Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Ecology important questions answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশবিদ্যা যাবতীয় প্রশ্নোত্তর || Ecology important questions answers || Pdf. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পরিবেশবিদ্যা যাবতীয় প্রশ্নোত্তর || Ecology important questions answers || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
পরিবেশবিদ্যা যাবতীয় প্রশ্নোত্তর || Ecology important questions answers || pdf
❏ খনি এবং খনিজদ্রব্য আইন হয় ➨ 1947 সালে।
❏ ফ্যাক্টরি আইন এবং কলকারখানা সংক্রান্ত আইন হয় ➨ 1948 সালে।
❏ শিল্প আইন হয় ➨ 1951 সালে।
❏ বায়ু আইন হয় ➨1981 সালে।
❏ সুইডেনের স্টকহোেম শহরে রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন হয় ➨ 1972 সালের 5 থেকে 16 জুন।
❏ চিপকো আন্দোলন হয় ➨ 1973 সালে এপ্রিল মাসে।
❏ নেদারল্যাণ্ডের আমস্টারডাম পরিবেশ সুরক্ষার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীণ পিস তৈবি হয় ➨ 1971 সালে।
❏ IUCN স্থিতিশীল বা স্থায়ী উন্নয়নের তত্ত্ব বা Sustainable Development প্রকাশ করেন ➨ 1980 সালে।
❏ ইরানে অনুষ্ঠিত রামসর সম্মেলন হয় ➨ 1971 সালে।
❏ মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল ইউনিয়ন কার্বাইড কোম্পানিতে দূর্ঘটনা হয় ➨ 1984 সালে 2-3 ডিসেম্বর।
❏ ইউক্রেনের চেনােবিল শহরে পারমানবিক বিস্ফোরণ হয় ➨ 1986 সালে ১৪ এপ্রিল।
❏ BSI এবং ZSI ➨ Red data Book and Green Data Book প্রকাশ করে।
❏ ভারতীয় গাছের endengered sp সম্পর্কে প্রকাশিত Red Data Book এ প্রথম সংখ্যায় 235 টি এবং দ্বিতীয় সংখ্যায় 200 টি প্রজাতির নাম আছে।
❏ বর্তমানে ভারতে 441 টি অভয়ারণ্য আছে ➨ জলদাপাড়া, কাজিরাঙ্গা, ভরতপুর, দাচিগ্রাম ইত্যাদি।
❏ ভারতে মােট 40 টি জাতীয় পার্ক আছে। কানহা, করবেট উল্লেখযােগ্য জাতীয় পার্ক।
❏ ভারতে 17 টি প্রস্তাবিত বায়ােস্ফিয়ার রিজার্ভার আছে। তার মধ্যে নীলগিরি, নন্দাদেবী, মান্নার প্রণালী, মানস, সিমলীপাল, সুন্দরবন ইত্যাদি।
❏ পৃথিবীর উন্নতা বৃদ্ধির কারণে জলবায়ুর উপর যে প্রভাব পড়েছে তার জন্য সমুদ্র উপকূলে যে ঝঙ্কা দেখা যায় তাকে EL NIN0 বলে।
❏ EL NIN০ সর্বপ্রথম পেরুর উপকূলে ডিসেম্বর মাসে দেখা যায়।
❏ পরিবেশ ও বনমন্ত্রক সৃষ্টি হয় ➨ 1980 সালে।
❏ SSFPS ➨ এর পুরাে নাম সিংগ্রোলী সুপার ফরমাল পাওয়ার স্টেশন।
❏ গ্রীণ বেঞ্চ গঠিত হয় ➨ 1986 সালে।
❏ পরিবেশ ও বনমন্ত্রক গঠিত হয় ➨ 1980 সালে।
❏ MAB গঠিত হয় ➨ 1971 সালে।
❏ আন্তর্জাতিক স্তরে বিলুপ্ত প্রাণী সংরক্ষণের জন্য কাজ করে ➨ CITES
❏ IUCN এর কেন্দ্রীয় কার্যালয় সুইজারল্যাণ্ডের মার্গেস শহরে।
❏ TERT ➨ টাটা এনার্জি রিসার্চ ইনস্টিটিউট।
