পৃথিবীর কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম || Famous Places In The World And Their Nicknames

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসে Famous Places In The World And Their Nicknames. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Famous Places In The World And Their Nicknames ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Famous Places In The World And Their Nicknames || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পৃথিবীর কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম || Famous Places In The World And Their Nicknames

  1. গ্রানাইট শহর (Granite City) ➟ আবারডিন, স্কটল্যাণ্ড
  2. পবিত্র ভূমি (Holy Land) ➟ প্যালেস্টাইন
  3. মুক্তার দ্বীপ (Island of Pearls) ➟ বাহরিন
  4. হেরিং পুকুর (Herring Pond) ➟ আটলান্টিক মহাসাগর
  5. লবঙ্গর দ্বীপ (Island of Cloves) ➟ মাদাগাস্কার
  6. ভূমধ্যসাগরের চাবি (Key of Mediterranean) ➟ জিব্রাল্টার
  7. সােনালী তন্তুর দেশ (Land of Golden Flace) ➟ অস্ট্রেলিয়া
  8. সােনালী প্যাগােডার দেশ (Land of Golden Pagoda) ➟ বার্মা 
  9. সহস্র হ্রদের দেশ (Land of Thousand Lake) ➟ ফিনল্যাণ্ড
  10. নিশীথ সূর্যের দেশ (Land of Midnight Sun) ➟ নরওয়ে 
  11. সূর্যোদয়ের দেশ (Land of Rising Sun) ➟ জাপান 
  12. স্কটল্যান্ড কেকের দেশ (Land of Cakes) ➟ থাইল্যান্ড
  13. শ্বেতহস্তীর দেশ (Land of White Elephant) ➟  স্কটল্যাণ্ড
  14. বায়ুকলের দেশ (Land of Windmilis) ➟ হল্যান্ড
  15. বর্জের দেশ (Land of thunderbolts) ➟  ভূটান 
  16. এন্টাইলের স্তম্ভ (Pearls of Antiles) ➟  কিউবা
  17. হারকিউলিসের স্তম্ভ (Piller of Hercules) ➟ জীব্রাল্টার প্রাণালী
  18. ইউরােপের খেলার মাঠ (Playground of Europe) ➟ সুইজারল্যান্ড 
  19. ইউরােপের শক্তির খাঁচা (Power Cage of Europe) ➟  বলকান
  20. কোয়াকার সিটি (Quaker City) ➟ ফিলাডেলফিয়া
  21. আড্রিয়েটিকের রাণী (Queen of the Adriatic) ➟ ভেনিস (ইতালী)
  22. পৃথিবীর ছাদ (Roof of the Earth) ➟ পামীর মালভূমি
  23. ইউরােপের ক্ষীণ মানব (Sick man of Europe) ➟ তুর্কি
  24. উত্তরের ভেনিস (Venice of the North) ➟ স্টকহাে , সুইডেন 
  25. শ্বেতশহর (White City) ➟ বেলগ্রেড, যুগােশ্লাভিয়া
  26. সাদা মানুষদের কবর (White man’s grave) ➟ গুয়েনা কোস্ট 
  27. পৃথিবীর একাকীতম দ্বীপ (World’s loneliest island) ➟ ত্ৰিস্তান ডি কুনহা
  28. পৃথিবীর ফলের ঝুড়ি (World’s fruit basket) ➟ ভূমধ্যসাগরীয় অঞ্চল
  29. পৃথিবীর রুটির ঝুড়ি (World’s bread basket) ➟  উত্তর আমেরিকার প্রেইরী
  30. প্রাচ্যের ডান্ডি (Dandi of the East) ➟ নারায়ণগঞ্জ (বাংলাদেশ)
  31. প্যাগােডার দেশ (Country of Pagoda) ➟ মায়ানমার
  32. প্রাচ্যের মুক্তো (Pearl of the East) ➟ শ্রীলংকা 
  33. রামধনুর দেশ (Land of Rainbow) ➟ হাওয়াই
  34. পঞ্চহ্রদের বন্দর (Port of FIve Lakes) ➟ মস্কো
  35. আড়ম্বরপূর্ণ প্রাসাদময়ী নগরী (City of Magnificent Building) ➟ ওয়াশিংটন
  36. পৃথিবীর চিনির পাত্র (Sugar ➟ bow of the World) ➟ কিউবা 
  37. গাড়ির শহর (City of Car) ➟ ব্রাসিলিয়া
  38. কিউইদের দেশ (Land of Quies) ➟ নিউজিল্যান্ড
  39. সিগারের দেশ (Land of Ciger) ➟ কিউবা
  40. বিক্ষোভ নগরী (Revolt City) ➟ নিউইয়র্ক
  41. বহিরাগতদের দেশ (Land of Foreigners) ➟ আমেরিকা
  42. আমেরিকার উদ্যান (Garden of America) ➟ ভার্জিনিয়া
  43. যমজ নগরী (Twin City) ➟ বুদাপেষ্ট
  44. পার্বত্যময় দেশ (Hilly Land) ➟ গ্রীস
