পরিবেশ বিজ্ঞান প্রশ্নোত্তর | Environmental Science Quiz

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Environmental Science Quiz. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environmental Science Quiz ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environmental Science Quiz || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environmental Science Quiz



  1. ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ- 28 ফেব্রুয়ারি

  1. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ- 5 জুন

  1. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ- 11 জুলাই

  1. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ- 7 এপ্রিল

  1. বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ- 3 অক্টোবর

  1. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ- 21 মাৰ্চ

  1. বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ- 22 মাৰ্চ

  1. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ- 22 এপ্রিল

  1. পারদ (Hg) দূষণের ফলে কী রোগ হয় ?

উত্তরঃ- মিনামাটা, স্নায়ুতন্ত্র ও কিডনির রোগ, পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস, উদারাময়

  1. ক্যাডমিয়াম (cd) দূষণের ফলে কী রোগ হয় ?

উত্তরঃ- ইটাই – ইটাই, লিভার ও কিডনির রোগ, রক্তচাপ বৃদ্ধি, রক্তাল্পতা, ফুসফুসে জ্বালা

  1. আর্সেনিক (As) দূষণের ফলে কী রোগ হয় ?

উত্তরঃ- ব্ল্যাকফুট ডিজিজ, লিভারের সিরোসিস, ফুসফুস ও মুত্রনালীতে ক্যানসার

  1. ম্যাঙ্গানিজ (Mn) দূষণের ফলে কী রোগ হয় ?

উত্তরঃ- স্নায়ুরোগ

  1. লেড (Pb) দূষণের ফলে কী রোগ হয় ?

উত্তরঃ- ক্ষুধামান্দ্য, বমিভাব, কোষ্ঠকাঠিন্য, রক্তাল্পতা

  1. কোবাল্ট (Co) দূষণের ফলে কী রোগ হয় ?

উত্তরঃ- ডায়ারিয়া, রক্তচাপ হ্রাস, হাড়ের বৃদ্ধি

  1. ধোঁয়াশা কী ?

উত্তরঃ- ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ

  1. বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস কী ?

উত্তরঃ- কার্বন ডাই অক্সাইড

  1. কয়েকটি গ্রীনহাউস গ্যাসের নাম লেখ।

উত্তরঃ- কার্বন ডাই অক্সাইড, মিথেন, নইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লুরোকার্বন (CFC).

  1. ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কী ?

উত্তরঃ- ক্লোরোফ্লুরোকার্বন (CFC)

  1. বিভিন্ন বায়ু দূষক গুলির নাম লেখো।

উত্তরঃ- কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন (CFC), নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, ধূলো, ছাই, ইত্যাদি।

  1. অ্যাসিড বৃষ্টির প্রধান কারন কী ?

উত্তরঃ- জীবাশ্ম জ্বালানির দহনের ফলে নির্গত SO2 ও NO2

  1. ভূপালের যে কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটেছিল (2 ডিসেম্বর 1984), সেটির নাম কী ?

উত্তরঃ- ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড

  1. ভূপাল গ্যাস দুর্ঘটনায়, কারখানা থেকে কী গ্যাস নির্গত হয় ?

উত্তরঃ- মিথাইল আইসোসায়ানেট

  1. চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন কে ?

উত্তরঃ- সুন্দরলাল বহুগুনা

  1. চিপকো আন্দোলনের মুল দাবী কি ছিল ?

উত্তরঃ- অরণ্য সংরক্ষণের দাবী

  1. চিপকো শব্দের অর্থ কি ?

উত্তরঃ- জড়িয়ে ধরা

  1. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান মুখপাত্র কে ছিলেন ?

উত্তরঃ- মেধা পাটকার ও বাবা আমতে

  1. বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ?

উত্তরঃ- প্রতি লিটার জলে ০.০১ মিলিগ্রা

  1. মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কত ?

উত্তরঃ- প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম

  1. IUCN এর পুরো নাম কি ?

উত্তরঃ- International Union for Conservation of Nature

  1. শব্দের তীব্রতা মাপার একক কি ?

উত্তরঃ- ডেসিবল

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।