গ্রিনহাউস গ্যাসের প্রভাব ও নিয়ন্ত্রণ || Effects and control of greenhouse gases ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Effects and control of greenhouse gases. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Effects and control of greenhouse gases. নিচে  Effects and control of greenhouse gases set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই গ্রিনহাউস গ্যাসের প্রভাব ও নিয়ন্ত্রণ || Effects and control of greenhouse gases || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

গ্রিনহাউস গ্যাসের প্রভাব ও নিয়ন্ত্রণ || Effects and control of greenhouse gases ||

বিভিন্ন জটিল সমস্যায় জর্জরিত পৃথিবীর অন্যতম প্রধান সমস্যা হল গ্রিনহাউস এফেক্ট। বায়ুমণ্ডলে প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি হল কার্বন ডাইঅক্লাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড এবং ওজোন গ্যাস।

প্রভাবঃ- বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে পৃথিবীর বুকে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে যে ধরনের পরিবর্তন দেখা যাবে, সেগুলি হল –

(১) পর্বতগাত্র ও মেরু অঞ্চলে বরফের গলনঃ- পৃথিবীর তাপ গ্রিনহাউস গ্যাসের প্রভাবে যদি ক্রমশ দ্রুত হারে বৃদ্ধি পায় তবে মেরু অঞ্চলে ও পর্বতগাত্রে বরফ অস্বাভাবিক হারে গলে যেতে থাকবে।

(২) সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধিঃ- পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাবে। এরফলে সমুদ্র উপকূলবর্তী নীচু স্থলভাগ অতিসত্ত্বর জলমগ্ন হবে।

(৩) আবহমণ্ডলের পরিবর্তনঃ- পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে ঝড়, বৃষ্টি, বন্যা ইত্যাদি বেশি পরিমাণে পরিলক্ষিত হবে।

(৪) কৃষিজমির হ্রাসঃ- সমুদ্র উপকূলবর্তী নীচু স্থলভাগ জলমগ্ন হলে একদিকে কৃষিজমির পরিমাণ হ্রাস পাবে, অন্যদিকে মাটিতে লবণতার পরিমাণ বৃদ্ধি পেলে ফসল উৎপাদন কমে যাবে।

(৫) জলজ বাস্তুতন্ত্রের বিনাশঃ- সমুদ্রজলের তাপমাত্রা বৃদ্ধি পেলে সামুদ্রিক বাস্তুতন্ত্র বিপর্যস্ত হবে এবং অসংখ্য জলজ উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি চিরতরে বিলুপ্ত হবে।

(৬) অরণ্য বিনাশঃ- পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে দাবানল সৃষ্টি হলে ব্যাপক অঞ্চল জুড়ে বনভূমির পরিমাণ হ্রাস পাবে।

(৭) মহামারির প্রাদুর্ভাবঃ- পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে একদিকে যেমন পানীয় জল দূষিত হবে, অন্যদিকে তেমনি ম্যালেরিয়া, কলেরা, প্লেগ প্রভৃতি সংক্রামক রোগ মহামারির মতো ছড়াবে।

গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমানোর উপায়ঃ-

পরিবেশ বিজ্ঞানীগণ গ্রিনহাউস প্রভাব কমানোর কতকগুলি উপায় সন্ধান করেছেন। যেমন-

(১) জীবাশ্ম জ্বালানি তথা কয়লা, খনিজ তেল প্রভৃতির কম ব্যবহার।

(২) অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি।

(৩) ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসের ব্যবহার নিয়ন্ত্রণ।

(৪) অরণ্য সংরক্ষণ ও বনসৃজন।

(৫) পেট্রোল ও ডিজেল-চালিত ইঞ্জিনের কম ব্যবহার।

(৬) ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিবর্তে বাস , ট্রাম ও ট্রেনে ভ্রমণ।

(৭) জনসাধারণকে গ্রিনহাউসের প্রভাব সম্পর্কে সচেতন করা।

(৮) স্থিতিশীল উন্নয়নের এজেন্ডা ২১ (Agenda 21) আইনকানুন প্রবর্তন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।