Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Evolution of the National Flag of India. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের জাতীয় পতাকার বিবর্তন || Evolution of the National Flag of India ||. এই ভারতের জাতীয় পতাকার বিবর্তন || Evolution of the National Flag of India || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ভারতের জাতীয় পতাকার বিবর্তন || Evolution of the National Flag of India ||
❏ ১৯০৪ সালে জাতীয়তাবাদী চেতনার হাত ধরে স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণায় প্রথম পতাকাটির নকশা তৈরি করেন ভগিনী নিবেদিতা। তাঁর পতাকাটি ছিল চৌকো, লাল রঙের। লালের উপর কেন্দ্রে হলুদ ইনসেটে বজ্রচিহ্ন ও সাদা পদ্মফুল। পতাকায় বাংলায় লেখা ছিল বন্দেমাতরম। লাল স্বাধীনতা সংগ্রামের প্রতীক, হলুদ জয়ের প্রতীক আর সাদা পদ্মফুল শুদ্ধতার প্রতীক। এটি নিবেদিতার পতাকা নামে স্বীকৃত।
❏ ১৯০৬ সালে বঙ্গভঙ্গ আন্দোলন চলার সময়, পার্সি বাগানের শচীন্দ্র প্রসাদ বসু উপরে সাদা মাঝে হলুদ ও নীচে সবুজ রঙের তিন রঙা পতাকা তৈরি করেন। এর উপরে আটটি আধখােলা পদ্ম ও একদম নীচে একপাশে সূর্য ও অন্য পাশে চাঁদের ছবি আঁকা হয়। মাঝখানে দেবনাগরী লিপিতে লেখা ছিল বলে মাতরম। এটি কলকাতা পতাকা নামে বিখ্যাত হয়।
❏ ১৯০৭ সালের ২২ আগস্ট জার্মানির স্টুটগার্ট শহরে বিকাজি কামা আরেকটি ত্রিবর্ণ পতাকার নকশা করেন। এর উপরে ছিল সবুজ, মাঝে গেরুয়া ও নীচে লাল। সবুজ ইসলামের, গেরুয়া হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতীক। সবুজের উপর ব্রিটিশ ভারতের আটটি প্রদেশ বােঝাতে আটটি পদ্মফুল। মাঝখানে গেরুয়া বর্ণের উপর দেবনাগরী হরফে লেখা হয় বন্দে মাতরম। একদম নীচে দুই কোনায় চাঁদ ও সূর্য। বিকাজি কামা, বীর সাভারকর ও শ্যামজি কৃষ্ণ বর্মা যৌথভাবে এই পতাকার নকশাটি তৈরি করেছিলেন। প্রথম মহাযুদ্ধ শুরু হওয়ার পর ভারতীয় বিপ্লবীদের প্রতিষ্ঠিত বার্লিন কমিটির পতাকা হয়ে ওঠে এই পতাকাটি।
❏ হােম রুল আন্দোলনের সময় বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত আরেকটি পতাকার নকশা করেন। পাঁচটি লাল এবং চারটি সবুজ সমান্তরাল অংশের বাঁদিকের উপরের কোনায় ছিল ব্রিটিশ পতাকা ডােমিনিয়ন স্টেটাসের প্রতীক হিসেবে। এর আগে ১৯১৬ সালে পিঙ্গালি বেঙ্কাইয়া তাঁর তৈরি পতাকায় মহাত্মা গান্ধীর নির্দেশে চরকা ব্যবহার করেন। সবুজ জমির উপর লাল চরকার সমন্বয়ে তৈরি পতাকাটি অবশ্য গান্ধীজির মনােনয়ন পায়নি — পতাকাটির রঙ সবকটি ধর্মের প্রতিনিধিত্ব না করায়। এর পর উপরে সাদা, মাঝে সবুজ ও নীচে লালের সমন্বয়ে আরেকটি পতাকা তৈরি হয়।
❏ পতাকায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকা না থাকা নিয়ে বিতর্কের সৃষ্টি হলে ১৯৩১ সালের ২ এপ্রিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি সাত সদস্যের ফ্ল্যাগ কমিটি গঠন করে। পিঙ্গালি বেঙ্কাইয়ার নকশা করা এই ত্রিবর্ণ পতাকাটি গৃহীত হয় ১৯৩১ সালে করাচিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। এই নতুন পতাকাটিই বর্তমান জাতীয় পতাকার পূর্বসূরি। পতাকাটিতে বর্তমান অশােক চক্রের জায়গায় ছিল চরকা চিহ্ন।
❏ চরকা চিহ্নিত পতাকাটির পাশাপাশি এই পতাকা-টিরই একটি ভিন্ন রূপও প্রচলিত ছিল সেই সময়। সেই পতাকাটিতে চরকার বদলে বাঘের চিহ্ন ব্যবহৃত হত, আর লেখা থাকত আজাদ হিন্দ। গান্ধীর অহিংস আন্দোলনের বিপরীতে সুভাষচন্দ্রের সশস্ত্র সংগ্রামের পন্থাকে বােঝাতে ব্যবহৃত হত চরকার বদলে বাঘের চিহ্ন। নেতাজি ভারতের বুকে প্রথম এই পতাকাটি তুলেছিলেন উত্তরপূর্ব ভারতের মণিপুরে।
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ- ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ড. রাজেন্দ্রপ্রসাদ।
- কার নেতৃত্বে সংবিধান খসড়া প্রস্তুত কমিটি গঠন করা হয় ?
