মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- জীবনের প্রবাহমানতা | Flow of Life Questions Answers

মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- জীবনের প্রবাহমানতা | Flow of Life Questions Answers

  1. কোন প্রক্রিয়ার দ্বারা জনিতৃ কোশ থেকে অপত্য কোশের সৃষ্টি হয়?

উত্তর:- কোশ বিভাজন প্রক্রিয়ায়।

  1. DNA-এর পুরো নাম লেখো?

উত্তর:- ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।

  1. ক্রোমোজোম কখন এবং কোথা থেকে সৃষ্টি হয়ে থাকে?

উত্তর:- কোশ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়ে থাকে।

  1. RNA কোথায় জিনরূপে কাজ করে থাকে?

উত্তর:- ভাইরাসের দেহে RNA জিন রূপে কাজ করে।

  1. জিনের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর:- জিন মুখ্যত DNA দিয়ে গঠিত হয়।

  1. 46 টি ক্রোমোজোমের মধ্যে অটোজোমের সংখ্যা ক-টি?

উত্তর:- 44 টি।

  1. স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয়ে থাকে?

উত্তর:- স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোমকে ‘XX’ রূপে প্রকাশ করা হয়ে থাকে।

  1. মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন হয়?

উত্তর:- ‘V’ আকৃতি বিশিষ্ট।

  1. নিউক্লিওহিস্টোন বলতে কি বোঝো?

উত্তর:- হিস্টোন DNA -র সাথে যুক্ত হয়ে নিউক্লিওহিস্টোন গঠন করে।

  1. কোন অঙ্গাণু থেকে প্রাণীকোশ বিভাজনকালে – বেমতন্তু গঠিত হয়ে থাকে?

উত্তর:- সেন্ট্রাজোম থেকে।

  1. ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে থাকে?

উত্তর:- মিয়োসিস কোশ বিভাজনে।

  1. ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোশবিভাজন লক্ষ করা যায়?

উত্তর:- মাইটোসিস কোশবিভাজন লক্ষ করা যায়।

  1. কোন প্রক্রিয়ার দ্বারা জীব বংশবিস্তার করে?

উত্তর:- জনন প্রক্রিয়ায়।

  1. একটি প্রাণীর উদাহরণ দাও যেটি বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে থাকে?

উত্তর:- অ্যামিবা।

  1. কোরকের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে কোন প্রাণীরা?

উত্তর:- হাইড্রা।

  1. কোন উদ্ভিদে জনুক্রম লক্ষ করা যায়?

উত্তর:- ফার্ন

  1. স্টক কাকে বলতে কি বোঝো?

উত্তর:- মূলসহ যে গাছটিতে অন্য গাছের শাখা জোড়া লাগানো থাকে তাকে স্টক বলা হয়ে থাকে।

  1. পুংকেশরের কোথায় পরাগরেণু সৃষ্টি হয়ে থাকে?

উত্তর:- পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়।

  1. ডিম্বাণু কোথায় অবস্থান করে?

উত্তর:- ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে।

  1. কোন গাছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে থাকে?

উত্তর:- কলা।