পরিবেশ ও মানব স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environment and human health Questions Answers

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Environment and human health Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশ ও মানব স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environment and human health Questions Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পরিবেশ ও মানব স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environment and human health Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পরিবেশ ও মানব স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Environment and human health Questions Answers

  1. ব্যাকটিরিয়া জনিত দুটি রোগের নাম লেখ।

উওরঃ- কলেরা, আন্ত্রিক।

  1. প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম লেখ।

উওরঃ- আমাশয়, ম্যালেরিয়া।

  1. ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখ।

উওরঃ- জলবসন্ত, পীতজ্বর।

  1. দরিদ্র জনগণের মধ্যে কোন কোন রোগের প্রকোপ বেশি?

উওরঃ- কলেরা, হেপাটাইটিস, কুষ্ঠ, ম্যালেরিয়া, টাইফ্রয়েড ইত্যাদি।

  1. পরিবেশ আইন কাকে বলে?

উওরঃ- পরিবেশ সংক্রান্ত যে আইনের মাধ্যমে পরিবেশকে সুরক্ষা করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তাকে পরিবেশ আইন বলে।

  1. জলদূষণ নিবারণ আইনের দুটি উদ্দেশ্য লেখ।

উওরঃ- জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা ও জলের গুণগত মান বজায় রাখা।

  1. সেস-এর আওতাভুক্ত দুটি শিল্পের উল্লেখ কর।

উওরঃ- সিমেন্ট শিল্প, কাগজ শিল্প।

  1. ভূমিদূষণ নিবারণের উদ্দেশ্যে প্রণীত দুটি আইন লেখ।

উওরঃ- কীটনাশক আইন ১৯৬৮, বিস্ফোরক দ্রব্য আইন – ১৯৮৪।

  1. Silent Zone কাকে বলে?

উওরঃ- হসপিটাল, শিক্ষাকেন্দ্র এবং আদালতের ১০০ মিটারের মধ্যের এলাকাকে সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চল বলে। এই অঞ্চলে গাড়ীর হর্ণ, মাইক বাজানো ও বাজি ফাটানো যায় না।

  1. ফুড পয়েজনিং কিসের দ্বারা ঘটে?

উওরঃ- এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দূষিত ও বাসী খাবার খেলে এটি বেশি হয়।

  1. দুটি প্রটোজোয়া ঘটিত রোগের নাম লেখ?

উওরঃ- ম্যালেরিয়া, আমাশয় প্রভৃতি।

  1. এনডেমিক অবস্থা ও মহামারী কাকে বলে?

উওরঃ- প্রকৃতিতে বেশিরভাগ রোগই একটি নির্দিষ্ট সংখ্যক পোষক প্রাণীর মধ্যে সবসময় অবস্থান করে। কিছু সংখ্যক প্রাণীর মধ্যে রোগের উপস্থিতিকে এনডেমিক অবস্থা বলে।

  1. DDT এর পুরো নাম কী?

উওরঃ- ডাই ক্লোরো ডাই ফিনাইল ট্রাইক্লোরো ইথেন।

  1. দূষিত পানীয় জল দ্বারা কি কি রোগের বিস্তার ঘটে?

উওরঃ- টাইফয়েড, কলেরা, আন্ত্রিক প্রভৃতি।

  1. সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান পদ্ধতিগুলি কী কী?

উওরঃ- পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যশিক্ষা, টীকা প্রদান এবং মল ও বিভিন্ন বর্জ্যপদার্থের যথাযথ নিষ্কাশন।

  1. পাখীর দ্বারা সংক্রামিত হয় এমন ভাইরাসের নাম কী?

উওরঃ- আর্বোভাইরাস।

  1. মৃত্তিকায় বিস্তারলাভ ঘটে এমন রোগজীবানুর নাম কী?

উওরঃ- টিটেনাশ, অ্যানথ্রাক্স প্রভৃতি।

  1. ভেক্টর কাকে বলে?

উওরঃ- যখন কোন প্রাণী কোন রোগজীবাণু বহন করে তখন তাকে ভেক্টর বলে।

  1. দুটি বায়ুবাহিত রোগের নাম লেখ।

উওরঃ- জলবসন্ত, ইলফ্লুয়েঞ্জা প্রভৃতি।

  1. উকুন দ্বারা যে রোগের বিস্তার ঘটে তার নাম কী?

উওরঃ- এপিডেমিক টাইফাস।

  1. কোন মাছি কালাজ্বরের বিস্তার ঘটায়?

উওরঃ- স্যাণ্ড ফ্লাই।

  1. বায়ুবাহিত রোগ নিয়ন্ত্রণের সহজ পথ কী?

উওরঃ- ভীড় বা জমায়েত পরিহার করা ও হাসপাতাল ও নার্সিংহোমগুলি ভালমত নির্জীব করা।

  1. কোন কোন রোগ প্রতিরোধে টীকা প্রদান করা হয়?

উওরঃ- ডিপথেরিয়া, পোলিওমাইলিটিস, টিটেনাস, হুপিং কাশি প্রভৃতি।

  1. মানুষের দেহে পরোক্ষ ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে সঞ্চার করা হয়?

উওরঃ- ইম্যুনোগ্লোবুলিন ইঞ্জেক্সন করে।

  1. ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবানুর নাম কী?

উওরঃ- প্লাসমোডিয়াম ভ্যাইভ্যাক্স।

  1. ম্যালেরিয়া রোগ প্রতিরোধে কোন ঔষুধ প্রয়োগ করা হয়?

উওরঃ- ক্লোরোকুইন, প্যারাকুইন, ম্যালাকুইন প্রভৃতি।

  1. মশার লার্ভা ভক্ষণকারী মাছের নাম কী?

উওরঃ- গাম্বুসিয়া, তেলাপিয়া প্রভৃতি।

  1. যক্ষা রোগের পরজীবীর নাম কী?

উওরঃ- মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্যুলোসিস।

  1. কোন ধরণের শ্রমিকদের ত্বকের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি?

উওরঃ- কোক তৈরীর কারখানা ও তৈল শোধনাগারে কর্মরত শ্রমিকদের।

  1. কলেরা রোগের পরজীবীর নাম কী?

উওরঃ- ভিব্রিও কলেরি।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।