Exam Practice set: Here, is the best place for you to download exam Practice set. Here, you can get the Current Affairs In Bengali and English. edu.bengaliportal.com give you All competitive exam Special Current Affairs In Bengali study material like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exams. Current Affairs is very important for all examination. You can also download GK, GI, Math, questions paper, Current Affairs etc . Visit this sight edu.bengaliportal.com to download free Current Affairs.
মাধ্যমিক ভূগোল গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর | Madhamik Geography Exam Practice Set
(1)ভারতে বনজ সম্পদের ব্যবহার লেখ ।
(2)ভারতবর্ষে দুগ্ধ শিল্পের উন্নতির কারণ লেখ।
(3)শস্যাবর্তন কাকে বলে ? এর গুরুত্ব কী ?
(4) কলকাতা বন্দরের গুরুত্ব লেখ ।
(5)ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রিভবনের কারণ কী ?
(6)গ্যাট চুক্তির সঙ্গে ভারতের বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক ব্যাখ্যা কর ।
(7)রবি ও খারিফ শস্যের পার্থক্য লেখ ।
(8)ভারতে উৎপাদিত বিভিন্ন প্রকার কার্পাসের শ্রেণীবিভাগ কর ।
(9)ভারতে ধান চাষের পদ্ধতিগুলির বিবরণ দাও ।
(10)এক ফসলী ও দ্বি – ফসলী ব্যবস্থা বলতে কী বােঝ ?
(11) ভারতের বিভিন্ন প্রকার ভূমিব্যবহার সম্পর্কে লেখ ।
(12)সােনালী চতুর্ভুজ ও পূর্ব – পশ্চিম করিডর কী ?
(13)ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য ও অবস্থান নির্দেশ কর ।
(14)ভারতের দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে সমস্যাগুলি আলােচনা কর ।
(15) ভারতের বনজ সম্পদ মানুষের কী কী কাজে লাগে ?
(16)অভ্রের ব্যবহারগুলি লেখ ।
(17) বৈদেশিক বাণিজ্য কেন দরকার ?
(18)ভারতের অপ্রচলিত শক্তির উৎসগুলি ও ব্যবহার লেখ ।
(19) ভারতের জনঘনত্বের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি লেখ ।
(20)ভারতের মৎস্য আহরণের সমস্যা সমুহ আলােচনা কর ।
(21) নিবিড় কৃষি পদ্ধতি ও ব্যাপক কৃষি পদ্ধতির মধ্যে পার্থক্য কর ।
(22)ভারতের কাগজ শিল্পের সমস্যাগুলি বর্ণনা কর ।
(23) ভারতের প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্যগুলির নাম লেখ ।(24)আঞ্চলিক ও অনাঞলিক মৃত্তিকা কি ?
(25)মানবজীবনে ভৌমজলের গুরুত্ব বিশ্লেষণ কর ।
(26) ভারতে কূপ ও নলকূপ প্রথায় জলসেচের বৈশিষ্ট্যগুলি লেখ । (27)খনিজদ্রব্যের শ্রেণীবিভাগ কর।
(28)পুনর্ভব ও অপুনর্ভব শক্তিসম্পদের পার্থক্য নিরূপণ কর ।
(29)পারমাণবিক শক্তিসম্পদ বলতে কি বােঝ?
(30)জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক আলােচনা কর ।
(31) ‘ বনভূমি মানুষের বন্ধু ’ — একথার যথার্থতা বিচার কর ।
(32)কি কি উদ্দেশ্যে ভারতে নিবিড় গাে – উন্নয়ন প্রকল্প গৃহীত হয়েছিল ?
(33) চা ভারতের কোন্ কোন্ অঞ্চলে উৎপাদিত হয় ?
(34)ভারতের পশ্চিমাঞ্চলের কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি সংক্ষেপে আলােচনা কর ।
(35) কাগজশিল্পের বর্তমান সমস্যাগুলি কি কি ?
(36)কেরালায় মৎস্যচাষের উন্নতির কারণ কী কী ?
(37)ভারতে ‘ দুগ্ধ শিল্পের সমস্যাগুলি উল্লেখ কর ।
(38)‘ স্থানান্তর কৃষি ’ র ফলাফলগুলি কী কী ? ইহা ভারতের কোন্ কোন্ অঞ্চলে দেখা যায় ?
(39)‘ বােকারাে ’ তে লৌহইস্পাত শিল্প গড়ে ওঠার অবস্থানগত সুবিধাগুলি উল্লেখ কর ।
(40)‘ মােটরগাড়ী নির্মাণশিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী ?
(41) ভারতের চারটি প্রধান জাতীয় সড়কের প্রান্তিক কেন্দ্রগুলির নাম কর ।
(42)ভারতে ‘ বন্যা ’ ও ‘ খরা ’ হওয়ার কারণ কী ?
(43)‘ ল্যাটারাইট মাটির বৈশিষ্ট্যগুলি কী কী ?
(44) বনভূমির পরােক্ষ উপকারিতা উল্লেখ কর ।
(45) উত্তর ও দক্ষিণ ভারতের দুটি করে বহুমুখী নদী পরিকল্পনার নাম কর এবং তাদের অবস্থান উল্লেখ কর ।
(46)ধাতব লৌহের পরিমাণ উল্লেখপূর্বক আকরিক লৌহের শ্রেণীবিভাগ কর ।
(47)ভারতের বিভিন্ন অঞলে অসম জনবসতি বণ্টনের ক্ষেত্রে উদাহরণসহ জলবায়ুর ভূমিকা আলােচনা ।