উত্তরঃ- বি. আর. আম্বেদকারের নেতৃত্বে সংবিধান খসড়া প্রস্তুত কমিটি গঠন করা হয়।
- কোন্ আইনের বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তরঃ- ১৯৪৭ খ্রিস্টাব্দের ভারতীয় স্বাধীনতা আইন -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।
- কোন্ বছর থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে ?
উত্তরঃ- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে।
- কবে খসড়া সংবিধানটি গণপরিষদে গৃহীত হয় ?
উত্তরঃ- ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ শে নভেম্বর সংবিধানটি গণপরিষদে গৃহীত হয়।
- ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয় ?
উত্তরঃ- ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে ২৬ শে জানুয়ারি দিনটিকে পালন করা হয়।
- বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ধারা আছে ?
উত্তরঃ- বর্তমানে ভারতীয় সংবিধানে ৪০৫ টি ধারা আছে।
- ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ?
উত্তরঃ- ভারতের সংবিধানে ৬ টি মৌলিক অধিকার আছে।
- ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ- ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন।
- ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী ?
উত্তরঃ- ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা।
- ভারতীয় পার্লামেন্টের লোকসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ- ভারতীয় পার্লামেন্টের লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ।
- ভারতীয় পার্লামেন্টের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
অথবা, ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ- ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি।
- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তরঃ- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি।
- রাজ্যের মতো কেন্দ্রেও কী রাষ্ট্রপতির শাসন জারি করা যায় ?
উত্তরঃ- রাজ্যের মতো কেন্দ্রেও রাষ্ট্রপতির শাসন জারি করা যায়।
- ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?
উত্তরঃ- ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিম কোর্ট।
- ১৮ বছরের ভোটাধিকার কবে থেকে প্রচলিত হয়েছে ?
উত্তরঃ- ১৮ বছরের ভোটাধিকার ১৯৮৮ খ্রিস্টাব্দ থেকে প্রচলিত হয়েছে।
- লোকসভার সর্বাধিক সদস্যসংখ্যা কত হতে পারে ?
উত্তরঃ- লোকসভার সর্বাধিক সদস্যসংখ্যা ৫৫২ হতে পারে।
- স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয় ?
উত্তরঃ- স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় ১৯৫১ খ্রিস্টাব্দের ২৫ শে অক্টোবর থেকে ১৯৫২ খ্রিস্টাব্দের ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত।
- ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ?
উত্তরঃ- ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন।
- কবে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় ?
উত্তরঃ- ১৯৮৫ খ্রিস্টাব্দে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়।
- ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?
উত্তরঃ- ভারতের রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- ভারতের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান কে ?
উত্তরঃ- ভারতের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি।
- ভারতের শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী কে ?
উত্তরঃ- ভারতের শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় মন্ত্রীসভা।
- কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রধান কে ?
উত্তরঃ- কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্তমানে কয়টি আছে ?
উত্তরঃ- রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্তমানে আঠারোটি আছে।
- ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য কতগুলি মৌলিক কর্তব্য আছে ?
উত্তরঃ- ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য দশটি মৌলিক কর্তব্য আছে।
- মৌলিক কর্তব্যগুলি সংবিধানে কবে সংযোজিত হয়েছে ?
