Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Environmental Studies Questions Answers In Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Environmental Studies Questions Answers In Bengali. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Environmental Studies Questions Answers In Bengali এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Environmental Studies Questions Answers In Bengali ||
- বাতাসে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি ?
উত্তর: নাইট্রোজেন।
- বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমান কত ?
উত্তর: 78.08 %
- বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমান কত ?
উত্তর: 20.60 %
- বাতাসে কার্বনডাই অক্সাইডের পরিমান কত ?
উত্তর: 0.003 %
- বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কী ?
উত্তর: সবুজ উদ্ভিদের দ্বারা করা সালকশংশ্লেষ।
- প্রধান গ্রীন হাউস গ্যস কোনটি ?
উত্তর: কার্বন–ডাই অক্সাইড।
- বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
উত্তর: 5 ই জুন।
- বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
উত্তর: 7 ই এপ্রিল।
- বিশ্ব AIDS দিবস কবে ?
উত্তর: 1st December.
- বিশ্ব- ক্যানসার দিবস কবে পালন করা হয় ?
উত্তর: 4th February
- কাকে প্রকৃতির বৃক্ক বলা হয় ?
উত্তর: জলাভুমিকে।
- বায়ু মন্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখতে পাওয়া যায় ?
উত্তর: স্টাটোস্ফিয়ার।
- ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকারক রশ্মি শোষন করে ?
উত্তর: অতিবেগুনী রশ্মি।
- কোন স্তরকে পৃথিবীর রক্ষাকবচ বলা হয় ?
উত্তর: ওজোন স্তর।
- ওজোন স্তরের সর্বাধিক ক্ষতি করে কোনটি ?
উত্তর: CFC (ক্লোরোফ্লুরো কার্বন)
- ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের দ্বারা ?
উত্তর: ডবসন একক।
- CFC এর ব্যবসায়ীক নাম কী ?
উত্তর: ফ্রেয়ন।
- ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ুমন্ডলের কোন স্তরে ?
উত্তর: স্টাটোস্ফিয়ার।
- ভূপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে হয়েছিলো ?
উত্তর: 1984 সালে।
- ভূপাল গ্যাস দূর্ঘটনার জন্য কোন গ্যাস লিক হয়েছিলো ?
উত্তর: MIC (মিথাইল আইসোসায়ানেট)
- মন্ট্রিল প্রোটোকোল যে জন্য হয়েছিলো ?
উত্তর: ওজোন স্তরের ক্ষয় নিবারনের জন্য।
- কত সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিলো ?
উত্তর: 1987 সালে। কানাডায়
- মন্ট্রিল প্রোটোকল কতসালে হয়েছিলো ?
উত্তর: 1992 সালে
- বসুন্ধরা সন্মেলন কোথায় হয়েছিলো ?
উত্তর: ব্রাজিলের রিও-ডি-জেনেরিও তে।
- বাতাসে ভাসমান সুক্ষ্ম ধুলি কনা গুলি কী নামে পরিচিত ?
উত্তর: SPM (সাসপেন্ডেট পার্টিকুলেট ম্যাটার)।
- বাতাসের SPM মাপতে ব্যবহার করা হয় ?
উত্তর: হাই ভলিউম স্যাম্পলার।
- ফুলের রেনুর ফলে কোন রোগ হয় ?
উত্তর: আল্যার্জী বা হাঁপানি
- পারদ দূষনের ফলে মানব দেহে কোন রোগ হয় ?
উত্তর: মিনামাটা।
- ক্যাডমিয়াম দুষনের ফলে কোন রোগটি হয় ?
উত্তর: ইটাই ইটাই।
- সীসা দুষনের ফলে কোন রোগটি হয় ?
উত্তর: ডিসলক্সিয়া।
- আর্সেনিক দূষনের ফলে কোন রোগ হয় ?
উত্তর: ব্ল্যাকফুট ডিজিজ।
- সিলিকোসিস রোগের প্রধান কারন হল –
উত্তর: সিলিকার গুঁড়ো।
- অম্ল- বৃষ্টির জন্য দায়ী গ্যস কোনটি ?
