Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Environmental top studies questions and answers in bengali set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উওর (Environmental top studies questions and answers in bengali) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উওর (Environmental top studies questions and answers in bengali) set. নিচে questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উওর set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উওর (Environmental top studies questions and answers in bengali):
- চিপকো আন্দোলনের প্রাণপুরুষ কাকে বলা হয় ?
উওরঃ- সুন্দরলাল বহুগুনা।
- কত সালে, কোথায় এম্বিকো আন্দোলন সংঘটিত হয় ?
উওরঃ- ১৯৮৩ সালে, কর্নাটকের উত্তর কন্নড় জেলার গুব্বি গাড্ডে গ্রামে।
- এপ্পিকো আন্দোলনের প্রাণপুরুষ কাকে বলা হয় ?
উওরঃ- পান্ডুরঙ্গ হেগড়ে।
- চিপকো শব্দটির অর্থ কি ?
উওরঃ- জড়িয়ে ধরা।
- এপ্লিকো শব্দটির অর্থ কি ?
উওরঃ- জড়িয়ে ধরা।
- ‘ধরতি কি পুকার’ গ্রন্থটি কে রচনা করেন ?
উওরঃ- সুন্দরলাল বহুগুনা।
- ‘পর্বত পর্বত বস্তি বস্তি’ গ্রন্থটি কে রচনা করেন ?
উওরঃ- চন্ডীপ্রসাদ ভাট।
- কত সালে ভারতে প্রথম বন মহােৎসব শুরু হয় ?
উওরঃ- ১৯৫০ সালে।
- কত সালে, কোথায় বিষ্ণোই আন্দোলন সংঘটিত হয়েছিল ?
উওরঃ- ১৭৩০ সালে, রাজস্থানের খেজারলি গ্রামে।
- চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল ?
উওরঃ- উত্তরাখন্ডের চামােলি জেলার গােপেশ্বরে।
- কত সালে, কোথায় সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংঘটিত হয়েছিল ?
উওরঃ- ১৯৭৩ সালে, কেরালার পলক্কড় জেলার সাইলেন্ট ভ্যালিতে।
- সাইলেন্ট ভ্যালি আন্দোলনের জননী কাকে বলা হয় ?
উওরঃ- সুগাধাকুমারী।
- কত সালে, কোথায় জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু হয় ?
উওরঃ- ১৯৮২ সালে, ঝাড়খন্ডের সিংভূমে।
- স্ট্রিকনিন কি ?
উওরঃ- জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তাকে স্ট্রিকনিন বলে।
- ভারতে মােট আয়তনের কত শতাংশ বনভূমি ?
উওরঃ- ২৩.৮ %
- ভারতের কোথায়, কত সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শুরু হয় ?
উওরঃ- পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি তে,১৯৭২ সালে।
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উওর Part-3- Click Here