50+ পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environmental Studies MCQ Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Environmental Studies MCQ Questions. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 50+ পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environmental Studies MCQ Questions Answers

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal

50+ পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environmental Studies MCQ Questions Answers

  1. সকল শক্তির মূল উৎস হলো-
    ( a ) সূর্য
    ( b ) পৃথিবী
    ( c ) সবুজ উদ্ভিদ
    ( d ) বিদ্যুৎশক্তি

উত্তর:- ( a ) সূর্য

  1. জমির উর্বরতা বাড়ানো যায়-
    ( a ) কীটনাশক প্রয়োগ করে
    ( b ) সার প্রয়োগ করে
    ( c ) শস্য চাষ করে
    ( d ) সেচের দ্বারা

উত্তর:- ( b ) সার প্রয়োগ করে

  1. 2011 সালে ভারতের মোট জনসংখ্যা ছিল–
    ( a ) 102 কোটি
    ( b ) 109 কোটি
    ( c ) 121.88 কোটি
    ( d ) 125 কোটি

উত্তর:- ( c ) 121.88 কোটি

  1. 2003 সালে ভারতের জনসংখ্যা মোট ছিল— ( a ) 100 কোটি
    ( b ) 106 কোটি
    ( c ) 110 কোটি প্রায়
    ( d ) 102 কোটি

উত্তর:- ( b ) 106 কোটি

  1. 1951 সালে ভারতের জনসংখ্যা ছিল প্রায়-
    ( a ) 33 কোটি
    ( b ) 36 কোটি
    ( c ) 35 কোটি
    ( d ) 40 কোটি

উত্তর:- ( b ) 36 কোটি

  1. পৃথিবার জনসংখ্যা বহন করার ক্ষমতা-
    ( a ) নির্দিষ্ট
    ( b ) অনির্দিষ্ট
    ( c ) অজানা
    ( d ) সবকটিই

উত্তর:- ( a ) নির্দিষ্ট

  1. বর্তমানে নগরায়ণ ও শিল্পায়ন হচ্ছে-
    ( a ) দ্রূত গতিতে
    ( b ) ধীর গতিতে
    ( c ) উভয়ই
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( a ) দ্রূত গতিতে

  1. চিনে জনসংখ্যার বাৎসরিক বৃদ্ধির হার ভারতের চেয়ে-
    ( a ) কম
    ( b ) বেশি
    ( c ) সমান
    ( d ) উপরের কোনোটিই নয়

উত্তর:- ( a ) কম

  1. বর্তমানে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার-
    ( a ) ক্রমবর্ধমান
    ( b ) ক্রমহ্রাসমান
    ( c ) সুস্থির
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( b ) ক্রমহ্রাসমান

  1. কলকাতা শহরে জমির পরিমাণ-
    ( a ) 20 বর্গফুটেরও কম
    ( b ) 16 বর্গফুটেরও কম
    ( c ) 5 বর্গফুটের কম
    ( d ) 8 বর্গফুটের কম

উত্তর:- ( a ) 20 বর্গফুটেরও কম

  1. চিনে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা—
    ( a ) 0.9%
    ( b ) 0.7%
    ( c ) 1%
    ( d ) 0.5%

উত্তর:- ( b ) 0.7%

  1. বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ হলো-
    ( a ) ভারত
    ( b ) পাকিস্তান
    ( c ) রাশিয়া
    ( d ) চিন

উত্তর:- ( d ) চিন

  1. 2002 সালে চিনের মোট জনসংখ্যা ছিল—
    ( a ) 1.280 বিলিয়ন
    ( b ) 1.6 বিলিয়ন
    ( c ) 1.4 বিলিয়ন
    ( d ) 2 বিলিয়ন

উত্তর:- ( a ) 1.280 বিলিয়ন

  1. ভারতে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার-
    ( a ) 1.2%
    ( b ) 1.7%
    ( c ) 1%
    ( d ) 2%

উত্তর:- ( b ) 1.7%

  1. 2002 সালে ভারতের মোট জনসংখ্যা ছিল—
    ( a ) 1.02 বিলিয়ন
    ( b ) 1.049 বিলিয়ন
    ( c ) 7.5 বিলিয়ন
    ( d ) 1.8 বিলিয়ন

উত্তর:- ( b ) 1.049 বিলিয়ন

  1. 2025 সালে ভারতের মোট জনসংখ্যা দাঁড়াবে—
    ( a ) 7 বিলিয়ন
    ( b ) 7.8 বিলিয়ন
    ( c ) 7.5 বিলিয়ন
    ( d ) 8 বিলিয়ন