উত্তর: সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।
- জলজ আনুবীক্ষনিক জীবগুলিকে বলে –
উত্তর: প্লাঙ্কটন।
- রক্তে কীসের উপস্থিতিতে ‘ Blue Baby ‘ উপসর্গ দেখা যায় ?
উত্তর: মিথিমোগ্লোবিন।
- সাইলেন্ট স্প্রিং বইটির লেখক হলেন –
উত্তর: রিচেল কারসন।
- সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর: কেরলার কালাক্কার।
- চিপকো আন্দোলনের কার নেতৃত্বে হয়েছিলো ?
উত্তর: সুন্দরলাল বহুগুনা।
- নর্মদা বাঁচাও আন্দোলোন কার নেতৃত্বে হয়েছিলো ?
উত্তর: মেধা পাটেকর।
- পৃথিবী থেকে প্রতি বছর যে পরিমান বনভুমি বিলীন হচ্ছে তার পরিমান –
উত্তর: ১৭০ লক্ষ হেক্টর।
- বায়ু মন্ডলের প্রতি ১ কিমি উচ্চতয়া বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় –
উত্তর: 6.45 ডিগ্রী।
- পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে লবনাক্ত জলের পরিমান –
উত্তর: 97 %
- পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমান –
উত্তর: 3 % ।
- সমুদ্রের জলে দ্রবীভূত লবনের পরিমান গড়ে –
উত্তর: 35 %
- বাস্তুতন্ত্রের 10 শতাংশ সূত্রের প্রবক্তা হলেন –
উত্তর: লিন্ডেম্যান।
- ‘ইকোলজি’ কথাটি সর্ব প্রথম ব্যবহার করেন –
উত্তর: আর্নেস্ট হেকেল।
- ‘ইকোসিস্টেম’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ?
উত্তর: ট্যান্সলে।
- আবর্জনার স্তুপ থেকে কোন গ্যাস নির্গত হয় ?
উত্তর: মিথেন।
- পৃথিবীতে অপুষ্টিতে ভুগছে এমন লোকের সংখ্যা –
উত্তর: 80 কোটি
- বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি ?
উত্তর: থার্মোস্ফিয়ার।
- বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে?
উঃ ইকোলজি শব্দটি গ্রীক শব্দ ‘Oikos’ থেকে এসেছে যার অর্থ বাসস্থান, ‘Logos’ শব্দটির অর্থ জ্ঞান। অর্থাৎ জীবের বাসস্থান সম্পর্কে বিশেষ বিদ্যাকেই বাস্তুবিদ্যা বলে।
- পপুলেশন বা জীবসংখ্যা কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশান বলে।
- জীবমণ্ডল কাকে বলে?
উঃ প্রকৃতির সমস্ত অঞ্চল যথা – বায়ুমণ্ডল, বারিমণ্ডল, অশ্মমণ্ডল যেখানে জীবের অস্তিত্ব দেখা যায় সেই সমস্ত অঞ্চলকে একত্রে জীবমণ্ডল বলে।
- প্ল্যাঙ্কটন কাকে বলে?
উঃ জলের উপর বসবাসকারী ভাসমান আনুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলে। এই জীব যদি প্রাণী হয় তবে তাকে প্রাণী প্ল্যাঙ্কটন (zoo plancton) বলে এবং যদি উদ্ভিদ হয় তবে তাকে উদ্ভিদ প্ল্যাঙ্কটন (phytoplankton) বলে।
- স্বভোজী জীব কাকে বলে?
উঃ যে সকল জীব প্রকৃতি থেকে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য ও জল আহরণ করে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে খাদ্য প্রস্তুত করে তাদের স্বভোজী জীব বলে।
- খাদ্যজালিকা কাকে বলে?
উঃ বাস্তুতন্ত্রের একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালিকার গঠন করে তাকে খাদ্যজালিকা বলে।
- পশ্চিমবঙ্গের যে কোন দুটি অভয়ারণ্যের নাম লেখ।
উঃ জলদাপাড়া ও গরুমারা।
- পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত বন বর্তমান?
উঃ সজনেখালিতে।
- খাদক কাকে বলে?
উঃ যে সকল জীব অন্য জীবদের খেয়ে নিজেদের শক্তি সংগ্রহ করে তাদের খাদক বলে।
- অনবীভবনযোগ্য সম্পদ কাকে বলে?
