উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর অধ্যায়- উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার | Expansion of Colonialism and Imperialism Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Expansion of Colonialism and Imperialism Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার | Expansion of Colonialism and Imperialism Questions Answers

উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার | Expansion of Colonialism and Imperialism Questions Answers

  1. আমেরিকা মহাদেশের ‘নতুন বিশ্ব’ নামকরণ করেছিলেন কে?

উত্তর:- আমেরিগো ভেসপুচি

  1. Colonia যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে সেটি কী?

উত্তর:- লাতিন

  1. Realpolitik – নীতির প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- বিসমার্ক

  1. কোন দেশের বর্তমান নামকরণ হয়েছে মায়ানমার?

উত্তর:- ব্রহ্লাদেশ

  1. শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় সংঘটিত হয়েছিল?

উত্তর:- ইংল্যান্ডে

  1. উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়?

উত্তর:- জাপান

  1. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?

উত্তর:- আফ্রিকাকে

  1. ‘মার্কেন্টাইলবাদ” কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন?

উত্তর:- অ্যাডাম স্মিথ

  1. ১৪৯২ খ্রি: আমেরিকা আবিষ্কার কে করেছিলেন?

উত্তর:- কলম্বাস

  1. ‘Imperialism: A Study’ -গ্রন্থটি কে রচনা করেছেন?

উত্তর:- হবসন

  1. ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?

উত্তর:- ১৮২৬ খ্রিস্টাব্দে

  1. সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?

উত্তর:- ১৮১৬ খ্রিস্টাব্দে

  1. নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?

উত্তর:- ১৮৪২ খ্রিস্টাব্দে

  1. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল?

উত্তর:- বাংলা

  1. ‘Wealth of Nations’ -গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- অ্যাডাম স্মিথ

  1. আফ্রিকাতে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল কারা?

উত্তর:- ফরাসিরা

  1. ‘নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন?

উত্তর:- ডেভিড টমসন

  1. কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল কোন দেশ?

উত্তর:- ফ্রান্স

  1. মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?

উত্তর:- অ্যাডাম স্মিথ

  1. ইম্পেরিয়াম শব্দটি কোন ধরনের শব্দ?

উত্তর:- ল্যাটিন শব্দ

  1. আমেরিকা স্বাধীনতা ঘোষণা করেছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৭৭৬ খ্রি:

  1. সর্বপ্রথম শিল্পবিপ্লব কোন দেশে শুরু হয়েছিল?

উত্তর:- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব শুরু হয়েছিল।

  1. কার নেতৃত্বে, কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর:- জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে ১৮৮৫ সালে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

  1. আমেরিকায় কারা উপনিবেশ স্থাপন করাছিল?

উত্তর:- আমেরিকায় ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করাছিল।

  1. আমেরিকা কত খ্রীস্টাব্দে স্বাধীনতা লাভ করেছিল?

উত্তর:- ১৭৭৬ খ্রীস্টাব্দে ভাসাই সন্ধির মাধ্যমে আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল।

  1. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্বে দিয়েছিলেন?

উত্তর:- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বে দিয়েছিলেন জর্জ ওয়াশিংটন।

  1. ‘ওয়েল্ট পলিটিক’ বলতে কী বোঝায়?

উত্তর:- জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম কর্তৃক অনুসৃত বিশ্ব-রাজনীতির তত্ত্ব ‘ওয়েল্ট পলিটিক’ নামে পরিচিত।

  1. লেনিনের রচিত সাম্রাজ্যবাদ বিষয়ক গ্রন্থটির নাম লেখো।

উত্তর:- Imperialism – The Highest Stage of Capitalism.

  1. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?

উত্তর:- কোনো শক্তিধর রাষ্ট্র যখন অন্য কোনো রাষ্ট্র বা জাতির উপরে অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ স্থাপন করে তাকেই বলা হয়ে থাকে সাম্রাজ্যবাদ।

  1. বাণিজ্যিক পুজি বলতে কী বোঝো?

উত্তর:- উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যাবসাবাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয়, সেটাই বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত।

  1. উপনিবেশবাদ – শব্দটি অর্থ লেখো?

উত্তর:- Colonialism বা উপনিবেশবাদ শব্দের উৎস লাতিন শব্দ Colonia থেকে। এর অর্থ হলো বিশাল সম্পত্তি বা এস্টেট।

  1. আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হয় কী কারণে?

উত্তর:- উনিশ শতকের মধ্যভাগের আগে পর্যন্ত এই মহাদেশের অধিকাংশ অংশই ইউরোপের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল। তাই এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়ে থাকে।

  1. কোন সময়কালকে ‘নব সাম্রাজ্যবাদের যুগ’ বলা হয়ে থাকে?

উত্তর:- ১৮৭০-১৯১৪ খ্রি: মধ্যবর্তী সময়কালকে নব সাম্রাজ্যবাদের বলা হয়ে থাকে।

  1. ‘নীলজল নীতি’ বলতে কী বোঝো?

উত্তর:- পোর্তুগিজ শাসনকর্তা আলবুকার্ক যে সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেছিলেন সেটিই ‘নীলজল নীতি’ নামে পরিচিত।

  1. মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের কী বলে অভিহিত করা হতো? এই নীতির অন্যতম সমর্থকের নাম লেখো?

উত্তর:- ফিজিওক্র্যাটস অভিহিত করা হতো। এই নীতির অন্যতম সমর্থক ছিলেন অ্যাডাম স্মিথ।

  1. ‘উপনিবেশবাদ’ বলতে কী বোঝো?

উত্তর:- কোনো অঞ্চলের বাসিন্দাদের উপর সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী কোনো শক্তির সার্বভৌম আধিপত্য প্রতিষ্ঠীত হলে তাকে উপনিবেশবাদ বলা হয়।

  1. নির্জোট আন্দোলন বলতে কী বোঝো?

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকার সদ্য স্বাধীন দেশগুলি ঠান্ডা লড়াই থেকে দূরে সরে গিয়ে নিজ নিজ স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন গড়ে তোলে সেটিই নির্জোট আন্দোলন নামে পরিচিত।

  1. কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন বা আফিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল?

উত্তর:- ১৮৩৯ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চিনের মধ্যে প্রথম অহিফেন বা আফিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল। নানকিং সন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়েছিল।

  1. কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন বা আফিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল?

উত্তর:- ব্রিটিশ ও ফরাসি জোটের মধ্যে দ্বিতীয় অহিফেন বা আফিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তিয়েন সিনের সন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়েছিল।

  1. কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়েছিল?

উত্তর:- জাভা, সুমাত্রা, বালি ও বোর্নিও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়েছিল।

  1. হবসনের মতে কোন কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটেছিল?

উত্তর:- হবসনের মতে, পুঁজিবাদের বণ্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটেছিল।

  1. ‘ওয়েলথ অব নেশনস’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- ‘ওয়েলথ অব নেশনস’ গ্রন্থটির রচয়িতা অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।

  1. ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেছিলেন?

উত্তর:- হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলি আবিষ্কার করেছিলেন ক্যাপ্টেন কুক।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।