উত্তর:- ( b ) 7.8 বিলিয়ন

  1. বর্তমানে প্রায় প্রতি 15 বছরে জনসংখ্যা বাড়ছে-
    ( a ) 2 বিলিয়ন করে
    ( b ) 1 বিলিয়ন করে
    ( c ) 3 বিলিয়ন করে
    ( d ) 1.5 বিলিয়ন করে

উত্তর:- ( b ) 1 বিলিয়ন করে

  1. পৃথিবীর মোট জনসংখ্যা প্রায়—
    ( a ) 650 কোটি
    ( b ) 600 কোটি
    ( c ) 550 কোটি
    ( d ) 700 কোটি

উত্তর:- ( a ) 650 কোটি

  1. পৃথিবীর মোট তুন্দ্রা অঞ্চল আছে—
    ( a ) 5%
    ( b ) 4%
    ( c ) 3%
    ( d ) 10%

উত্তর:- ( b ) 4%

  1. ভূপৃষ্ঠের মোট আয়তন-
    ( a ) 61 কোটি বর্গকিলোমিটার
    ( b ) 50 কোটি বর্গকিলোমিটার
    ( c ) 51 কোটি বর্গকিলোমিটার
    ( d ) 71 কোটি বর্গকিলোমিটার

উত্তর:- ( c ) 51 কোটি বর্গকিলোমিটার

  1. মানুষের বাস্তুভূমি মূলত—
    ( a ) জলমণ্ডল
    ( b ) বায়ুমণ্ডল
    ( c ) স্থলমণ্ডল
    ( d ) জীবমণ্ডল

উত্তর:- ( c ) স্থলমণ্ডল

  1. জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে—
    ( a ) প্রত্যক্ষভাবে
    ( b ) পরোক্ষভাবে
    ( c ) উভয়ভাবে
    ( d ) কোনোভাবেই নয়

উত্তর:- ( a ) প্রত্যক্ষভাবে

  1. জীবজগতে মানুষের স্থান—
    ( a ) সর্বনিম্ন
    ( b ) সর্বোচ্চ
    ( c ) মধ্যম
    ( d ) কোনোটিও নয়

উত্তর:- ( b ) সর্বোচ্চ

  1. পৃথিবীতে আধুনিক মানুষ এসেছে আনুমানিক—
    ( a ) 50 হাজার বছর আগে
    ( b ) 1 লক্ষ বছর আগে
    ( c ) 2 লক্ষ বছর আগে
    ( d ) 3 লক্ষ বছর আগে

উত্তর:- ( b ) 1 লক্ষ বছর আগে

  1. পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছিল প্রায়—
    ( a ) 10 লক্ষ বছর আগে
    ( b ) 20 লক্ষ বছর আগে
    ( c ) 30 লক্ষ বছর আগে
    ( d ) 5 লক্ষ বছর আগে

উত্তর:- ( b ) 20 লক্ষ বছর আগে

  1. পৃথিবীতে প্রাণের উদ্ভব হয় প্রায়—
    ( a ) 460 কোটি বছর আগে
    ( b ) 500 কোটি বছর আগে
    ( c ) 400 কোটি বছর আগে
    ( d ) 360 কোটি বছর আগে

উত্তর:- ( d ) 360 কোটি বছর আগে

  1. পৃথিবী প্রাণহীন ছিল প্রায়—
    ( a ) 50 কোটি বছর
    ( b ) 100 কোটি বছর
    ( c ) 150 কোটি বছর
    ( d ) 200 কোটি বছর

উত্তর:- ( b ) 100 কোটি বছর

  1. পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায়—
    ( a ) 460 কোটি বছর আগে
    ( b ) 500 কোটি বছর আগে
    ( c ) 400 কোটি বছর আগে
    ( d ) 360 কোটি বছর আগে

উত্তর:- ( a ) 460 কোটি বছর আগে

  1. সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল—
    ( a ) কঠিন
    ( b ) তরল
    ( c ) গ্যাস পিণ্ড
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( c ) গ্যাস পিণ্ড

  1. সৌরজগতের শ্রেষ্ঠ গ্রহটি হলো—
    ( a ) মঙ্গল
    ( b ) বুধ
    ( c ) পৃথিবী
    ( d ) শুক্র

