরোবর সেচ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে গড়ে উঠেছে?

Ans. গুজরাট।

21. নল সরোবর একপ্রকার কীসের অভয়ারণ্য?

Ans. পক্ষী অভয়ারণ্য।

22. ভারতের বৃহত্তম পেট্রোলিয়ায় কমপ্লেক্সটি কোথায় স্থাপিত হয়েছে?

Ans. বরোদা।

23. ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা (আমূল ) গুজরাটের কোন স্থানে গড়ে উঠেছে?

Ans. আনন্দ ও হিম্মত নগর।

24. ‘অলিফিন কমপ্লেক্স’ কোন শিল্পের জন্য প্রয়োজনীয়?

Ans. পেট্রোকেমিক্যালশিল্প।

25. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বত কোনটি?

Ans. সহ্যাদ্রি।

26. ভীমা, কয়লা ও ঘাটপ্রভা এগুলী কোন নদীর উপনদী?

Ans. কৃষ্ণা।

27. প্রবর, মিধকণা, পূর্ণা এগুলী কোন নদীর উপনদী?

Ans. গোদাবরী।

28. ঔষধশিল্পের প্রাধান্য দেখা যায় ভারতের অঞ্চলে?

Ans. কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।

29. ভারতীয় উপদ্বীপের উপকূলীয় সীমারেখার দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার?

Ans. 7500 কিমি।

30. জব্বলপুরের কাছে ভোরাঘাট জলপ্রপাতটি কোন নদীর উপর গড়ে উঠেছে?

Ans. নর্মদা।

Click Here To Download