উঃ যে সকল সম্পদের মজুত পৃথিবীতে একটি নির্দিষ্ট পরিমাণে বর্তমান এবং একবার নিঃশেষিত হলে পুনরায় প্রাপ্তি সম্ভব নয় তাদেরকে অনবীভবনযোগ্য সম্পদ বলে। যেমন কয়লা, ধাতু, পেট্রোলিয়াম ইত্যাদি।
- নেকটন কাদের বলে?
উঃ জলে বসবাসকারী যে সকল প্রাণী সাঁতার কাটতে পারে তাদের নেকটন বলে। যেমন- মাছ ইত্যাদি।
- বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কী?
উঃ বায়োস্ফিয়ার।
- বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কী বলে?
উঃ চাঁদোয়া।
- বাস্তুতন্ত্রের উদ্ভিদসমূহকে কী বলা হয়?
উঃ ফ্লোরা।
- পার্মাফ্রস্ট কোথায় দেখা যায়?
উঃ তুন্দ্রা বায়মে।
- সরলবর্গীয় বৃক্ষের অপর নাম কী?
উঃ টেগা।
- পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বন দ্বারা আবৃত?
উঃ ৭ শতাংশ।
- নিরক্ষীয় বর্ষা বনে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
উঃ ২৪০-৪৩০ সেমি।
- চিপকো আন্দলন কোথায় শুরু হয়?
উঃ উত্তরপ্রদেশে।
- উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী?
উঃ প্রেইরী।
- বনসংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়?
উঃ ১৯৮০ সালে।
- বর্তমান ভারতবর্ষে অবলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
উঃ ৪৫০ টি।
- এখন ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কটি?
উঃ ৪৪১ টি।
- করবেট জাতীয় পার্ক কোথায় অবস্থিত?
উঃ উত্তরপ্রদেশে।
- পশ্চিমবঙ্গের কোথায় গণ্ডার পাওয়া যায়?
উঃ জলদাপাড়া অভয়ারণ্যে।
- গ্রেট ইণ্ডিয়ান বাস্টার্ড পাখি ভারতের কোন রাজ্যে দেখা যায়?
উঃ গুজরাটে।
- ভারতের অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম যে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে সেই বইয়ের নাম কী?
উঃ রেড ডাটা বুক।
- বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উঃ কর্ণাটকে।
- ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ ঘানা (রাজস্থান)।
- ভারতে কোথায় সিংহ দেখা যায়?
উঃ গুজরাটের গির অভয়ারণ্যে।
- ভারতে কোথায় গণ্ডার দেখা যায়?
উঃ আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে।
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি অভয়ারণ্যের নাম লেখ।
উঃ বেথুয়াডহরী।
- পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?
উঃ সুন্দরবনে।
- ১৯৭৫ সালে আন্তর্জাতিক রামসার কনভেনশান অনুষ্ঠিত হয় কী জন্য?
উঃ জলাভূমি সংরক্ষণে গুরুত্ব দেওয়ার জন্য।
- ইকোলজি শব্দটির সংজ্ঞা কে প্রদান করেন?
উঃ আর্নেস্ট হেক্কেল।
- ইকোসিস্টেম শব্দটির কে প্রবর্তন করেন?
উঃ আর্থার ট্যান্সলে।
- সাভানা কী?
উঃ নিরক্ষীয় অঞ্চলের তৃণভূমি।
- পরাশ্রয়ী অর্কিড উদ্ভিদ কোথায় দেখা যায়?
উঃ নিরক্ষীয় বর্ষাবনে।
- ইকোটোন কাকে বলে?
উঃ দুইটি বাস্তুতন্ত্রের মিলনকে।
- সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?
উঃ কেরলে।
- ভারতে কোথায় একশৃঙ্গ গণ্ডার দেখা যায়?
উঃ আসামের কাজিরাঙ্গায়।
- ভারতের সর্ববৃহৎ পক্ষিরালয় কোথায় অবস্থিত?
উঃ রাজস্থানের ভরতপুরস্থিত ঘানায়।
- খাদ্যশৃঙ্খল কাকে বলে?
উঃ খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্যশক্তির প্রবাহকে খাদ্যশৃঙ্খল বলে।
- খাদ্যশৃঙ্খল কয় প্রকার ও কী কী?