❏ NWMC ➨ ন্যাশানাল অয়েস্টল্যান্ড ম্যানেজমেন্ট কমিটি।
❏ SPCB ➨ স্টেট পলুউশান’কন্ট্রোল বাের্ড।
❏ NDDB ➨ ন্যাশানাল ডেয়ারী ডেভেলপমেন্ট বাের্ড।
❏ NEERI ➨ ন্যাশানাল এনভাইরনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সিটিউশান।
❏ BNHS ➨ বম্বে নেচারাল হিস্ট্রি সােসাইটি।
❏ ABE ➨ অ্যাডভাইসারি বাের্ড অন এনার্জি।
❏ WCED ➨ ওয়ার্ল্ড কমিশন অন এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট।
❏ UNEP ➨ ইউনাইটেড ন্যাশনস এনভাইরনমেন্টাল প্রােগ্রাম (মুখ্য কার্যালয় কেনিয়ার নাইরূবি শহরে)
❏ UNESCO ➨ ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশান। (মুখ্য কার্যালয় ফ্রান্সের প্যারিস শহরে)
❏ ICSU ➨ ইন্টারন্যাশানাল কাউন্সিল অফ সাইন্টিফিক ইউনিয়ন (এর মুখ্য কার্যালয় ফ্রান্সের প্যারিস শহরে)
❏ EPA ➨ এনভাইরনমেন্টাল প্রােটেকশান এজেন্সি।
❏ IBWL ➨ ইন্ডিয়ান বাের্ড ওফ ওয়াইল্ড লাইফ।
❏ G-8 ➨ হলাে উত্তরের আটটি উন্নত দেশের জোট।
❏ দি প্রােটেকশান অফ হিউম্যান রাইটস অ্যাক্ট ➨ 1993 সালে।
❏ 10 ডিসেম্বর ➨ মানব অধিকার দিবস।
❏ 1968 সাল ➨ মানব অধিকারের আন্তর্জাতিক বছর।
❏ হিউম্যান রাইটস ইন দ্যা মডার্ন ওয়াক্ত গ্রন্থ রচনা করেন হলাকোম্ব (1948) মস্কো অধিবেশন ➨ 1943 (মানব অধিকার)।
❏ ডামবারটন ওয়ার্কস সম্মেলন ➨ 1994 সালে।
❏ এইডস প্রতিরােধের উপায় নিরাপদ ও সংযত যৌন সংস্পর্শ, রক্ত প্রদান ও গ্রহণ বিষয়ে সতর্কতা, অপারেশন যন্ত্রপাতির ব্যবহারে সতর্কতা।
❏ গ্রীন হাউসের জনা সংঘটিত হয় দুটি রােগ ➨ রিফট ভ্যালি ভিলাব, আফ্রিকান সােয়াইন ফিবাব।
❏ AZI, DDI/A, DDC ➨ জাতীয় ওষুধ AIDS এর প্রশেপ কমিয়ে দেয়।
❏ ইয়েলােস্টোন ন্যাশনাল পার্ক ➨ পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান।
❏ মানুষের হাতে লুপ্ত প্রাণী ➨ চিতা, ডােডাে পাখি, হুইয়া পাখি, মােয়া পাখি।
❏ লুপ্তপ্রায় প্রাণী ➨ কৃষ্ণসার হরিণ, বন্য গাধা, কস্তুরী মৃগ, তুষার চিতা, বাঘ, একশৃঙ্গা গণ্ডার, কুমীর, ময়ূর, বড় বাজ।
❏ পরিবেশের সাথে সামস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী, সামগ্রিক মানব উন্নয়নকে স্থিতিশীল ও সহনশীল বা স্থায়ী উন্নয়ন বলে।
❏ 1972 ➨ চিপকো আন্দোলন।
❏ 1986 ➨ ধাক্কা অ্যাকশন প্ল্যান।
❏ 1974 ➨ সাইলেন্ট ভ্যালি আন্দোলন। (কুন্তি নদীতে জলবিদ্যুৎ উৎপাদন)
❏ 1984 এর 2-3 ডিসেম্বর ➨ ভূপাল গ্যাস দূটিনা।
❏ 1986 এর 26 এপ্রিল ➨ চেনোবিল বিপর্যয়।
❏ Ecology শব্দটির উৎপত্তি ➨ Oikos।
❏ Oikos নামক এক শব্দটির অর্থ হল ➨ বসতি।
❏ মনুষ্য প্রজাতির বিজ্ঞানসম্মত নাম ➨ হােমাে স্যাপিয়েন্স স্যাপিয়েন্স।
❏ চার্লস ডারউইনের লেখা বই ➨ দ্য অরিজিন অব স্পিসিজ বাই মিস অব ন্যাচারাল সিলেকসান।
❏ ভারউইনের লেখা বই প্রকাশিত হয় ➨ 1959 সালে।
❏ ভারউইন লেন্ তত্ত্বের জন্য বিখ্যাত ➨ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব।
