মিশ্র কৃষির বৈশিষ্ট্য | Features of Mixed Agriculture

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Features of Mixed Agriculture. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মিশ্র কৃষির বৈশিষ্ট্য | Features of Mixed Agriculture ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই মিশ্র কৃষির বৈশিষ্ট্য | Features of Mixed Agriculture || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

মিশ্র কৃষির বৈশিষ্ট্য | Features of Mixed Agriculture

মিশ্র কৃষি কাকে বলে ?

উত্তরঃ- অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ নিয়ে যে বানিজ্যিক কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে কৃষি জমি থেকে ফসল উৎপাদনের সাথে সাথে পশুপালন ও হাঁস, মুরগি প্রতিপালন এবং ফল ও শাক সবজি উৎপাদন করা হয়, তাকে মিশ্র কৃষি বলে।

মিশ্র কৃষির বৈশিষ্ট্যঃ-

  1. মিশ্র কৃষিব্যবস্থায় একইসঙ্গে কৃষিকাজ ও পশুপালন করায় কৃষকের আর্থিক ঝুঁকি কম থাকে।
  2. এই কৃষিব্যবস্থায় কৃষকরা তাদের নিজের প্রয়োজন অনুসারে খাদ্যশস্য, শাকসবজি ও দুগ্ধজাত সামগ্রী উৎপাদন করতে পারে।
  3. এই কৃষিব্যবস্থায় শস্যাবর্তন পদ্ধতির ব্যাপক প্রয়োগ ঘটে বলে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে।

5. মিশ্র কৃষিব্যবস্থায় স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যের প্রাধান্য থাকে বলে কৃষক বিভিন্ন ফসল থেকে বাজারের বর্ধিত মূল্য গ্রহণ করার সুযোগ পায়। 

🔶 শ্রীলঙ্কায় চা চাষ বিকাশ লাভের কারণঃ- 

অনুকূল জলবায়ুঃ-  শ্রীলঙ্কার মধ্যভাগের পার্বত্য অঞ্চলে গড়ে 250 সেমি বৃষ্টিপাত হয় এবং প্রায় 14°C থেকে 18°C উষ্ণতা বিরাজ করে  যা চা গাছের বৃদ্ধিতে সহায়ক। আবার শ্রীলঙ্কায় শীতকাল অধিক স্থায়ী হওয়ার ফলে এদেশে সুগন্ধি চা উৎপাদিত হয়। 

ভূপ্রকৃতিঃ- শ্রীলঙ্কার মধ্যভাগের পার্বত্য অঞ্চলের ঢালু ভূমি চা বাগিচা গড়ে তোলার পক্ষে অত্যন্ত উপযোগী। এখানে সমুদ্রতল থেকে 1000 – 2000 মিটার উচ্চতায় উচ্চমানের চা উৎপন্ন হয়। 

সুলভ শ্রমিকঃ- শ্রীলঙ্কার চা বাগিচাতে কর্মরত শ্রমিকদের মজুরি ভারতের তুলনায় অনেক কম। ফলে শ্রীলঙ্কায় চায়ের উৎপাদন ব্যয় ভারতের তুলনায় অনেক কম হয়। 

উন্নত পরিবহন বব্যবস্থাঃ- শ্রীলঙ্কার জাতীয় অর্থনীতি চায়ের বাণিজ্যের উপর নির্ভরশীল। এদেশের GDP (Gross Domestic Product) এর 12% চা থেকে আসে। তাই এদেশের সরকারের প্রচেষ্টায় দেশের মধ্যভাগের পার্বত্য অঞ্চলের চা বাগিচাগুলিকে উন্নত সড়ক ও রেলপথ পরিবহণ দ্বারা কলম্বোর চা বাজারের সঙ্গে যুক্ত করা হয়েছে। 

🔶 ভারতের কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. ভারতের ধান গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- ওড়িশার কটকে অবস্থিত।

  1. আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়।

  1. উচ্চ ফলনশীল ধান বীজের নাম কর ?

উত্তরঃ- IR-8, IR-20, TN-1, জয়া, রত্না, পঙ্কজ, বিজয়া, সোনা, গোবিন্দ।

  1. ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসলের নাম কি ?

উত্তরঃ- গম।

  1. ভারতে কোন ঋতুতে গম চাষ করা হয় ?

উত্তরঃ- প্রধানত শীত ঋতুতে।

  1. গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- উত্তর প্রদেশ।

  1. হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- পাঞ্জাব।

  1. ভারতের গম গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- দিল্লীর কাছে পুসায়।

  1. আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে।

  1. উচ্চ ফলনশীল গম বীজের নাম কর ?

উত্তরঃ- সোনালিকা-308, সোনেরা- 63, সোনেরা -64, সোনা 227, কল্যাণ সোনা, লারমা রাজো, সফেদ লারমা।

  1. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- দ্বিতীয়। (চীনের পড়ে)

  1. ভারতের প্রধান পানীয় ফসল কোনটি ?

উত্তরঃ- চা।

  1. পৃথিবীতে কত প্রকার চা ব্যবহার হয় ?

উত্তরঃ- চার প্রকার। সবুজ চা, ইষ্টক চা, কালো চা, ওলং চা।

  1. চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- আসাম।

  1. কোথাকার উৎপাদিত চা পৃথিবী শ্রেষ্ঠ ?

উত্তরঃ- দার্জিলিং।

  1. ভারতের চা গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- আসামের জোড়হাটে।

  1. কোন বন্দরের মাধ্যমে চা বিদেশে রপ্তানি করা হয় ?

উত্তরঃ- কোলকাতা বন্দর।

  1. চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- চতুর্থ।

  1. চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- প্রথম।

  1. ভারতের দ্বিতীয় প্রধান পানীয় ফসল কোনটি ?

উত্তরঃ- কফি।

  1. কফি গাছের উৎপত্তি কোথায় ?

উত্তরঃ- ইথিওপিয়ার কাফা নামক স্থানে।

  1. পৃথিবীতে কত প্রকার কফি ব্যবহার হয় ?

উত্তরঃ- চার প্রকার। রোবাস্টা, আরবীয়, ব্লু মাউন্টেন ও লাইবেরিয়ান।

  1. কফি উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- কর্ণাটক।

  1. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- পঞ্চম।

  1. ভারতের কফি গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- কর্ণাটকের চিকমাগালু শহরে।

  1. ভারতের প্রধান তন্তু ফসলের নাম কি ?

উত্তরঃ- কার্পাস বা তুলা।

  1. কার্পাস বা তুলা চাষ কোন জলবায়ুতে ভালো হয় ?

উত্তরঃ- ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুতে।

  1. কার্পাস বা তুলা গাছে কি পোকা দেখা যায় ?

উত্তরঃ- বল উইভিল।

  1. ভারতের কার্পাস বা তুলা গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- মহারাষ্ট্রের নাগপুরে।

  1. কার্পাস বা তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- গুজরাট।

  1. কার্পাস বা তুলা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- তৃতীয়।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।