  45. হার্মিং পাখির দেশ (Land of Haming Bird) ➟ ত্রিনিদাদ 
  46. কফির পাত্র (Coffy Bowl) ➟ ব্রাজিল
  47. ফ্রান্সের হৎপিণ্ড (Heart of the France) ➟ প্যারিস অববাহিকা
  48. গেট ওয়ে টু ইন্ডিয়া (Gate Way to India) ➟ মরিশাস
  49. গ্রীসের চক্ষু (Eye of Greece) ➟ এথেন্স
  50. ভাটির দেশ (Land of Vati) ➟ বাংলাদেশ
  51. সােনার অন্তঃপুর ➟ ইস্তাম্বুল
  52. পশ্চিমের জিব্রাল্টার (Zibralter of West) ➟ কুইবেক
  53. ক্ষুদ্র ভেনিস (Little Venis) ➟ ভেনেজুয়েলা 
  54. কালাে হীরের দেশ (Land of Black Diamond) ➟ আফ্রিকা
  55. প্রাচ্যের প্যারিস (Paris of the East) ➟ সাংহাই
  56. রাশিয়ার ম্যানঞ্চেস্টার (Manchester of Russia) ➟ ইয়ানােভা
  57. সমুদ্রের বধূ (Bride of Sea) ➟ গ্রেট ব্রিটেন 
  58. গার্ডেন সিটি (Garden City) ➟ শিকাগো
  59. ইতালীর ডেট্রয়েট (Detroit of Italy) ➟ তুরিন
  60. ভালবাসার শহর (The City of Love) ➟ প্যারিস
  61. আলাের শহর (The City of Light) ➟ প্যারিস
  62. সহস্র গীর্জার শহর (The City of Hundred Spires) ➟ প্রাগ
  63. সােনালী শহর (Golden city) ➟ প্রাগ
  64. দ্যা মাদার অফ সিটিজ (The Mother of Cities) ➟ প্রাগ
  65. দ্যা বিগ আপেল (The big Apple) ➟ নিউইয়র্ক 
  66. পাপের শহর (Sin city) ➟ রস ভেগাস
  67. বাতাসের শহর (The Windy City) ➟ চিকাগো
  68. দ্যা বিগ স্মোক (The Big Smoge) ➟ ভ্যাকুভার 
  69. দ্যা ফ্রেঞ্চে টাউন (The French Town) ➟ মনট্রিল
  70. দ্যা সিটি অফ অ্যাঞ্জেলস (The City of Angles) ➟ লস অ্যাঞ্জেলস্ 
  71. উত্তরের ভেনিস (The Venice of North)  ➟ আমস্টারডাম
  72. সাম্রাজ্য শহর (The Emperial city) ➟  ভিয়েনা
  73. মােটর সিটি (Motor City) ➟ ডেট্রয়েট
  74. দ্য ম্যাজিক সিটি (The Magic City) ➟ ডেট্রয়েট 
  75. লিটল কিউবা  (Little Quba) ➟  মিয়ামি 
  76. লাল গোলাপের শহর (The Rose Red City) ➟ পেত্রা 
  77. আয়রণ সিটি (Iron City) ➟ কিটসবার্গ 
  78. লিটল প্যারিস (Little Paris) ➟ বুচারেস্ট 
  79. লিলির শহর (The City of Lillies) ➟ ফ্লোরেন্স
  80. দ্য সিটি অফ কাউন্টস (The City of Counts) ➟ র্সেলােনা
  81. কুইন সিটি (Queen City) ➟ টরেন্টো
  82. দ্যা বিগ টো (The Big Toe) ➟ টরেন্টো 
  83. মেলার শহর (The Fair City)  ➟ দুবলিন 
  84. থার্ড রােম (Third Rome) ➟ মস্কো 
  85. শান্তির রাজধানী (The Peace Capital) ➟  জেনেভাে
  86. বিস্ময়কর শহর (Marvelous City) ➟ রিও➟ডি➟জেনেরিও
  87. শ্বেতশহর (White City) ➟ সলজবার্গ
  88. দ্য লায়ন সিটি (The Lion City) ➟ সিঙ্গাপুর
  89. ব্লিক সিটি (Bleak City) ➟ মেলবাের্ন
  90. অস্ট্রেলিয়ার ইউরােপ (Europe of Australia) ➟ মেলবাের্ন
  91. দ্য হার্বার সিটি (The Harbour City) ➟ সিডনি
  92. ধূসর শহর (The Gray City) ➟ বার্লিন
  93. টাইগার টাউন (The Tiger Town) ➟ অসলাে 
  94. বিগ ডি (Big D) ➟ উলার্স 
  95. পার্ল অফ দ্য ওরিয়েন্ট (Pearl of the Orient) ➟ হংকং
  96. বিশ্ব হৃদয়ের শহর (World City with Heart) ➟ মিউনিখ
  97. হাজার বাণিজ্যের শহর (The city of a thousand trades) ➟ বার্মিংহাম
  98. ভবিষ্যতের শহর (The city with a future) ➟  লিসবােন 
  99. নিষিদ্ধ শহর (The Forbidden city) ➟ বেজিং
  100. চার্চের শহর (City of churches) ➟ অ্যাডিলেড
  101. লিটল ভিয়েনা (Little Vieana) ➟ জাগ্রে 
  102. উত্তরের ভেনিস (Venice of the North) ➟ বার্গস
  103. স্বপ্নের শহর (The city of dreams) ➟ সানরেমাে
  104. আনন্দের শহর (The city of delights) ➟ টিভােলি
  105. বিশ্ব দূরদর্শনের রাজধানী (Television capital of the world) ➟ তিজুয়ানা



🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. CITES কী?

উঃ CITES এর পুরো কথা হল কনভেনশন অন ইন্টার ন্যাশানাল ট্রেড ইন এন্ডেনজার স্পিসিস এই সংস্থাটি আন্তর্জাতিক স্তরে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংরক্ষণের কাজে নিযুক্ত রয়েছে।

  1. UPEN কী?

উঃ UPEN –র পুরো কথা হল ইউনাইটেড নেশনস এনভার্নমেণ্ট প্রোগ্রাম। ১৯৭৬ সালে গঠিত এই সংস্থাটির উদ্দেশ্য হল বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।

  1. EPA কী?

উঃ এওনভারমেন্টাল প্রোটেকশান এজেন্সি। ১৯৭০ সালে গঠিত এই মার্কিন সংস্থাটির কাজ হল জল বায়ু শব্দ ইত্যাদি দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করা।

  1. ECC কী?

উঃ ECC এর পুরো কথা হল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপের ১২ টি দেশ সম্মিলিতভাবে এই সংস্থাটি গড়ে তুলেছে সদস্য দেশগুলির মধ্যে কৃষি বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত বিষয়গুলির আদান প্রদান ও পারস্পরিক বোঝাপড়া ও নীতি নির্ধারণের উদ্দেশ্যে।

  1. ICSU এর পুরো নাম কী?

উঃ ICSU–র পুরো কথা হল ইণ্টারন্যাশানাল কাউন্সিল অফ সাইন্টিফিক ইউনিয়নস।

  1. INCO কী?

উঃ INCO–র পুরো কথা হল – ইন্টারনাশ্যানাল মেরিন কনসালটেটিভ অর্গানাইজেশন। এই সংস্থার কাজ হল দূর সমুদ্রে জাহাজ চলাচল ও সমুদ্র দূষণ নিবারণ করা।