উত্তর:- ( c ) পৃথিবী

  1. সোলার হিটারে জলের তাপমাত্রা বাড়ানো যায়—
    ( a ) 30°C – 40°C পর্যন্ত
    ( b ) 10°C – 20°C পর্যন্ত
    ( c ) 25°C – 35°C পর্যন্ত
    ( d ) 60°C – 70°C পর্যন্ত

উত্তর:- ( d ) 60°C – 70°C পর্যন্ত

  1. পশ্চিমবঙ্গে আর্সেনিক সমস্যা দেখা যায়—
    ( a ) 90 টি ব্লকে
    ( b ) 100 টি ব্লকে
    ( c ) 44 টি ব্লকে
    ( d ) 82 টি ব্লকে

উত্তর:- ( c ) 44 টি ব্লকে

  1. পশ্চিমবঙ্গে প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব –
    ( a ) 933 জন
    ( b ) 904 জন
    ( c ) 950 জন
    ( d ) 910 জন

উত্তর:- ( b ) 904 জন

  1. ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য হলো—
    ( a ) কেরালা
    ( b ) পশ্চিমবঙ্গ
    ( c ) উত্তরপ্রদেশ
    ( d ) অরুণাচলপ্রদেশ

উত্তর:- ( b ) পশ্চিমবঙ্গ

  1. পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ—
    ( a ) 10 শতাংশ
    ( b ) 20 শতাংশ
    ( c ) 25 শতাংশ
    ( d ) 16 শতাংশ

উত্তর:- ( d ) 16 শতাংশ

  1. থর মরুভূমি অবস্থিত—
    ( a ) উত্তরপ্রদেশে
    ( b ) হরিয়ানায়
    ( c ) রাজস্থানে
    ( d ) বিহারে

উত্তর:- ( c ) রাজস্থানে

  1. পৃথিবীর খনিজভাণ্ডার-
    ( a ) অনির্দিষ্ট
    ( b ) নির্দিষ্ট
    ( c ) পুনর্ব্যবহারযোগ্য
    ( d ) সবকটিই

উত্তর:- ( b ) নির্দিষ্ট

  1. ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত –
    ( a ) বিহারে
    ( b ) গুজরাটে A4
    ( c ) অসমে
    ( d ) পশ্চিমবঙ্গে

উত্তর:- ( b ) গুজরাটে

  1. কয়লা থেকে কোন্‌টি পাওয়া যায় না—
    ( a ) কোক
    ( b ) আলকাতরা
    ( c ) গ্লিসারিন
    ( d ) স্যাকারিন

উত্তর:- ( c ) গ্লিসারিন

  1. কোন্‌টি তেজস্ক্রিয় আকরিক নয়—
    ( a ) ইউরেনিয়াম
    ( b ) প্লুটোনিয়াম
    ( c ) থোরিয়াম
    ( d ) অ্যালুমিনিয়াম

উত্তর:- ( d ) অ্যালুমিনিয়াম

  1. ভারতের প্রথম লোহা কারখানা গড়ে উঠেছিল—
    ( a ) বোকারোতে
    ( b ) দুর্গাপুরে
    ( c ) জামশেদপুরে
    ( d ) রাউরকেল্লাতে

উত্তর:- ( c ) জামশেদপুরে

  1. বর্তমানে একই জমিতে ফসল উৎপন্ন হয় বছরে—
    ( a ) 1 বার
    ( b ) 2/3 বার
    ( c ) 4 বার
    ( d ) 5/6 বার

উত্তর:- ( b ) 2/3 বার

  1. আমাদের দেশি জাতের প্রাণী সম্পদের রোগবালাই—
    ( a ) বেশি
    ( b ) কম
    ( c ) একই
    ( d ) সবকটিই

উত্তর:- ( b ) কম

  1. বর্তমানে আমাদের দেশে দুধ ও মাংসের উৎপাদন—
    ( a ) বেড়েছে
    ( b ) কমেছে
    ( c ) একই আছে
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( a ) বেড়েছে

  1. মাটিতে বসবাসকারী কেঁচোর শরীরে বিষের পরিমাণ—
    ( a ) 9/10 PPM
    ( b ) 15/16 PPM
    ( c ) 5/6 PPM
    ( d ) 20/21 PPM

উত্তর:- ( a ) 9/10 PPM

  1. ভারতের অর্থনীতির মূল ভিত্তি হলো-
    ( a ) শিল্প
    ( b ) কৃষি
    ( c ) পর্যটন
    ( d ) খনিজ আকরিক