❏ ভূপৃষ্ঠের গড় উষ্মতা ➨ 22° C
❏ প্রথম মেরুদন্ডী জীবের উদ্ভব হয় ➨ প্যালিওজোয়িক যুগের অর্ডোভিয়াস উপযুগে। (50 কোটি)
❏ প্রথম মাছের উদ্ভব হয় ➨ প্যালিওজোরিক যুগের সিলুরিয়ান যুগে। (44 কোটি)
❏ প্রথম কালার উদ্ভব হয় ➨ প্যাসিওাজোয়িক যুগের কার্বোনিফেরাস।
❏ প্রথম সরীসৃপ উদ্ভব হয় ➨ প্যালিওজোয়িক যুগের কার্বোনিফেরাস উপযুগে।
❏ ডায়নােসাের বিলুপ্ত হয় ➨ মেসােজোয়িক যুগের জুরাসিক উপযুগে।
❏ আধুনিক মানুষ আবির্ভাব হয় ➨ সিনােজোয়িক যুগের প্লিাস্টোসিন উপযুগে। (প্রায় 20 লক্ষ বছর পূর্বে)।
❏ শেষ হিমযুগ এসেছিল ➨ সিনােজোয়িষ্ণু যুগের প্লিস্টোসিনি উপযুগে।
❏ বাস্তু খান্যস্থানের সংখ্যা সর্বোচ্চ ➨ চার।
❏ বায়ুমণ্ডলে সবচেয়ে বেশী পাওয়া যায় ➨ নাইট্রোজেন।
❏ বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ ➨ 78.08 %।
❏ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ➨ 20,94 %।
❏ ভূ – পৃষ্ঠের জলভাগের পরিমাণ ➨ 71.04 %।
❏ ভূ – পৃষ্ঠের স্থলভাগের পরিমাণ ➨ 200,94 %।
❏ ইকোলােজি শব্দটি প্রথম প্রবর্তন করেন ➨ আর্নেস্ট হেকেল (1869)।
❏ বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তর হল ➨ ট্রপোস্ফিয়ার।
❏ একটি এককোশী সামুদ্রিক শৈবাল ➨ ডায়াট। .
❏ পরিবেশ সমস্যা হল ➨ বহুমাত্রিক সমস্যা।
❏ ওজনস্তর অবস্থিত ➨ স্ট্যাটোস্ফিয়ার।
❏ বায়ােস্ফিয়ারের ক্ষুদ্রতম একক ➨ বাস্তুত
❏ ভারতের ‘ জাতীয় জনসংখ্যা নীতি ‘ কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমােদিত হয় ➨ 2000 সালে।
❏ ভারতের জনসংখ্যা 100 কোটিতে পৌছায় ➨ 2000 সালে 1 মে।
❏ ‘ক্লাব অফ রােম’ গঠিত হয় ➨ 1968 সালে।
❏ প্রকৃতির আঁচল হল ➨ অরণ্য।
❏ পৃথিবীতে প্রাণের সূচনা হয় ➨ 250➨300 কোটি বছর আগে।
❏ সামাজিক পরিবেশের উপাদান হল ➨ পরিবার ও সমাজ।
❏ কোন প্রাণীর মাধ্যমে পৃথিবীতে মানুষ আবির্ভূত হয় ➨ হােমিনিডি।
❏ বিষুবরেখা ও নিরক্ষরেখা বরাবর যে গভীর অরণ্য দেখা যায় তা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ট্রপিকাল রেন ফরেস্ট।
❏ সাইলেন্ট ভ্যালি অবস্থিত ➨ কেরল রাজ্যে।
❏ সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রধান কারণ ➨ জলবিদ্যুৎ তৈরীর পরিকল্পনা।
❏ চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন ➨ সুন্দরলাল বহুগুণ।
❏ চিপকো আন্দোলন হয় ➨ 1972 সালে।
❏ চিপকো কথার অর্থ ➨ জড়িয়ে ধরা।
❏ চিপকো আন্দোলন হয় ➨ হিমালয়ের পাদদেশে তেহরী গাড়ােয়াল অঞ্চলে।
❏ দুন উপত্যকা আন্দোলনের কারণ ➨ চুনাপাথর খনির মালিকদের বিবেচনাহীন কার্যক্রম।
❏ দুন উপত্যকা আন্দোলনের নেতৃত্ব দেন ➨ চামুন দেবী।
❏ ভারতের প্রথম পরিবেশ সুস্থ রাখার আন্দোলন হল ➨ বিশনয়ী।
❏ বিশনয়ী আন্দোলন সংগঠিত হয় ➨ 1731 সালে।
❏ বিশনয়ী আন্দোলন সংগঠিত হয় ➨ রাজস্থানে।
