Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Fundamental Rights in Indian Constitution PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সমূহ PDF | Fundamental Rights in Indian Constitution PDF in Bengali।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সমূহ PDF | Fundamental Rights in Indian Constitution PDF in Bengali
PDF- এর কিছু নমুনা দেওয়া হলো:-
ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কতকগুলি মৌলিক অধিকার -এর স্বীকৃতি ভারতীয় সংবিধানের আর একটি বৈশিষ্ট্য। এই অধিকারগুলি আদালতে বলবৎযোগ্য, কিন্তু অনিয়ন্ত্রিত নয়। শান্তি-শৃঙ্খলার স্বার্থে ও আদালত-অবমাননা ইত্যাদি কারণে অধিকারগুলিকে সংকুচিত করা যায়। তা ছাড়া দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতির নির্দেশে এগুলি খর্বও করা যেতে পারে।
সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার গুলি হলো—
(ক) সাম্যের অধিকার (ধারা: ১৪ থেকে ১৮)
(খ) স্বাধীনতার অধিকার (ধারা: ১৯ থেকে ২২)
(গ) শোষণের বিরুদ্ধে অধিকার (ধারা: ২৩ থেকে ২৪)
(ঘ) ধর্মীয় স্বাধীনতার অধিকার (ধারা: ২৫ থেকে ২৮)
(ঙ) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (ধারা: ২৯ থেকে ৩০)
(চ) সাংবিধানিক প্রতিকারের অধিকার (ধারা: ৩২ থেকে ৩৫)
(ছ) সম্পত্তির অধিকার
■ উল্লেখ্য, সংবিধানের ৪৪ তম সংশোধনী (১৯৭৮ খ্রিঃ) দ্বারা বর্তমানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের বাইরে রাখা হয়েছে।
সাম্যের অধিকার (ধারা: ১৪ থেকে ১৮)
ভারতীয় সংবিধানে ১৪ থেকে ১৮ নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা উল্লিখিত আছে।
● ১৪ নং ধারা:: এই ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সবার ওপর সম ভাবে প্রযোজ্য হবে।
● ১৫ নং ধারা:: এই ধারা অনুযায়ী কোন রাষ্ট্র ব্যক্তির ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
● ১৬ নং ধারা:: এই ধারায় বলা হয়েছে সরকারি চাকরি তে সব নাগরিক সমান সুযােগসুবিধা পাবে।
● ১৭ নং ধারা:: এই ধারা অনুযায়ী অস্পৃশ্যতা নিষিদ্ধ বলে ঘােষিত হয়েছে।
● ১৭ নং ধারা:: এই ধারা অনুসারে সামরিক ও শিক্ষা ক্ষেত্র ছাড়া অন্য যেকোনো ক্ষেত্রে উপাধি গ্রহন ও ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে।
স্বাধীনতার অধিকার (ধারা: ১৯ থেকে ২২)
ভারতীয় সংবিধানে ১৯ থেকে ২২ নম্বর ধারায় নাগরিকদের স্বাধীনতার অধিকারের কথা উল্লিখিত আছে।
● ১৯ নং ধারা:: এই ধারায় নাগরিকদের ৬ প্রকার স্বাধীনতার অধিকারের কথা উল্লিখিত আছে।
(i) বাক স্বাধীনতা ও মতামত প্রকাশ,
(ii) শান্তিপূর্ণ ও নিরন্ত্রভাবে সমাবেত হওয়া,
(iii) সংঘ ও সমিতি গঠন করা,
(iv) ভারতের সর্বত্র চলাফেরা অধিকার।
(v) ভারতের যে কোন স্থানে স্বাধীনভাবে বসবাস করা।
(vi) যে কোন বৃত্তি বা পেশা গ্রহণ করা।
● ২০ নং ধারা:: এই ধারা অনুযায়ী আইনভঙ্গের অপরাধ স্বরূপ অভিযুক্ত ব্যক্তিকে আইন অনুসারে শাস্তি প্রদান
● ২১ নং ধারা:: এই ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত হবে না।
● ২১A নং ধারা:: এই ধারা অনুযায়ী রাষ্ট্র ৬-১৪ বছর বয়সী সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামুলক শিক্ষার ব্যাবস্থা করবে।
● ২২ নং ধারা:: এই ধারা অনুসারে কোন ব্যক্তিকে যুক্তি সংগত কোন কারণ ছাড়া গ্রেফতার করা অনুচিত।
শােষণের বিরুদ্ধে অধিকার (ধারা: ২৩ থেকে ২৪)
ভারতীয় সংবিধানে ২৩ থেকে ২৪ নম্বর ধারায় নাগরিকদের শােষণের বিরুদ্ধে অধিকারের কথা উল্লিখিত আছে।
● ২৩ নং ধারা:: এই ধারায় বলা হয়েছে মানুষ ক্রয় বিক্রয়, বেগার খাটানাে, বলপূর্বক শ্রমদান নিষিদ্ধ।
● ২৪ নং ধারা:: এই ধারা অনুসারে ১৪ বছরের কম বয়সী শিশুদের খনি কারখানা বা কোন বিপজ্জনকক কাজে নিয়ােগ করা নিষিদ্ধ।
ধর্মীয় স্বাধীনতার অধিকার (ধারা: ২৫ থেকে ২৮)
ভারতীয় সংবিধানে ২৫ থেকে ২৮ নম্বর ধারায় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা উল্লিখিত আছে।
● ২৫ নং ধারা:: এই ধারায় বলা হয়েছে ব্যক্তি নিজের বিবেক ও বিশ্বাস অনুযায়ী যে কোন ধর্ম গ্রহন, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও নিজ ধর্ম প্রচার করতে পারবে।
● ২৬ নং ধারা:: এই ধারায় বলা হয়েছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় নিজেদের ধর্ম প্রচারের জন্য ধর্ম প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারবে।
● ২৭ নং ধারা:: এই ধারা অনুসারে কোন বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি এবং রক্ষনাবেক্ষনের জন্য কোনো ব্যক্তিকে কর বা চাঁদা দিতে বাধ্য করা যাবে না।
● ২৮ নং ধারা:: এই ধারা অনুযায়ী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না।
সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (ধারা: ২৯ থেকে ৩০)
ভারতীয় সংবিধানে ২৯ থেকে ৩০ নম্বর ধারায় নাগরিকদের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারের কথা উল্লিখিত আছে।
● ২৯ নং ধারা:: এই ধারায় বলা হয়েছে ভারতীয় ভূখন্ডের যে কোন স্থানে বসবাসকারী নাগরিক নিজ নিজ ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করবে।
● ৩০ নং ধারা:: এই ধারা অনুযায়ী ধর্মীয় ও ভাষা গত সংখ্যালঘুদের নিজেদের ইচ্ছানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার স্বীকৃতি পাবে।
সাংবিধানিক প্রতিকারের অধিকার (ধারা: ৩২ থেকে ৩৫)
ভারতীয় সংবিধানে ৩২ থেকে ৩৫ নম্বর ধারায় নাগরিকদের সাংবিধানিক প্রতিকারের অধিকার উল্লিখিত আছে।
● ৩২ থেকে ৩৫ নং ধারা:: এই ধারা গুলিতে সংবিধানে মৌলিক অধিকারগুলির কার্যকারীতা ও পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লিখিত আছে।
● এই ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকরা যদি মনে করেন যে তাদের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে বা খর্ব করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে তারা আদালতের দারস্থ হতে পারেন।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Name:- Fundamental Rights in Indian Constitution PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।