Environmental Science Questions Answers in Bengali | Part-38

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Environmental Science Question Answer in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Environmental Science Question Answer in Bengali ||. এই Environmental Science Question Answer in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Environmental Science Question Answer in Bengali

  1. ব্যাকটিরিয়া জনিত দুটি রোগের নাম লেখ।

উওরঃ- কলেরা, আন্ত্রিক।

  1. প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম লেখ।

উওরঃ- আমাশয়, ম্যালেরিয়া।

  1. ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখ।

উওরঃ- জলবসন্ত, পীতজ্বর।

  1. দরিদ্র জনগণের মধ্যে কোন কোন রোগের প্রকোপ বেশি?

উওরঃ- কলেরা, হেপাটাইটিস, কুষ্ঠ, ম্যালেরিয়া, টাইফ্রয়েড ইত্যাদি।

  1. পরিবেশ আইন কাকে বলে?

উওরঃ- পরিবেশ সংক্রান্ত যে আইনের মাধ্যমে পরিবেশকে সুরক্ষা করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তাকে পরিবেশ আইন বলে।

  1. জলদূষণ নিবারণ আইনের দুটি উদ্দেশ্য লেখ।



উওরঃ- জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা ও জলের গুণগত মান বজায় রাখা।

  1. সেস-এর আওতাভুক্ত দুটি শিল্পের উল্লেখ কর।

উওরঃ- সিমেন্ট শিল্প, কাগজ শিল্প।

  1. ভূমিদূষণ নিবারণের উদ্দেশ্যে প্রণীত দুটি আইন লেখ।

উওরঃ- কীটনাশক আইন ১৯৬৮, বিস্ফোরক দ্রব্য আইন – ১৯৮৪।

  1. Silent Zone কাকে বলে?

উওরঃ- হসপিটাল, শিক্ষাকেন্দ্র এবং আদালতের ১০০ মিটারের মধ্যের এলাকাকে সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চল বলে। এই অঞ্চলে গাড়ীর হর্ণ, মাইক বাজানো ও বাজি ফাটানো যায় না।

  1. ফুড পয়েজনিং কিসের দ্বারা ঘটে?

উওরঃ- এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দূষিত ও বাসী খাবার খেলে এটি বেশি হয়।

  1. দুটি প্রটোজোয়া ঘটিত রোগের নাম লেখ?

উওরঃ- ম্যালেরিয়া, আমাশয় প্রভৃতি।

  1. এনডেমিক অবস্থা ও মহামারী কাকে বলে?

উওরঃ- প্রকৃতিতে বেশিরভাগ রোগই একটি নির্দিষ্ট সংখ্যক পোষক প্রাণীর মধ্যে সবসময় অবস্থান করে। কিছু সংখ্যক প্রাণীর মধ্যে রোগের উপস্থিতিকে এনডেমিক অবস্থা বলে।

  1. DDT এর পুরো নাম কী?

উওরঃ- ডাই ক্লোরো ডাই ফিনাইল ট্রাইক্লোরো ইথেন।

  1. দূষিত পানীয় জল দ্বারা কি কি রোগের বিস্তার ঘটে?

উওরঃ- টাইফয়েড, কলেরা, আন্ত্রিক প্রভৃতি।

  1. সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান পদ্ধতিগুলি কী কী?

উওরঃ- পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যশিক্ষা, টীকা প্রদান এবং মল ও বিভিন্ন বর্জ্যপদার্থের যথাযথ নিষ্কাশন।

  1. পাখীর দ্বারা সংক্রামিত হয় এমন ভাইরাসের নাম কী?

উওরঃ- আর্বোভাইরাস।

  1. মৃত্তিকায় বিস্তারলাভ ঘটে এমন রোগজীবানুর নাম কী?

উওরঃ- টিটেনাশ, অ্যানথ্রাক্স প্রভৃতি।

  1. ভেক্টর কাকে বলে?

উওরঃ- যখন কোন প্রাণী কোন রোগজীবাণু বহন করে তখন তাকে ভেক্টর বলে।

  1. দুটি বায়ুবাহিত রোগের নাম লেখ।

উওরঃ- জলবসন্ত, ইলফ্লুয়েঞ্জা প্রভৃতি।

  1. উকুন দ্বারা যে রোগের বিস্তার ঘটে তার নাম কী?

উওরঃ- এপিডেমিক টাইফাস।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।