Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Errors in Mendeleev’s Periodic Table. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি সমূহ | Errors in Mendeleev’s Periodic Table।
মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি সমূহ | Errors in Mendeleev’s Periodic Table
■ মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি : মেণ্ডেলিফের পর্যায় সারণির অবদান অনেক, তবু দোষমুক্ত নয়।
(1) H2- এর বিতর্ক মূলক স্থান:- মেণ্ডেলিফের পর্যায় সারণিতে H 2- এর স্থান নিয়ে খুব অসুবিধা হয়, কারণ হাইড্রোজেন একযোজী এবং একদিকে যেমনI A শ্রেণির ক্ষার ধাতুর মতো ব্যবহার করে, আবার অন্যদিকে VIIB শ্রেণির হ্যালোজেনের মতো ব্যবহার করে। তাই একে প্রথম শ্রেণিতে সক্রিয় ক্ষার ধাতুগুলির সঙ্গে এবং সপ্তম শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলির সঙ্গে স্থান দেওয়া হয়েছে।
(a) ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য:- (i) ক্ষার ধাতুগুলির মতো H2 একযোজী, (ii) পজিটিভ তড়িৎ-ধর্মী, (iii) অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে এবং দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, (iv) ক্ষার ধাতুর মতো (Na2O), হাইড্রোজেনও সুস্থিত অক্সাইড (H2C) গঠন করে, (v) ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনও বিজারক। তাই একে প্রথম শ্রেণিতে ক্ষার ধাতুগুলির সঙ্গে বসাতে হয়েছে।
(b) হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য:- (i) F বা Cl- এর মতো হাইড্রোজেন দ্বিপরমাণুক (ii) F2 ও CI2 -এর মতো H2 -ও গ্যাস এবং অধাতু। (iii) ধাতব হ্যালাইডের (NaCl) মতো ধাতুর সঙ্গে হাইড্রাইড (NaH) উৎপন্ন করে। হ্যালাইড যেমন আয়নিত হলে অ্যানায়ন উৎপন্ন করে সেরকম হাইড্রাইড যৌগ আয়নিত হলে H- অ্যানায়ন দেয়; সুতরাং, H- কে সপ্তম শ্রেণিতে হ্যালোজেন গোষ্ঠীর সঙ্গে স্থান দেওয়া হয়েছে। হাইড্রোজেনের এই দ্বৈত আচরণের জন্য মেন্ডেলিফ এর নাম দেন “দুষ্ট মৌল (rogue element)”।
(2) পর্যায়ক্রমে অসঙ্গতি:- ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী বিভিন্ন মৌলগুলিকে যায় সারণিতে স্থান দেওয়াই হল মূলনীতি, অথচ দেখা গেল, (i) Ar- এর পারমাণবিক ব 39.94 এবং K- এর 39.1 হলেও পর্যায় সারণিতে কিন্তু Ar- এর পরে K- এর স্থান য়েছে। (ii) Co- এর পারমাণবিক ভর 58.94 এবং Ni- এর 58-69, পর্যায় সারণিতে কিন্তু ii- এর স্থান Co- এর পরে। (iii) একইভাবে টেলুরিয়ামকে (Te – 127.6) আয়োডিনের (1-126.92) আগে স্থান দেওয়া হয়েছে।
(3) আইসোটোপের স্থান:- আইসোটোপগুলিকে একই স্থানে রাখা হয়েছে যদিও তাদের পারমাণবিক ভর বিভিন্ন।
(4) কয়েকটি ক্ষেত্রে প্রায় সদৃশ ধর্মের মৌলগুলিকে পৃথক শ্রেণিতে রাখা হয়েছে; যেমন, Cu এবং Hg- এর ধর্ম সদৃশ, Ba এবং Pb- এর ধর্ম সদৃশ, তবু ওরা পৃথক শ্রেণিতে স্থান পেয়েছে।
(5) কতকগুলি মৌলের ধর্মের মধ্যে সাদৃশ্য না থাকলেও ভিন্নধর্মী মৌলকে একই শ্রেণিতে নেওয়া হয়েছে। যেমন, Cu, Ag, Au প্রভৃতির সঙ্গে Na, K প্রভৃতির ধর্মে কোনো সাদৃশ্য না থাকলেও এরা প্রথম শ্রেণিতে ক্ষার ধাতুগুলির সঙ্গে স্থান পেয়েছে।
(6) অষ্টম শ্রেণিতে (Fe, Co, Ni প্রভৃতি) তিনটি করে মৌলকে আলাদা স্থান দেওয়া হয়েছে, যদিও ওদের পারমাণবিক ভর ভিন্ন। এদের মধ্যে শ্রেণি বা পর্যায়ের কোনো বৈশিষ্ট্য নেই।
(7) বিরল মৃত্তিকা মৌলগুলির স্থান:- ষষ্ঠ পর্যায়ে তৃতীয় শ্রেণিতে ল্যান্থানামের (La) সঙ্গে 14 টি বিরল মৃত্তিকা মৌলগুলিকে রাখা হয়েছে, যদিও ওদের পারমাণবিক ভর বিভিন্ন।
■ পর্যায় সারণির উপযোগিতা (Utility of Periodic table) :
(i) পর্যায় সারণিতে মৌলগুলিকে ধর্মভিত্তিক শ্রেণিবদ্ধ করায় রসায়ন শাস্ত্রের চর্চা অনেক সহজ এবং সুশৃঙ্খল হয়েছে।
(ii) পর্যায় সারণির সাহায্যে কয়েকটি মৌলের পারমাণবিক ভর সংশোধন করা হয়েছে । যেমন — বেরিলিয়াম (Be)।
(iii) পর্যায় সারণি নতুন মৌলের অস্তিত্ব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করে এবং পরবর্তীকালে কয়েকটি নতুন মৌল আবিষ্কৃত হয়েছে।
(iv) পর্যায় সারণি থেকে জানা যায় — প্রাকৃতিক মৌলের সংখ্যা 92 এবং বাকী মৌলগুলি কৃত্রিম মৌল।
(v) পর্যায় সারণিতে কেনো মৌলের অবস্থান জানা থাকলে মৌলটির বিভিন্ন ধর্ম, যেমন — গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, রাসায়নিক সক্রিয়তা, তড়িৎ পরিবাহিতা, যোজ্যতা, ধাতব বা অধাতব ধর্ম, জারণ-বিজারণ ক্ষমতা ইত্যাদি জানা যায়।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।