সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের কার্যাবলী || Functions of Different Departments of the Army

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Functions of Different Departments of the Army সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের কার্যাবলীপ্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের কার্যাবলী || Functions of Different Departments of the Army ||. এই সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের কার্যাবলী || Functions of Different Departments of the Army || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের কার্যাবলী || Functions of Different Departments of the Army

  1. আর্মার্ড ➨ ট্যাঙ্ক বা সাঁজোয়া বাহিনী
  2. আর্টিলারি ➨ কামান বা গোলন্দাজ বাহিনী।
  3. সিগন্যালস ➨ এরা ওয়্যারলেস, টেলিফোন, রাডার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ স্থাপন ও রক্ষা করে।
  4. ইঞ্জিনিয়ার্স ➨ এরা যাবতীয় ইঞ্জিনিয়ারিং কাজ ছাড়াও পদাতিক বাহিনীর কাজও করতে সক্ষম।
  5. ইনফ্যান্ট্রি ➨ পদাতিক বাহিনী
  6. আর্মি সার্ভিস কোর ➨ এরা সেনাবাহিনীর ফ্রেশ এবং ড্রাই রেশন, গাড়ি, চলাচলের তেল ইত্যাদি সরবরাহ করে।
  7. এএমসি (আর্মি মেডিক্যাল কোর) ➨
    সেনাসদস্য ও তার পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করে।
  8. অর্ডন্যান্স ➨ যুদ্ধ ও শান্তিকালীন সময়ে ব্যাবহারের জন্য বিভিন্ন সাজ সরঞ্জাম, পোষাক, নিত্য ব্যাবহারের দ্রব্য সামগ্রী সরবরাহ করে।
  9. ইএমই (ইলেক্ট্রিক্যাল এ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর) ➨ বিভিন্ন ধরণের যন্ত্র তৈরি ও গাড়িসহ অন্যান্য বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মেইন্ট্যানেন্সের কাজ করে।
  10. মিলিটারি পুলিশ ➨ এরা সেনানিবাসের ভেতর পুলিশিং, ট্রাফিক নিয়ন্ত্রন ইত্যাদি কাজে নিয়োজিত থাকে।

১১. এইসি (আর্মি এডুকেশন কোর) –
সেনাবাহিনীর বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে শিক্ষকতা করে।

এছাড়াও আর্মি ডেন্টাল কোর, রিমাউন্ড
ভেটেরেনারী এ্যান্ড ফার্ম কোর, ক্লারিক্যাল কোর ইত্যাদি আরও কিছু কোর বা বিভাগ রয়েছে।

🔶 ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. নেতাজি কবে আজাদ হিন্দ সরকার স্থাপন করেন ?

উত্তরঃ- নেতাজি ১৯৪৩ খ্রিস্টাব্দের ২১ শে অক্টোবর আজাদ হিন্দ সরকার স্থাপন করেন।

  1. ‘শহীদ ও স্বরাজ দ্বীপ’ কী ?

উত্তরঃ- নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন ‘শহীদ ও স্বরাজ দ্বীপ’।

  1. তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ — উক্তিটি কার ?

উত্তরঃ- ‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ উক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসুর।

  1. ‘আজাদ হিন্দ দিবস’ কবে পালিত হয় ?

উত্তরঃ- ‘আজাদ হিন্দ দিবস’ ১৯৪৫ খ্রিস্টাব্দের ১২ ই নভেম্বর পালিত হয়।

  1. ‘রসিদ আলি দিবস’ কবে পালিত হয় ?

উত্তরঃ- ‘রসিদ আলি দিবস’ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ই ফেব্রুয়ারি পালিত হয়।

  1. নৌবিদ্রোহ কবে শুরু হয়েছিল ?

উত্তরঃ- নৌবিদ্রোহ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল।

  1. ‘ফরওয়ার্ড ব্লক’ দল কে গঠন করেছিলেন ?

উত্তরঃ- ‘ফরওয়ার্ড ব্লক’ দল গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু।

  1. কোন্ জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল ?

উত্তরঃ- ‘তলোয়ার’ নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল।

  1. ভারতে কে প্রথম মে দিবস পালন করেছিলেন ?

