ফুড সাব-ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Food Sub Inspector General Knowledge PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Food Sub Inspector General Knowledge PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ফুড সাব-ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Food Sub Inspector General Knowledge PDF

ফুড সাব-ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Food Sub Inspector General Knowledge PDF

PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-

১) ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?

উত্তর:- ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2।

২) কারাকোরাম পর্বত অন্য নাম কি নামে পরিচিত?

উত্তর:- কৃষ্ণগিরি।

৩) ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর:- কাঞ্চনজঙ্ঘা।

৪) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম লেখো?

উত্তর:- ভারতের দীর্ঘতম হিমবাহ কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।

৫)ভারতের উচ্চতম মালভূমি কোনটি?

উত্তর:- লাদাখ।

৬) ভারতের বৃহত্তম মালভূমি কোনটি?

উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি।

৭)ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম লেখো।

উত্তর:- রাজস্থানের সম্বর হ্রদ।

৮) ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম লেখো।

উত্তর:- প্যাংগং হ্রদ।

৯) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর:- আনাইমুদি।

১০) কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিভাগ কি নামে পরিচিত?

উত্তর:- কারেওয়া।

১১) মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ বিশেষ?

উত্তর:- ছোটনাগপুর মালভূমি।

১২) অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো?

উত্তর:- কাংটো।

১৩) কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করে রেখেছে?

উত্তর:- সিঙ্গালিলা শৈলশিরা।

১৪) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো?

উত্তর:- সান্দাকফু।

১৫) ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?

উত্তর:- কাঞ্চনজঙ্ঘা।

১৬) কুমায়ুন হিমালয়ে অবস্থিত হিমাবাহ সৃষ্ট হ্রদগুলি স্থানীয় ভাষায় কি নানে পরিচিত?

উত্তর:- তাল।

১৭) কোন কোন পর্বতের মাঝ বরাবর দুন উপত্যকা অবস্থিত?

উত্তর:- শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়।

১৮) ভারতের বৃহত্তম দুন উপত্যকা কোনটি?

উত্তর:- দেরাদুন।

১৯) ভারতের কোন অঞ্চলে জাফরান চাষ হয়?

উত্তর:- জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।

২০) ভূস্বর্গ বলা হয় কাকে?

উত্তর:-  কাশ্মীর উপত্যকাকে।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Details:-

File Name:-  Food Sub Inspector General Knowledge PDF  [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।