❏ বিশনয়ী আন্দোলনের শহীদ হন ➨ 363 জন।
❏ বিশনয়ী আন্দোলনের নেতৃত্ব দেন ➨ অমৃতা বাঈ।
❏ বালকে আন্দোলন হয় ➨ উড়িষ্যা রাজ্যে।
❏ বালকো আন্দোলনের মূল কারণ ➨ গাছ কেটে বক্সাইট খনি নির্মাণ।
❏ তেহরী বাঁধ কোন নদীর ওপর ➨ গঙ্গা।
❏ তেহরী বাঁধ প্রকল্প বাতিলের দাবীতে আমৃত্যু অনশন শুরু করেন ➨ সুন্দরলাল বহুগুণ।
❏ সর্দার সরােবর প্রকল্প নেওয়া হয় ➨ নর্মদা নদীর উপর।
❏ নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে জড়িয়ে আছেন ➨ মেধা পাটকর।
❏ বিশ্ব পরিবেশ ভাবনার প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় ➨ 1972 সালে।
❏ বিশ্ব পরিবেশ ভাবনার প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় ➨ স্টকহােমে।
❏ স্টকহোম সম্মেলনে যােগ দেওয়ার দেশের সংখ্যা ➨ 113 টি।
❏ স্টকহােম মহাসম্মেলন চালে ➨ 12 দিন ধরে।
❏ স্টকহােম মহাসম্মেলনে মােট গৃহীত নীতির সংখ্যা ➨ 26 টি।
❏ স্টকহােম মহাসম্মেলনে গৃহীত 26 টি নীতিকে বলা হয় ➨ Stockholm declaration
❏ স্টকহােম সম্মেলনে যে সংস্থাটির জন্ম নেয় সেটি হল ➨ UNEP
❏ UNEP এর পুরাে নাম ➨ United Nations Environment Programme.
❏ সাইলেন্ট ভ্যালী আন্দোলন শুরু করেন ➨ কেরালা শাস্ত্রীয় সাহিত্য পর্ষদ।
❏ Ppm কথাটির অর্থ হল ➨ Parts per million.
❏ শক্তির প্রবাহ হল ➨ রৈখিক ও একমুখী।
- বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে?
উঃ ইকোলজি শব্দটি গ্রীক শব্দ ‘Oikos’ থেকে এসেছে যার অর্থ বাসস্থান, ‘Logos’ শব্দটির অর্থ জ্ঞান। অর্থাৎ জীবের বাসস্থান সম্পর্কে বিশেষ বিদ্যাকেই বাস্তুবিদ্যা বলে।
- পপুলেশন বা জীবসংখ্যা কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশান বলে।
- জীবমণ্ডল কাকে বলে?
উঃ প্রকৃতির সমস্ত অঞ্চল যথা – বায়ুমণ্ডল, বারিমণ্ডল, অশ্মমণ্ডল যেখানে জীবের অস্তিত্ব দেখা যায় সেই সমস্ত অঞ্চলকে একত্রে জীবমণ্ডল বলে।
- প্ল্যাঙ্কটন কাকে বলে?
উঃ জলের উপর বসবাসকারী ভাসমান আনুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলে। এই জীব যদি প্রাণী হয় তবে তাকে প্রাণী প্ল্যাঙ্কটন (zoo plancton) বলে এবং যদি উদ্ভিদ হয় তবে তাকে উদ্ভিদ প্ল্যাঙ্কটন (phytoplankton) বলে।
- স্বভোজী জীব কাকে বলে?
উঃ যে সকল জীব প্রকৃতি থেকে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য ও জল আহরণ করে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে খাদ্য প্রস্তুত করে তাদের স্বভোজী জীব বলে।
- খাদ্যজালিকা কাকে বলে?
উঃ বাস্তুতন্ত্রের একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালিকার গঠন করে তাকে খাদ্যজালিকা বলে।
- পশ্চিমবঙ্গের যে কোন দুটি অভয়ারণ্যের নাম লেখ।
উঃ জলদাপাড়া ও গরুমারা।
- পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত বন বর্তমান?
