ফুড SI জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Food SI General Knowledge in Bengali

ফুড SI জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Food SI General Knowledge

1. নিচের কোন বিভাগ ভারতীয় রেলের সবচেয়ে বেশি উপার্জন করে?
(a) যাত্রী বিভাগ
(b) মালপত্র স্থানান্তর বিভাগ
(c) বিবিধ বিভাগ
(d) অন্যান্য কোচ

উত্তর:- (b) মালপত্র স্থানান্তর বিভাগ

2. জার্মেনিয়াম ও সিলিকন হলো—-
(a) অর্ধ পরিবাহী
(b) পরিবাহী
(c) ধাতু
(d) কোনটাই নয়

উত্তর:- (a) অর্ধ পরিবাহী

3. গুরু নানক জন্মগ্রহণ করেন?
(a) 1469
(b) 1459
(c) 1489
(d) 1470

উত্তর:- (a) 1469

4. “বাংলার দুঃখ” নাম পরিচিত কোন নদ/নদী?
(a) দামোদর
(b) হুগলী
(c) গঙ্গা
(d) কোনটাই নয়

উত্তর:- (a) দামোদর

5. ভগবান রুদ্রের কথা কোন বেদে পাওয়া যায়?
(a) ঋক (RIGVEDA)
(b) সাম (SAMAVEDA)
(c) অথর্ব (ARTHARVA)
(d) কোনটাই নয়

উত্তর:- (b) সাম (SAMAVEDA)

6. ভারতের প্রথম পারমানবিক কেন্দ্র কোনটি?
(a) তারপুর
(b) নারোরা
(c) ত্রাম্বে
(d) কোনটাই নয়

উত্তর:- (a) তারপুর

7. সালবাই এর সন্ধি কত সালে হয়েছিল?
(a) 1846
(b) 1782
(c) 1946
(d) 1835

উত্তর:- (b) 1782

8. কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়?
(a) 1835
(b) 1830
(c) 1832
(d) 1845

উত্তর:- (a) 1835

9. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কটি?
(a) 12টি
(b) 12 জোড়া
(c) 10টি
(d) 10 জোড়া

উত্তর:- (b) 12 জোড়া

10. লাহোরের সন্ধি কত সালে হয়েছিল?
(a) 1846
(b) 1746
(c) 1946
(d) 1646

উত্তর:- (a) 1846.