উত্তর:- ( b ) কৃষি

  1. ভারত একটি-
    ( a ) শীতপ্রধান দেশ
    ( b ) গ্রীষ্মপ্রধান দেশ
    ( c ) উভয়ই
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( b ) গ্রীষ্মপ্রধান দেশ

  1. সৌর শক্তি—
    ( a ) পুনর্ব্যবহাযোগ্য
    ( b ) পুনর্ব্যাবহারযোগ্য নয়
    ( c ) উভয়ই
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( a ) পুনর্ব্যবহাযোগ্য

  1. পৃথিবীর গড় তাপমাত্রা—
    ( a ) 20°C
    ( b ) 35°C
    ( c ) 25°C
    ( d ) 15°C

উত্তর:- ( d ) 15°C

  1. সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় প্রচুর পরিমাণে থাকে—
    ( a ) অক্সিজেন গ্যাস
    ( b ) মিথেন গ্যাস
    ( c ) হাইড্রোজেন গ্যাস বা ডয়টেরিয়াম
    ( d ) কার্বন ডাইঅক্সাইড

উত্তর:- ( c ) হাইড্রোজেন গ্যাস বা ডয়টেরিয়াম

  1. সমুদ্রের জলে বিপুল পরিমাণ লুকায়িত আছে—
    ( a ) আলোকশক্তি
    ( b ) বিদ্যুৎশক্তি
    ( c ) তাপশক্তি
    ( d ) রাসায়নিক শক্তি

উত্তর:- ( c ) তাপশক্তি

  1. গোবর গ্যাস প্ল্যান্টে উৎপন্ন গ্যাসটি হলো— ( a ) ইথেন
    ( b ) মিথেন
    ( c ) প্রোপেন
    ( d ) বিউটেন

উত্তর:- ( b ) মিথেন

  1. সৌরচুল্লির সাহায্যে তাপমাত্রা বাড়ানো যায়—
    ( a ) 1000°C পর্যন্ত
    ( b ) 2000°C পর্যন্ত
    ( c ) 1500°C পর্যন্ত
    ( d ) 500°C পর্যন্ত

উত্তর:- ( b ) 2000°C পর্যন্ত

  1. কোন্‌টি অচিরাচরিত শক্তি উৎস নয়?
    ( a ) সৌরশক্তি
    ( b ) বায়ুশক্তি
    ( c ) পারমাণবিক শক্তি
    ( d ) জোয়ার-ভাটা শক্তি

উত্তর:- ( c ) পারমাণবিক শক্তি

  1. কোন্‌টি চিরাচরিত শক্তি উৎস নয়?
    ( a ) জীবাশ্ম জ্বালানি
    ( b ) কয়লা
    ( c ) সৌরশক্তি
    ( d ) জলবিদ্যুৎ

উত্তর:- ( c ) সৌরশক্তি

  1. গ্যাসীয় জ্বালানি হলো-
    ( a ) ইউরেনিয়াম
    ( c ) কয়লা
    ( b ) তরল হাইড্রোজেন
    ( d ) পেট্রোলিয়াম গ্যাস

উত্তর:- ( d ) পেট্রোলিয়াম গ্যাস

  1. কঠিন জ্বালানি হলো-
    ( a ) ডিজেল
    ( b ) মিথেন
    ( c ) রান্নার গ্যাস
    ( d ) কয়লা

উত্তর:- ( d ) কয়লা

  1. শক্তির প্রয়োজন হয়—
    ( a ) যে-কোনো কাজ করতে
    ( b ) ক্ষমতার জন্য
    ( c ) সংকট মেটানোর জন্য
    ( d ) পরিবেশ রক্ষার জন্য

উত্তর:- ( a ) যে-কোনো কাজ করতে

  1. শস্য রক্ষা করা যায়—
    ( a ) কীটনাশক প্রয়োগ করে
    ( b ) সার প্রয়োগ করে
    ( c ) উপরের দুটিই
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( a ) কীটনাশক প্রয়োগ করে

  1. ভূপৃষ্ঠের মোট আয়তন-
    ( a ) 61 কোটি বর্গকিলোমিটার
    ( b ) 50 কোটি বর্গকিলোমিটার
    ( c ) 51 কোটি বর্গকিলোমিটার
    ( d ) 71 কোটি বর্গকিলোমিটার

উত্তর:- ( c ) 51 কোটি বর্গকিলোমিটার

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।