Energy Resources Questions Answers in Bengali || শক্তিসম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Energy Resources Questions Answers in Bengali || শক্তিসম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Energy Resources Questions Answers in Bengali শক্তিসম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Energy Resources Important Questions Answers Bengali || শক্তিসম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Energy Resources Questions Answers in Bengali || শক্তিসম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. শক্তি সম্পদ কাকে বলে ?

উত্তরঃ- যেসব সম্পদ শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, সেগুলিকে শক্তি সম্পদ বলে।

  1. শক্তির প্রচলিত উৎস কাকে বলে ?

উত্তরঃ- যে উৎসগুলি থেকে বহুদিন ধরে শক্তি উৎপাদন করা হচ্ছে অথবা শক্তি উৎপাদনে যে উৎসগুলি বেশি পরিমাণে ব্যবহৃত হয়, সেগুলিকে শক্তির প্রচলিত উৎস বলে।

  1. জৈব শক্তি কাকে বলে ?

উত্তরঃ- মানুষ, জীবজন্তু, উদ্ভিদ প্রভৃতি জৈব উৎস থেকে প্রাপ্ত শক্তিসমূহকে জৈব শক্তি বলে।

  1. অজৈব শক্তি কাকে বলে ?

উত্তরঃ- কয়লা, খনিজ তেল, নদীস্রোত, সৌর বিকিরণ প্রভৃতি অজৈব উৎস থেকে প্রাপ্ত শক্তিকে অজৈব শক্তি বা জড় শক্তি বলে।

  1. স্থায়িত্ব অনুসারে শক্তি সম্পদের শ্রেণিবিভাগ করো। স্থায়িত্ব অনুসারে শক্তি সম্পদকে দু-ভাগে ভাগ করা যায়। যথা –

(i) গচ্ছিত বা ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ

(ii) প্রবহমান বা অফুরন্ত শক্তি সম্পদ

  1. গচ্ছিত বা ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ কাকে বলে ?

উত্তরঃ- শক্তির যেসব উৎসের সঞ্চয় পৃথিবীতে সীমিত এবং ক্রমাগত ব্যবহারের ফলে যেগুলি নিঃশেষিত হয়, সেগুলিকে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ বলে।

  1. প্রবহমান বা অফুরন্ত শক্তি সম্পদ কাকে বলে ?

উত্তরঃ- শক্তির যেসব উৎসগুলি যথেচ্ছ ব্যবহারের ফলেও নিঃশেষিত হয় না, সেগুলিকে প্রবহমান বা অফুরন্ত শক্তি সম্পদ বলে।

  1. কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলে কেন ?

উত্তরঃ- পৃথিবীর প্রাচীনতম বনভূমি শিলাস্তরের মধ্যে চাপা পড়ে কালক্রমে সেগুলি ভূগর্ভের তাপে ও শিলাস্তরের চাপে কয়লায় পরিণত হওয়ায় একে জীবাশ্ম জ্বালানি বলে।

  1. কয়লার প্রধান উপাদান কী ?

উত্তরঃ- কয়লার প্রধান উপাদান কার্বন বা অঙ্গার।

  1. কয়লা সৃষ্টির কোন পর্যায়ে গ্রাফাইট গঠিত হয় ?

উত্তরঃ- কয়লা সৃষ্টির শেষ পর্যায়ে গ্রাফাইট গঠিত হয়।

  1. কয়লাকে কালো হিরে বলে কেন ?

উত্তরঃ- মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কয়লা ও কয়লার উপজাত দ্রব্যের চাহিদা ও ব্যবহার বহু পরিমাণে বৃদ্ধি পাওয়ায় কয়লাকে কালো হিরে বলে।

  1. চিনের বৃহত্তম কয়লা ক্ষেত্রটির নাম কী ?

উত্তরঃ- সানসি চিনের বৃহত্তম কয়লা ক্ষেত্র।

  1. ভারতের বৃহত্তম কয়লাক্ষেত্র কোনটি ?

উত্তরঃ- দামোদর উপত্যকা ভারতের বৃহত্তম কয়লাক্ষেত্র।

  1. পৃথিবীর প্রথম খনিজ তেল কোথায় উত্তোলিত হয় ?

উত্তরঃ- পৃথিবীর প্রথম খনিজ তেল উত্তোলিত হয় ১৮৫৯ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার কাছে টিটমভিলে।

  1. গঠন ও প্রকৃতি অনুসারে খনিজ তেলকে কী কী ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ- গঠন ও প্রকৃতি অনুসারে খনিজ তেলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা— (১) প্যারাফিন মিশ্রিত খনিজ তেল, (২) অ্যাসফাল্ট মিশ্রিত খনিজ তেল, (৩) মিশ্র খনিজ তেল।

প্রশ্ন ১৬। সমুদ্রগর্ভে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেলের খনি কোন্‌টি ?

উত্তরঃ- সমুদ্রগর্ভে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেলের খনিটি হল সৌদি আরবের সাফানিয়া।

প্রশ্ন ১৭। OPEC কথাটির পূর্ণ বয়ানটি কী ?

উত্তরঃ- OPEC কথাটির পূর্ণ বায়ানটি হল— Organisation of Petroleum exporting countries.

প্রশ্ন ১৮। CNG কথাটির পূর্ণ বয়ানটি কী ?

উত্তরঃ- CNG কথাটির পূর্ণ বয়ানটি হল— Compressed Natural gas.

প্রশ্ন ১৯। খনিজ তেলকে শিলাতেল বলে কেন ?

উত্তরঃ- খনিজ তেল মূলত পাললিক শিলাস্তরে অবস্থান করে বলে, একে শিলাতেল বলে।

প্রশ্ন ২০। ‘পুল’ কী ?

উত্তরঃ- পাললিক শিলাস্তরে ভাঁজের ঊর্ধ্বভঙ্গে যেখানে খনিজ তেল অবস্থান করে, সেই স্থানকে ‘পুল’ বলে।

প্রশ্ন ২১। খনিজ তেলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপজাত দ্রব্যটির নাম কী ?

উত্তরঃ- খনিজ তেলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপজাত দ্রব্যটি হল ন্যাপথা।

প্রশ্ন ২২। ভারতের বৃহত্তম তৈলক্ষেত্রটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- মুম্বইয়ের ১২০ কিমি উত্তর-পশ্চিমে আরব সাগরের মহীসোপান অঞ্চলে ‘মুম্বাই হাই’ ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র।

  1. পারমাণবিক শক্তি কাকে বলে ?

উত্তরঃ- পদার্থের পরমাণু বিভাজন করে যে শক্তি উৎপাদন করা হয়, তাকে পারমাণবিক শক্তি বলে।

  1. পৃথিবীর সবচেয়ে বেশি ইউরেনিয়ামের সঞ্চয় কোন্ দেশে লক্ষ করা যায় ?

উত্তরঃ- অস্ট্রেলিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি ইউরেনিয়ামের সঞ্চয় লক্ষ করা যায়।

  1. শক্তির অপ্রচলিত উৎস কাকে বলে ?

উত্তরঃ- শক্তির যেসব উৎস পৃথিবীতে এখনও জনপ্রিয় নয় অর্থাৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে যেসব উৎস এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি, সেগুলিকে শক্তির অপ্রচলিত উৎস বলে।

  1. অপ্রচলিত শক্তিগুলির প্রধান সুবিধা কী ?

উত্তরঃ- অপ্রচলিত শক্তিগুলির প্রধান সুবিধা হল – যেহেতু এগুলি প্রবহমান সম্পদ, সেহেতু নিঃশেষিত হওয়ার সম্ভাবনা থাকে না।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।