ফুড SI মকটেস্ট প্রশ্নোত্তর | Food Si Mock Test In Bengali
1. সুরাট অধিবেশন কবে হয়েছিল?
উত্তর:- 1907
2. সর্বপ্রাচীন বেদ কোনটি?
উত্তর:- ঋকবেদ
3. বেঙ্গলী পত্রিকায় সম্পাদক কে ছিলেন?
উত্তর:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
4. সিন্ধু সভ্যতার অন্তর্গত একটি অঞ্চলের নাম উল্লেখ করো।
উত্তর:- পাটলিপুত্র
5. কোন দেশটি ইউরোপের ককপিট নামে পরিচিত?
উত্তর:- বেলজিয়াম
6. ভারতের আয়রন ম্যান নামে কে পরিচিত?
উত্তর:- সরদার বল্লভভাই প্যাটেল
7. সাওতাল বিদ্রোহ হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- 1854
8. ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন?
উত্তর:- প্রীতিলতা ওয়াদ্দেদার
9. ব্রাহ্মণসর্বস্ব গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
উত্তর:- হলায়ুধ
10. আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্র শিল্পীর নাম কী?
উত্তর:- মনসুর
11. কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর:- ষষ্ঠ বিক্রমাদিত্য
12. চোলরা কোন ধর্মের অনুরাগী ছিলেন?
উত্তর:- শৈব ধর্মের
13. কার উপাধি ছিল বিন্ধ্য অধিপতি?
উত্তর:- গৌতমীপুত্র সাতকর্ণী
14. পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের পক্ষে কে যুদ্ধ করেছিলেন?
উত্তর:- বৈরাম খাঁ
15. পাণ্ড্য বংশের রাজত্বকালে কোন পর্যটক এসেছিলেন?
উত্তর:- মার্কোপোলো
16. প্রত্নখননে লাঙলের ব্যবহারের নির্দেশ পাওয়া গেছে কোন অঞ্চলে?
উত্তর:- কালিবাঙ্গান
17. শোলা অরণ্য দেখা যায় কোন পর্বতে?
উত্তর:- পশ্চিমঘাট পর্বতে
18. প্রথম কোন ভারতীয় “বুকার প্রাইজ” জেতেন?
উত্তর:- অরুন্ধতী রায়
19. বঙ্গ ভঙ্গ হয়েছিল কবে?
উত্তর:- 1905 সালে 16th অক্টোবর
20. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর:- লর্ড ক্যানিং।