Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The First Indian Men in Various Fields. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা | The First Indian Men in Various Fields ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা | The First Indian Men in Various Fields || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা | The First Indian Men in Various Fields
❏ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ➟ ড: রাজেন্দ্র প্রসাদ।
❏ প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতি ➟ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।
❏ ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান ➟ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।
❏ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ➟ জওহরলাল নেহেরু।
❏ প্রথম ভারতীয় উপ প্রধান মন্ত্রী ➟ সর্দার বল্লভ ভাই প্যাটেল।
❏ ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ➟ সুকুমার সেন।
❏ স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ➟ আর. কে. সম্মুখম চেট্টি।
❏ স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ➟ ড: বি. আর. আম্মেদকর।
❏ স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ➟ সর্দার বলদেব সিং।
❏ স্বাধীন ভারতের প্রথম কৃষি মন্ত্রী ➟ ড:রাজেন্দ্র প্রসাদ।
❏ প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রী➟ মৌলানা আব্দুল কালাম আজাদ।
❏ প্রথম ভারতীয় রেলমন্ত্রী ➟ জন মাথাই।
❏ প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি ➟ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
❏ প্রথম ভারতীয় বড়লাট ➟ চক্রবর্তী রাজা গোপালাচারী।
❏ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ➟ বদরুদ্দিন তায়বজী।
❏ প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক ➟ রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩)।
❏ প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ➟ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান, চক্রবর্তী রাজাগোপালাচারী, সি ভি রমন (১৯৫৪)।
❏ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ➟ জি শংকর কুরুপ।
❏ প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পান ➟ নন্দলাল বসু, জাকির হোসেন, সত্যেন্দ্রনাথ বসু, বালাসাহেব গঙ্গাধর খের, ভি কে কৃষ্ণ মেনন, জিগমি দর্জি ওয়াংচুক(১৯৫৪)।
❏ ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ➟ আচার্য বিনোবা ভাবে (১৯৫৮)।
❏ প্রথম ভারতীয় অস্কারজয়ী (পুরুষ) ➟ সত্যজিৎ রায় (১৯৯২)।
❏ প্রথম ভারতীয় বিলাত যাত্রী ➟ রামমোহন রায়।
❏ প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ➟ দাদাভাই নৌরজী।
❏ প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি ➟ রমেশচন্দ্র মিত্র।
❏ প্রথম পরমবীরচক্র প্রাপক ➟ মেজর সোমনাথ শর্মা।
❏ প্রথম ভারতীয় পাইলট ➟ জে আর ডি টাটা।
❏ ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট➟ ডঃ জাকির হোসেন।
❏ প্রথম ভারতীয় লোকসভার স্পিকার ➟ গনেশ বাসুদেব মাভলংকার।
❏ প্রথম ভারতীয় কমান্ডার ইনচিফ অফ ইন্ডিয়া ➟ জেনারেল কারিয়াপ্পা।
❏ প্রথম ভারতীয় নৌপ্রধান ➟ ভাইস অ্যাডমিরাল রাম দাস (আর.ডি) কাটারি।
❏ প্রথম ভারতীয় মিষ্টার ইউনিভার্স ➟ মনোতোষ রায় (১৯৫১)।
❏ ভারতীদের মধ্যে প্রথম বি. এ. ডিগ্রি অর্জনকারী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু, সি. ডবলু. দামোদর পিল্লাই, বিশ্বনাথ পিল্লাই।
❏ প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট ➟ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
❏ প্রথম ভারতীয় ব্যারিস্টার ➟ জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।
❏ প্রথম ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ➟ হিরালাল জে কানিয়া।
❏ প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি ➟ রমাপ্রসাদ রায়।
❏ প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী ➟ রাকেশ শর্মা (২ এপ্রিল ১৯৮৪)।
❏ প্রথম ভারতীয় চলচিত্র পরিচালক ➟ দাদাভাই ফালকে।
❏ প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন ➟ মিহির সেন (১৯৫৮)।
❏ প্রথম ভারতীয় ভূতাত্ত্বিক ➟ প্রমথনাথ বসু।
❏ প্রথম ভারতীয় আই. সি. এস ➟ সত্যেন্দ্রনাথ ঠাকুর (১৮৬৩)।
❏ প্রথম ভারতীয় যিনি আই. সি. এস পদত্যাগ করেছিলেন ➟ সুভাষচন্দ্র বসু।
❏ প্রথম ভারতীয় এভারেস্ট উচ্চতা পরমাপকারী ➟ রাধানাথ শিকদার।
❏ ভারতের প্রথম চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী ➟ এম সি রামচন্দ্রণ (তামিলনাড়ু, ১৯৭৭)।
❏ প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় ➟ রণজিৎ সিংজী।
❏ প্রথম ভারতীয় জাতীয় অধ্যাপক ➟ সি. ভি. রমণ।
❏ প্রথম ভারতীয় লেলিন পুরস্কার প্রাপক ➟ সাইফুদ্দিন কিচুল (১৯৫২)।
❏ প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল ➟ বি. ডি আয়েঙ্গার।
❏ প্রথম ভারতীয় বৈমানিক ➟ ইন্দ্রলাল রায়।
❏ প্রথম ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি. এস. সি ➟ জগদীশ চন্দ্র বসু (১৮৯৬)।
❏ প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট জয়ী বা পদার্পণ কারী➟ অবতার সিং চেমা (২০ মে ১৯৬৫)।
❏ ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন ➟ ফু দর্জি (১৯৮৪)।
❏ ভারতের প্রথম যিনি দক্ষিণ মেরু পৌঁছন ➟ জে কে বাজাজ।
❏ প্রথম ভারতীয় যিনি নিশান-ই-পাকিস্তান সম্মান পান ➟ মোরারজি দেশাই ।
❏ প্রথম ভারতীয় যিনি UNA তে হিন্দিতে ভাষণ দেন ➟ অটল বিহারি বাজপেয়ী।
❏ ভারতের প্রথম শিশু চলচিত্র শিল্পী ➟ মন্দাকিনী (দাদাসাহেব ফালকের কন্যা)।
❏ প্রথম ভারতীয় যিনি টেষ্ট এ শতরান করেছিলেন ➟ লালা অমরনাথ।
❏ প্রথম ও একমাত্র ভারতীয় যিনি বোলার ডন ব্র্যাডম্যানের হিট উইকেট লাভ করেন➟ লালা অমরনাথ।
❏ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরানকারি প্রথম ভারতীয় ক্রিকেটার ➟ কপিলদেব।
❏ প্রথম ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ওয়ান ডে তে হ্যাটট্রিক অর্জনকারী ➟ চেতন শর্মা।
❏ প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ODI ক্রিকেটে ২০০ করেন➟ শচীন রমেশ টেন্ডুলকার।
❏ প্রথম ভারতীয় ক্রিকেটার টেষ্ট ক্রিকেটে অভিষেকে পরপর তিনটি ম্যাচে তিনটি সেঞ্চুরি করেন ➟ মহম্মদ আজহারউদ্দিন।
❏ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার ➟ নীলমণি মিত্র।
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।
- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।
- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।
- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।
- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।
- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।
- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।
- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।
- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
- লর্ড মাউন্টব্যাটেনেরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনেরপর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।
- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।
- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।
- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।
- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।
- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।
24. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।