উত্তরঃ- ১৯২৩ খ্রিস্টাব্দে সিঙ্গারাভেন্নু চেট্টিয়ার ভারতে প্রথম মে দিবস পালন করেছিলেন।

  1. ভারতের জাতীয় কংগ্রেসে একটানা সবথেকে বেশিদিন সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ- ভারতের জাতীয় কংগ্রেসে ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা প্রায় ৬ বছর কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ।

  1. গান্ধিবুড়ি কাকে বলা হয় ?

উত্তরঃ- গান্ধিবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে।

  1. বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ- বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন এ. কে. ফজলুল হক এবং আক্রাম খাঁ।

  1. ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস্’ পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস্’ পার্টি প্রতিষ্ঠা করেন মুজফ্ফর আহমদ।

  1. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন ?

উত্তরঃ- তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামস্ত।

  1. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুইজন বিদেশির নাম লেখো।

উত্তরঃ- মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুইজন বিদেশি হলেন বেঞ্ঝামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট।

  1. কে ডাক দিয়েছিলেন ‘চলো দিল্লি’ ?

উত্তরঃ- ‘চলো দিল্লি’ ‘চলো দিল্লি’ ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

  1. মুসলিম লিগের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ- মুসলিম লিগের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ।

  1. মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- মুসলিম লিগ ১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

  1. লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- লখনউ চুক্তি ১৯১৬ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।

  1. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন ?

উত্তরঃ- সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেছিলেন।

  1. ‘পাকিস্তান’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

উত্তরঃ- ‘পাকিস্তান’ শব্দটি প্রথম ব্যবহার করেন চৌধুরী রহমত আলি নামে কেমব্রিজের এক ছাত্র।

  1. কবে মুক্তি দিবস পালন করা হয় ?

উত্তরঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দের ২২ শে ডিসেম্বর মুক্তি দিবস পালন করা হয়।

  1. ‘দ্বিজাতিতত্ত্বের’ প্রবক্তা কে ছিলেন ?

উত্তরঃ- ‘দ্বিজাতিতত্ত্বে’র প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খান।

  1. ‘Now or Never’ পুস্তিকাটি কার রচনা ?

উত্তরঃ- ‘Now or Never’ পুস্তিকাটি চৌধুরী রহমত আলির রচনা।

  1. ‘চৌদ্দদফা দাবি’ কে উত্থাপন করেন ?

উত্তরঃ- ‘চৌদ্দদফা দাবি’ মহম্মদ আলি জিন্না উত্থাপন করেন।

  1. সিমলা বৈঠক কবে আহ্বান করা হয় ?

উত্তরঃ- সিমলা বৈঠক ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ শে জুন আহ্বান করা হয়।

  1. মন্ত্রীমিশন কবে ভারতে আসে ?

উত্তরঃ- মন্ত্রীমিশন ১৯৪৬ খ্রিস্টাব্দের ২৪ শে মার্চ ভারতে আসে।

  1. মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয় ?

উত্তরঃ- মাউন্টব্যাটেন পরিকল্পনা ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩ জুন ঘোষিত হয়।

  1. এটলির ঘোষণা কবে ঘোষিত হয়েছিল ?

উত্তরঃ- এটলির ঘোষণা ১৯৪৭ খ্রিস্টাব্দের ২০ শে ফেব্রুয়ারি ঘোষিত হয়েছিল।

  1. এটলির ঘোষণায় কী বলা হয়েছিল ?

উত্তরঃ- এটলির ঘোষণায় বলা হয় ১৯৪৮ খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ব্রিটিশরা ভারত ত্যাগ করব।

  1. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ?

উত্তরঃ- ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

  1. ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয় ?

উত্তরঃ- ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ ই জুলাই।

  1. লাহোর প্রস্তাব কবে গৃহীত হয় ?

উত্তরঃ- লাহোর প্রস্তাব ১৯৪০ খ্রিস্টাব্দের ২০ শে মার্চ গৃহীত হয়।

  1. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেছিলেন ?

উত্তরঃ- লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন ফজলুল হক।

  1. লাহোর প্রস্তাব অপর কী নামে পরিচিত ?

উত্তরঃ- লাহোর প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব’ নামেও পরিচিত।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।