Exam Guide General Knowledge | জিকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | পর্ব-27
- আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বোঝানো হয় ?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় প্রায় 90%।
- কোথায় সাঁতার কাটা কম অসাধ্য বলে মনে করা হয় ?
উত্তর: সাগরে।
- সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এমন একটি পদার্থর নাম লেখো ?
উত্তর: ইউরিয়া।
- তামা ও টিনের সংমিশ্রণে কি হয় ?
উত্তর: ব্রোঞ্জ।
- গ্রীষ্মকালে আমাদের কালো কাপড় পরিধান করা উপযুক্ত নয়, এর কারণ কী ?
উত্তর: কালো কাপড় শরীরের তাপ কে বাইরে যেতে দেয় না।
- কাচ কি সাধারণত কোনটি তৈরি করা হয়ে থাকে ?
উত্তর: Si02, যার অন্য নাম সিলিকা ।
- লাফিং গ্যাস কোনটিকে বলা হয় ?
উত্তর: No2
- কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী হয়ে থাকে ?
উত্তর: রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।
- কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় এর কারণ কী ?
উত্তর: প্রস্বেদন রোধ করার জন্য।
- এইডস্ রোগ দেহের কোন কণিকা গুলিকে ধ্বংস করে ?
উত্তর: শ্বেত কনিকা।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।