First aid treatment

প্রাথমিক চিকিৎসা বলতে কি বােঝায় (What is meant by First aid treatment)?

First aid treatment : আমাদের দৈনন্দিন জীবনে অহরহ
নানারূপ দুর্ঘটনা ঘটে যাওয়া কিছুমাত্র
অসম্ভব নয়। আর এরূপ ছােট খাট
দুর্ঘটনা তাে সবসময়েই ঘটে থাকে। আর
সেরূপ ছােট খাট দুর্ঘটনা ঘটলে সেইসব
রােগীকে দূরবর্তী ডাক্তার খানায় নিয়ে
যাবার পূর্বে ধীর স্থির ভাবে যে সব
সাময়িক প্রতিবিধানের ব্যবস্থা করা হয়
তাকে ফাষ্ট এড বা প্রাথমিক চিকিৎসা বলে।

ফাষ্ট এড বক্স ( FIRST AID Box ) বলতে কি বােঝায় ?

প্রাথমিক চিকিৎসার উপযােগী ঔষধপত্র
সরঞ্জাম যাতে থাকে সেটাই হল ফাষ্ট এড
বক্স।

ঐ বাক্সে কি কি থাকে ?

ঐ বক্সে তুলল, ডেটল, বেনজিন, টিনচার
আয়ােডিন, ব্যান্ডেজ, রেকটিফয়েড়
স্পিরিট, লিষ্টারিন, পটাসিয়াম
পারম্যাঙ্গানেট, কাচি, ছুরি ইত্যাদি।

কাদের প্রাথমিক চিকিৎসার সেবাদল বলা হয় ?

হঠাৎ পীড়িত বা দুর্ঘটনায় আহত কোন
ব্যক্তিকে সেবা শুশ্রুষা করবার উদ্দেশ্যে
ছাত্র – ছাত্রীকে যে শিক্ষা দেওয়া হয়,
তাকে সেবাদল বলে।

প্রাথমিক শিক্ষায় নিম্নলিখিত বিষয় গুলির উপরে লক্ষ্য রাখতে হবে –

প্রথমত :

শান্ত হয়ে সব কিছু শুনে রােগীকে ভারমুক্ত
করা।

দ্বিতীয়ত :

প্রাথমিক চিকিৎসা প্রদানকারীর এমন
কোন ঔষধ ব্যবহার করা উচিত নয় , যার
দ্বারা রােগীর ক্ষতি হতে পারে।

তৃতীয়ত :

রােগী যাতে আলাে বাতাস লাভ করতে
পারে তার ব্যবস্থা করা।

চতুর্থত :

নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হলে কৃত্রিম উপায়ে তা
চালাবার ব্যবস্থা করা।

পঞ্চমত :

রক্ত পড়তে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব
তা বন্ধ করা।

ষষ্টত :

যত শীঘ্র সম্ভব রােগীকে হাসপাতালে
পাঠাবার ব্যবস্থা করা অথবা ডাক্তার
দেখাবার ব্যবস্থা করা।

Leave a comment