ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি | Features of Mediterranean Climate in Bengali

ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি | Features of Mediterranean Climate

■ প্রশ্ন:- ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। (Features of Mediterranean Climate).

■ উওর:- জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য:-

প্রায় ৪০° অক্ষাংশ বরাবর পরিলক্ষিত ঊষা গ্রীষ্ম ও আর্দ্র শীতযুক্ত জলবায়ুকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলের দেশগুলি ছাড়াও পৃথিবীর অন্যান্য অঞ্চলে যেখানে এই ধরনের জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ করা যায় সেই অঞ্চলগুলিও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পর্যায়ভুক্ত। এই জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ-

❏ (১) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রার পরিমাণ প্রায় ২১° সেঃ

❏ (২) গ্রীষ্মকালীন তাপমাত্রা উপকূলভাগ থেকে মহাদেশের অভ্যন্তরভাগের দিকে ক্রমশ বাড়তে থাকে।

❏ (৩) গ্রীষ্মকালীন দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য বাড়তে থাকে।

❏ (৪) এই অঞ্চলে শীতকালীন তাপমাত্রা ৪° সেঃ – ১৪০ সেঃ পর্যন্ত লক্ষ করা যায়।

❏ (৫) শীতকালীন মাসিক গড় উষাতা উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে কিছুটা বেশি হয়।

❏ (৬) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বাৎসরিক উম্মতার প্রসর সাধারণত ১০° সেঃ – ১৭° সেঃ পর্যন্ত থাকে।

■ অঞ্চলভেদে গ্রীষ্মকালীন তাপমাত্রার পার্থক্যের ভিত্তিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে দুটি পর্যায়ে ভাগ করা যায় —

(১) ঊষ্ম গ্রীষ্ম ঋতুর অভ্যন্তরভাগের ভূমধ্যসাগরীয় জলবায়ু,

( ২ ) মৃদুভাবাপন্ন গ্রীষ্ম ঋতুর উপকূলভাগের ভূমধ্যসাগরীয় জলবায়ু।

● (১) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল উপক্রান্তীয় উচ্চচাপবিশিষ্ট অঞ্চলের অন্তর্গত।

● (২) এই জলবায়ু অঞ্চলে বায়ুবলয়গুলি বায়ুচাপ বলয়কে অনুসরণ করে। অর্থাৎ সূর্যের উত্তরায়ণের সময়কালে বায়ুচাপ বলয়গুলি ও বায়ুবলয়গুলি উত্তর দিকে সরে যায় এবং দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয় ও বায়ুবলয়গুলি দক্ষিণদিকে সরতে থাকে।

● (৩) গ্রীষ্ম ঋতুতে উত্তর গোলার্ধে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলিতে উত্তর – পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয়।

● (৪) দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলগুলিতে উত্তর-পশ্চিম পশ্চিমাবায়ু প্রবাহিত হয়।

● (৫) শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ঘূর্ণিঝড় দেখা যায়।

● (৬) এ ছাড়াও গ্রীষ্ম ও শীতঋতুতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে স্থানীয় বায়ুর প্রভাব লক্ষ করা যায়। যেমন, গ্রীষ্মঋতুতে আফ্রিকা, ইটালি, স্পেন ও গ্রিস প্রভৃতি দেশের মধ্য দিয়ে সিরক্কো, তিউনিশিয়ায় ঘিবলি, অস্ট্রেলিয়ায় ব্রিক ফিল্ডার ইত্যাদি উম্ম ও শুষ্ক প্রকৃতির বায়ু প্রবাহিত হয়। আবার, শীতকালে ফ্রান্সের রোন নদী উপত্যকায় মিস্ট্রাল ও আড্রিয়াটিক সাগরের তীরবর্তী ডালমেশিয়ান উপকূল বরাবর ‘বোরা’ (Bora) নামে একপ্রকার শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হতে থাকে।