Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Environmental studies best questions and answers set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর (Environmental studies best questions and answers) প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর (Environmental studies best questions and answers) set. নিচে questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই questions and answers set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর (Environmental studies best questions and answers):
- EIA এর পুরাে অর্থ কি ?
উওরঃ- Environmental Impact Assessment
- সৌরপাতন কি ?
উওরঃ- সৌরশক্তি দ্বারা বিশুদ্ধ জল উৎপাদন ব্যবস্থাকে সৌরপাতন বলে।
- DEFWI এর পুরাে অর্থ কি ?
উওরঃ- Department of Environment, Forest and Wildlife of India
- NEERI এর পুরাে অর্থ কি ?
উওরঃ- National Environmental Engineering Research Institute
- শব্দদূষণ পরিমাপের একক কি ?
উওরঃ- ডেসিবেল।
- CPCB এর পুরাে অর্থ কি ?
উওরঃ- Central Pollution Control Board
- ‘Our Synthetic Environment’ গ্রন্থটি কে রচনা করেন ?
উওরঃ- মুরে বুকচিন।
- ‘The Population Bomb’ গ্রন্থটি কে রচনা করেন ?
উওরঃ- পল এহর্লিক
- পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য কোনটি ?
উওরঃ- আমাজন বৃষ্টি অরণ্য
- কত সালে, কোথায় ব্লু ওযেভ ফাউন্ডেশন গড়ে ওঠে ?
উওরঃ- ১৯৮৯ সালে, ব্রাজিলে।
- কত সালে ‘গ্রেট লন্ডন স্মগ’ ঘটেছিল ?
উওরঃ- ১৯৫২ সালে।
- কত সালে, কোথায় রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উওরঃ- ১৯৭২ সালে, স্টকহােমে।
- কত সালে চেরনােবিল দুর্ঘটনা ঘটেছিল ?
উওরঃ- ১৯৮৬ সালে।
- কত সালে রাষ্ট্রসংঘ ‘অ্যাজেন্ডা-২১’ পরিকল্পনা গ্রহণ করে ?
উওরঃ- ১৯৯২ সালে
- UNFCCC এর পুরাে অর্থ কি ?
উওরঃ- United Nations Framework Convention on Climate Change.
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর Part-4- Click Here