উঃ খাদ্যশৃঙ্খল দুই প্রকার। যথা– গ্রেজিং খাদ্যশৃঙ্খল ও ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল।
- গ্রেজিং খাদ্যশৃঙ্খল কী?
উঃ যে খাদ্যশৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সংক্রমিত হয় তাকে গ্রেজিং খাদ্যশৃঙ্খল বলে। যেমন – উদ্ভিদ → হরিণ → বাঘ।
- ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল কাকে বলে?
উঃ যে খাদ্যশৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে ধাপে ধাপে শক্তি সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে। যেমন – পচাপাতা → ক্ষুদ্র জলজ প্রাণী → ছোট মাছ → বড় মাছ।
- ডেট্রিভোর কাকে বলে?
উঃ ডেট্রিটাস বা আংশিক ভাবে বিয়োজিত জৈব পদার্থকে যে সব ছোট ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের ডেট্রিভোর বলে। যেমন – কেঁচো, উইপোকা।
- শক্তিপ্রবাহ কাকে বলে?
উঃ বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়াকে শক্তিপ্রবাহ বা Energy Flow বলে।
- পরজীবী খাদ্যশৃঙ্খল কাকে বলে?
উঃ যে খাদ্যশৃঙ্খলে খাদ্য-খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী থেকে শুরু হয়ে পরজীবী ক্ষুদ্র প্রাণীতে শেষ হয় তাকে পরজীবী খাদ্যশৃঙ্খল বলে। যেমন – কুকুর → কৃমি → বিয়োজক।
- মৃতজীবী খাদ্যশৃঙ্খল কাকে বলে?
উঃ যে খাদ্যশৃঙ্খল শক্তির প্রবাহকে ভিত্তি করে মৃতজীবী বিয়োজক স্তরেই আবদ্ধ থাকে তাকে মৃতজীবী খাদ্যশৃঙ্খল বলে।
- কার্বন চক্র কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় কার্বন মৌল কার্বন ডাই অক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে ও জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে কার্বনের সমতা বজায় রাখে তাকে কার্বন চক্র বলে।
- নাইট্রোজেন চক্র কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন জীবজগতে এবং জীবজগত থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে আবর্তিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলে।
- ফসফরাস চক্র কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় ফসফরাস মৌল পরিবেশ থকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে ফসফরাসের সমতা বজায় রাখে তাকে ফসফরাস চক্র বলে।
- অ্যামোনিফিকেশন কাকে বলে?
উঃ যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী ব্যাকটিরিয়া নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়ায় পরিণত করে তাকে অ্যামোনিফিকেশন বলে।
- সালফার চক্র কাকে বলে?
উঃ যে পদ্ধতিতে সালফার মৌল পরিবেশ থকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে সালফারের সমতা বজায় রাখে তাকে সালফার চক্র বলে।
- পরিবেশে সালফারের উপাদানগুলি কী কী?
উঃ হাইড্রোজেন সালফাইড ও সালফার ডাই অক্সাইড।
- জলচক্র কাকে বলে?
উঃ যে প্রাকৃতিক শক্তির বশে জল তার বিভিন্ন অবস্থায় শিলামণ্ডল, বারিমণ্ডল ও আবহমণ্ডলের মধ্যে ক্রমাগত অপরিহত অবস্থায় আবর্তিত হয়ে চলেছে, জলের সেই চক্রাকার আদান-প্রদান ব্যবস্থাকেই জলচক্র বলে।
- বায়োম কাকে বলে?
উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বায়োম বলে।
- বায়োজিওগ্রাফিক্যাল প্রসেসেস বইটি কার লেখা?
উঃ বিজ্ঞানী সিমন্স ১৯৮২ সালে বইটি লেখেন।
- জিওগ্রাফি অ্যান্ড ম্যান্স এনভার্নমেন্ট বইটি কার লেখা?
উঃ বিজ্ঞানী স্ট্র্যালার অ্যান্ড স্ট্র্যালার ১৯৭৬ সালে বইটি লেখেন।
- ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিস বইটি কার লেখা?
উঃ বিজ্ঞানী জিমারম্যান ১৯৫১ সালে বইটি লেখেন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here