Fisheries important questions answers in Bengali || মৎস্য সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Fisheries important questions answers in Bengali || মৎস্য সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Fisheries important questions answers in Bengali || মৎস্য সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Fisheries important questions answers in Bengali || মৎস্য সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Fisheries important questions answers in Bengali || মৎস্য সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. বণ্টন অনুসারে মৎস্যশিকার ক্ষেত্রকে কী কী ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ- বণ্টন অনুসারে মৎস্যশিকার ক্ষেত্রকে তিনভাগে ভাগ করা যায়, যথা- (ক) অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্র (খ) আধা বা ঈষৎ লোনা জলের মৎস্যক্ষেত্র এবং (গ) সামুদ্রিক মৎস্যক্ষেত্র।

  1. অবস্থান অনুসারে সামুদ্রিক মৎস্যক্ষেত্রকে কী কী ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ- অবস্থান অনুসারে সামুদ্রিক মৎস্যক্ষেত্রকে দুভাগে ভাগ করা যায়, যথা- (ক) উপকূলীয় মৎস্যক্ষেত্র এবং (খ) গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র।

  1. উদ্দেশ্য বা ব্যবহারের তারতম্য অনুসারে মৎস্যচাষকে কী কী ভাগে ভাগ করা হয় ?

উত্তরঃ- উদ্দেশ্য বা ব্যবহারের তারতম্য অনুসারে মৎস্যচাষকে দুভাগে ভাগ করা হয়, যথা (ক) জীবিকাসত্তাভিত্তিক মৎস্যচাষ এবং (খ) বাণিজ্যিক মৎস্যচাষ।

  1. অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রকে কী কী ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ- অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রকে দুভাগে ভাগ করা যায়, যথা – (ক) স্বাদুজলের মৎস্যক্ষেত্র এবং (খ) ঈষৎ লোনাজলের মৎস্যক্ষেত্র।

  1. জলের কী ধরনের রাসায়নিক বৈশিষ্ট্য মৎস্যচাষের পক্ষে অনুকূল ?

উত্তরঃ- জলে প্রচুর অক্সিজেন ও অজৈব পদার্থ থাকতে হবে এবং জলের pH ৮ থেকে ৯ হতে হবে।

  1. প্ল্যাংকটন কত প্রকার ও কী কী ?

উত্তরঃ- প্ল্যাংকটন দু-প্রকারের, যথা –

(ক) ফাইটোপ্ল্যাংকটন এবং

(খ) জুপ্ল্যাংকটন।

  1. ফাইটোপ্ল্যাংকটন কাকে বলে ?

উত্তরঃ- জলে ভাসমান বা অর্ধ-নিমজ্জিত ক্ষুদ্র উদ্ভিদকে ফাইটোপ্ল্যাংকটন বলে। যেমন—ডায়াটম।

  1. জুপ্লাংকটন কাকে বলে ?

উত্তরঃ- জলে ভাসমান ছোটো ছোটো প্রাণীকণাগুলিকে জুপ্ল্যাংকটন বলে।

  1. পিলেজিক মাছ কাকে বলে ?

উত্তরঃ- সমুদ্রের উপরিভাগে যেসব মাছ অবস্থান করে, সেগুলিকে পিলেজিক মাছ বলে।

  1. ডেমাসাল মাছ কাকে বলে ?

উত্তরঃ- গভীর সমুদ্রে যেসব মাছ অবস্থান করে, সেগুলিকে ডেমার্সাল মাছ বলে।

  1. ক্যাটাড্রোমাস মাছ কাকে বলে ?

উত্তরঃ- যেসব মাছ নদীর স্বাদুজলে থাকে কিন্তু ডিম পাড়ার সময় সমুদ্রের লবণাক্ত জলে চলে যায়, সেগুলিকে ক্যাটাড্রোমাস মাছ বলে। যেমন – ঈল মাছ।

  1. আধা বা ঈষৎ নোনা জলের মাছ কাকে বলে ?

উত্তরঃ- নদীর মোহানা, খাঁড়ি প্রভৃতি অঞ্চলে যেসব মাছ থাকে সেগুলিকে ঈষৎ নোনা জলের মাছ বলে। ভেটকি, পারশে, তোপশে, আড় প্রভৃতি এজাতীয় মাছ।

  1. ক্যাচমেন্ট ট্যাঙ্ক বা ভেড়ি কাকে বলে ?

উত্তরঃ- যেসব জলাশয়ের বিস্তৃতি ২০০ একর বা তার বেশি এবং গভীরতা ১ থেকে ৩ মিটারের মধ্যে, তাদের ক্যাচমেন্ট ট্যাঙ্ক বা ভেড়ি বলে।

  1. কোন দেশকে মৎস্যজীবিদের দেশ বলে ?

উত্তরঃ- নরওয়েকে মৎস্যজীবিদের দেশ বলে।

  1. সমুদ্রে বিচরণকারী মাছের শ্রেণিবিভাগ করো।

উত্তরঃ- সমুদ্রে বিচরণকারী মাছসমূহকে তিনভাগে ভাগ করা যায়। যথা— (i) পিলেজিক মাছ (হেরিং), (ii) ডেমার্সাল (হ্যাডক) ও (iii) অ্যানাড্রোমাস (স্যাম)।

  1. উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে মৎস্যশিকারের প্রধান অসুবিধা কী ?

উত্তরঃ- উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে মৎস্যশিকারের প্রধান অসুবিধা হল ঝড়ঝঞ্ঝা ও কুয়াশার সৃষ্টি।

  1. পৃথিবীর বৃহত্তম মাছ উৎপাদনকারী অঞ্চল কোন্‌টি ?

উত্তরঃ- উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পৃথিবীর বৃহত্তম মাছ উৎপাদনকারী অঞ্চল।

  1. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মৎস্য আহরণ ক্ষেত্র কোনটি ?

উত্তরঃ- দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মৎস্য আহরণ কেন্দ্র।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।