Environmental Studies Questions Answers | পরিবেশ পরিচয় প্রশ্নোত্তর | Part-13

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Environmental Studies Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Environmental Studies Questions Answers | পরিবেশ পরিচয় প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Environmental Studies Questions Answers | পরিবেশ পরিচয় প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Environmental Studies Questions Answers | পরিবেশ পরিচয় প্রশ্নোত্তর

  1. অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে ও কী কী?

উত্তরঃ- ২টি, ১টি ধ্রুবতারা ২ সেক্সট্যান্ট ও সূর্যের অবস্থান থেকে।

  1. যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ হয় তাকে কী বলে?

উত্তরঃ- সেক্সট্যান্ট।

  1. সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে তাকে কী বলে?

উত্তরঃ- বিষ্ণুলম্ব। (২৩.৫° উত্তর- ২৩.৫° দক্ষিণ)

  1. দ্রাঘিমা রেখার অপর নাম কী?

উত্তরঃ- মধ্যরেখা

  1. মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে?

উত্তরঃ- যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ।

  1. মূল মধ্যরেখার মান কত?

উত্তরঃ- ০ডিগ্রী।

  1. পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোন কত?

উত্তরঃ- ৩৬০ডিগ্রী।

  1. প্রতি মিনিট দ্রাঘিমা এক ডিগ্রির কত অংশের সমান?

উত্তরঃ- ১/৬° অংশের।

  1. নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত?

উত্তরঃ- 0°

  1. ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত?

উত্তরঃ- ৪ মিনিট।

  1. জীব এবং পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়াকে কি বলে ?

উত্তরঃ- পরিস্থিতি বিজ্ঞান।

  1. পরিস্থিতি বিজ্ঞান প্রথম কে সংজ্ঞাবদ্ধ করেন ?

উত্তরঃ- বিজ্ঞানী হেকেল।

  1. পরিস্থিতিতন্ত্রে একটি জীব কীসের ভূমিকা পালন করে ?

উত্তরঃ- নিটচীর।

  1. যেসব সদৃশ জীব মুক্তভাবে আন্তসঙ্গম সম্পন্ন করে উর্বর সন্তান জন্ম সেইসব জীব কি গঠন করে ?

উত্তরঃ- প্রজাতি।

  1. মানুষের কার্যকলাপ দ্বারা রুপান্তরিত হওয়া পরিবেশকে কি বলে ?

উত্তরঃ- নৃতাত্ত্বিক পরিবেশ।

  1. নির্দিষ্ট একটি জায়গায় নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের হ্রস্বকালীন ধর্মকে একসঙ্গে কি বলা হয়।

উত্তরঃ- আবহাওয়া।

  1. বায়বীয় জীবগুলি কোথায় পাওয়া যায় ?

উত্তরঃ- বায়ুমণ্ডলে।

  1. পৃথিবীর জলভাগসম্পন্ন অঞ্চলকে কি বলে ?

উত্তরঃ- হাইড্রস্ফিয়ার বা জলমণ্ডল।

  1. ভুস্তরের জীব কোথায় পাওয়া যায় ?

উত্তরঃ- লিথস্ফিয়ার বা শিলামণ্ডল।

  1. জীবমণ্ডলের খাদ্য উৎপাদনের কেন্দ্রটি হল কি ?

উত্তরঃ- উৎপাদক।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।