উঃ সজনেখালিতে।
- খাদক কাকে বলে?
উঃ যে সকল জীব অন্য জীবদের খেয়ে নিজেদের শক্তি সংগ্রহ করে তাদের খাদক বলে।
- অনবীভবনযোগ্য সম্পদ কাকে বলে?
উঃ যে সকল সম্পদের মজুত পৃথিবীতে একটি নির্দিষ্ট পরিমাণে বর্তমান এবং একবার নিঃশেষিত হলে পুনরায় প্রাপ্তি সম্ভব নয় তাদেরকে অনবীভবনযোগ্য সম্পদ বলে। যেমন কয়লা, ধাতু, পেট্রোলিয়াম ইত্যাদি।
- নেকটন কাদের বলে?
উঃ জলে বসবাসকারী যে সকল প্রাণী সাঁতার কাটতে পারে তাদের নেকটন বলে। যেমন- মাছ ইত্যাদি।
- বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কী?
উঃ বায়োস্ফিয়ার।
- বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কী বলে?
উঃ চাঁদোয়া।
- বাস্তুতন্ত্রের উদ্ভিদসমূহকে কী বলা হয়?
উঃ ফ্লোরা।
- পার্মাফ্রস্ট কোথায় দেখা যায়?
উঃ তুন্দ্রা বায়মে।
- সরলবর্গীয় বৃক্ষের অপর নাম কী?
উঃ টেগা।
- পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বন দ্বারা আবৃত?
উঃ ৭ শতাংশ।
- নিরক্ষীয় বর্ষা বনে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
উঃ ২৪০-৪৩০ সেমি।
- চিপকো আন্দলন কোথায় শুরু হয়?
উঃ উত্তরপ্রদেশে।
- উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী?
উঃ প্রেইরী।
- বনসংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়?
উঃ ১৯৮০ সালে।
- বর্তমান ভারতবর্ষে অবলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
উঃ ৪৫০ টি।
- এখন ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কটি?
উঃ ৪৪১ টি।
- করবেট জাতীয় পার্ক কোথায় অবস্থিত?
উঃ উত্তরপ্রদেশে।
- পশ্চিমবঙ্গের কোথায় গণ্ডার পাওয়া যায়?
উঃ জলদাপাড়া অভয়ারণ্যে।
- গ্রেট ইণ্ডিয়ান বাস্টার্ড পাখি ভারতের কোন রাজ্যে দেখা যায়?
উঃ গুজরাটে।
- ভারতের অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম যে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে সেই বইয়ের নাম কী?
উঃ রেড ডাটা বুক।
- বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উঃ কর্ণাটকে।
- ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ ঘানা (রাজস্থান)।
- ভারতে কোথায় সিংহ দেখা যায়?
উঃ গুজরাটের গির অভয়ারণ্যে।
- ভারতে কোথায় গণ্ডার দেখা যায়?
উঃ আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে।
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি অভয়ারণ্যের নাম লেখ।
উঃ বেথুয়াডহরী।
- পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?
উঃ সুন্দরবনে।
- ১৯৭৫ সালে আন্তর্জাতিক রামসার কনভেনশান অনুষ্ঠিত হয় কী জন্য?
উঃ জলাভূমি সংরক্ষণে গুরুত্ব দেওয়ার জন্য।
- ইকোলজি শব্দটির সংজ্ঞা কে প্রদান করেন?
উঃ আর্নেস্ট হেক্কেল।
- ইকোসিস্টেম শব্দটির কে প্রবর্তন করেন?
উঃ আর্থার ট্যান্সলে।
- সাভানা কী?
উঃ নিরক্ষীয় অঞ্চলের তৃণভূমি।
- পরাশ্রয়ী অর্কিড উদ্ভিদ কোথায় দেখা যায়?
উঃ নিরক্ষীয় বর্ষাবনে।
- ইকোটোন কাকে বলে?
উঃ দুইটি বাস্তুতন্ত্রের মিলনকে।
- সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?
উঃ কেরলে।
- ভারতে কোথায় একশৃঙ্গ গণ্ডার দেখা যায়?
উঃ আসামের কাজিরাঙ্গায়।
- ভারতের সর্ববৃহৎ পক্ষিরালয় কোথায় অবস্থিত?
উঃ রাজস্থানের ভরতপুরস্থিত ঘানায়।
“Ecology important questions answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- Ecology important questions answers pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here