  1. SACEP কী?

উঃ SACEP সাউথ এশিয়া কো অপারেটিভ এনভার্মেন্ট প্রোগ্রাম নামক এই সংস্থাটি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, ইরান প্রভৃতি দেশের মধ্যে পরিবেশ সংক্রান্ত জ্ঞান ও তথ্য আদান প্রদান করা।

  1. UNESCO এর পুরো নাম কী?

উঃ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এণ্ড কালচারাল অর্গানাইজেশন। রাষ্ট্র সংঘের সদস্য দেশগুলিতে শিক্ষা গবেষণা তথ্য ও সংস্কৃতির আদা প্রদান ও বিস্তারের উদ্দেশ্যে ১৯৪৫ সালে এই সংস্থাটি গড়ে তোলা হয়। ফ্রান্সের প্যারিসে এর মুখ্য কার্যালয়।

  1. MAB কী?

উঃ MAB-এর পুরো কথা হল Man and Biosphere Program। ১৯৬৮ সালে UNESCO-র আন্তর্জাতিক জীবমণ্ডল সংক্রান্ত অধিবেশনে এই সংস্থাটি গড়ে তোলা হয়।

  1. চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয়?

উঃ ১৯৭৩ সালে উত্তরপ্রদেশের গোপেশ্বর নামক স্থানে।

  1. গোপেশ্বর অঞ্চলের চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?

উঃ চণ্ডীপ্রসাদ ভট্ট।

  1. আপিক্কো আন্দোলন কোথায় এবং কবে শুরু হয়?

উঃ ১৯৮৩ সালে কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে।

  1. আপিক্কো আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?

উঃ পাণ্ডুরাও হেগড়ে।

  1. ভারতবর্ষে আজ পর্যন্ত কতগুলি বাঁধ নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?

উঃ প্রায় ৩৫০০।

  1. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে?

উঃ মেধা পাটকর।

  1. স্বাধীনতার পর ভারতে জলসেচের উন্নতির হার কি রকম?

উঃ প্রায় ৪ গুণ জমি জলসেচের আওতায় আনা হয়।

  1. আন্তর্জাতিক কোন NGO ভারতে সিংগ্রোলী সুপার থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণের বিরোধিতা প্রদর্শন করে?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের এনভায়রণমেণ্ট ডিফেন্স ফাণ্ড।

  1. জলদূষণ ও বায়ুদূষণ আইন কত সালে প্রণয়ন করা হয়?

উঃ জলদূষণ ১৯৭৪ সালে এবং বায়ুদূষণ ১৯৮১ সালে।

  1. গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম কী?

উঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটি ১৯৮৪ সালে গ্রহণ করা হয়।

  1. ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার কে?

উঃ সুন্দরলাল বহুগুণা।

  1. চিপকো আন্দোলনের মতো কর্ণাটকে যে আন্দোলন তৈরী হয় তার নাম কী?

উঃ আপিক্কো আন্দোলন।

  1. পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে যে বাঁধ প্রকল্পের জন্য তার নাম কী?

উঃ ভাকরা নাঙ্গাল বাঁধ প্রকল্প।

  1. এওনভারনমেণ্ট ডিফেন্স ফাণ্ড সংস্থাটি কোথায় অবস্থিত?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে।

  1. নর্মদা ভ্যালি প্রোজেক্টের বিরুদ্ধে যে নেত্রী আন্দোলন গড়ে তোলেন তার নাম কী?

উঃ মেধা পাটকর।

  1. বোধঘাট প্রকল্প কোথায় চালু হয়?

উঃ মধ্যপ্রদেশে।

  1. EPA এর পুরো নাম কী?

উঃ এনভায়রনমেণ্টাল প্রোটেকশন এজেন্সি।

  1. IUCN এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?

উঃ সুইজারল্যাণ্ড।

  1. পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়?

উঃ ১৯৮৬ সালে।

  1. কেন্দ্রীয় স্তরে পরিবেশ দূষণ রোধে গঠিত বোর্ডের নাম কী?

উঃ সেণ্টাল পল্যুশন কন্ট্রোল বোর্ড।

  1. গঙ্গা অ্যাকশন প্ল্যান করে তৈরী হয়?

উঃ ১৯৮৪ সালে।

  1. ভারতে লোক দায়িত্ব বীমা আইন বলবৎ কবে হয়?

উঃ ১৯৯১ সালে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।