উত্তরঃ- মৌলিক কর্তব্যগুলি সংবিধানে ১৯৭৬ খ্রিস্টাব্দে সংযোজিত হয়েছে।
- রাজ্যের শাসনবিভাগের প্রধান কে ?
উত্তরঃ- রাজ্যের শাসনবিভাগের প্রধান হলেন রাজ্যপাল।
- রাজ্যসভার মোট সদস্যসংখ্যা সর্বাধিক কত হতে পারে ?
উত্তরঃ- রাজ্যসভার মোট সদস্য সংখ্যা সর্বাধিক ২৫০ জন হতে পারে।
- রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
উত্তরঃ- রাজ্যসভার সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন।
- লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
উত্তরঃ- লোকসভার সদস্যরা ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- দুই কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাজ্যের নাম লেখো।
উত্তরঃ- দুই কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাজ্য হল উত্তরপ্রদেশ।
- রাজ্যের বিধানসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
উত্তরঃ- রাজ্যের বিধানসভার সদস্যরা ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- বর্তমানে সুপ্রিম কোর্টের সর্বমোট বিচারপতির সংখ্যা কত ?
উত্তরঃ- বর্তমানে সুপ্রিম কোর্টের সর্বমোট বিচারপতির সংখ্যা ২৬ জন।
- সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি নিয়োগ করা যায় কী ?
উত্তরঃ- সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি নিয়োগ করা যায়।
- ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কোন্ দল সবথেকে ভালো ফল করে ?
উত্তরঃ- ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস সবথেকে ভালো ফল করে।
- ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ?
উত্তরঃ- ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল।
- ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী ?
উত্তরঃ- ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ড . মনমোহন সিংহ।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড . রাজেন্দ্রপ্রসাদ।
- ভারতের জাতীয় প্রতীক কী ?
উত্তরঃ- ভারতের জাতীয় প্রতীক হল অশোক স্তম্ভ।
- ভারতের গণপরিষদ কবে গঠিত হয়েছিল ?
উত্তরঃ- ভারতের গণপরিষদ ১৯৪৬ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল।
- পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় কতজন সাংসদ নির্বাচিত হন ?
উত্তরঃ- পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় ৪২ জন সাংসদ নির্বাচিত হন।
- ভারতে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?
উত্তরঃ- ভারতে বর্তমানে ২৮ টি অঙ্গরাজ্য আছে।
- ন্যূনতম কত বছর বয়সে লোকসভার সদস্য হওয়া যায় ?
উত্তরঃ- ন্যূনতম ২৫ বছর বয়সে লোকসভার সদস্য হওয়া যায়।
- ন্যূনতম কত বছর বয়সে রাজ্যসভার সদস্য হওয়া যায় ?
উত্তরঃ- ন্যূনতম ৩০ বছর বয়সে রাজ্যসভার সদস্য হওয়া যায়।
- রাজ্যের বিধান পরিষদের সদস্য সংখ্যা কত হবে ?
উত্তরঃ- রাজ্যের বিধান-পরিষদের সদস্য সংখ্যা চল্লিশের কম বা ওই রাজ্যের বিধানসভার মোট সদস্যের এক-তৃতীয়াংশের বেশি হবে না।
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন।
- ভারতের প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রীর নাম কী ?
উত্তরঃ- ভারতের প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রীর নাম মোরারজি দেশাই।
- কবে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল ?
উত্তরঃ- ১৯৭৫ খ্রিস্টাব্দের ২৫ শে জুন ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল।
- শাসনব্যবস্থার কেন্দ্রীয় ও রাজ্য তালিকায় কয়টি করে বিষয় আছে ?
উত্তরঃ- শাসনব্যবস্থার কেন্দ্রীয় ও রাজ্য তালিকায় যথাক্রমে ৯৭ টি ও ৬৬ টি বিষয় আছে।
- ভারতের সংসদের উচ্চকক্ষের নাম কী ?
উত্তরঃ- ভারতের সংসদের উচ্চকক্ষের নাম রাজ্যসভা।
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনার রূপকার কে ছিলেন ?
উত্তরঃ- ভারতীয় সংবিধানের প্রস্তাবনার রূপকার ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু।
- ভারতে নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন ?
উত্তরঃ- ভারতে নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন রাষ্ট্রপতি।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here