Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি ভূমিকম্প প্রশ্নোত্তর Earthquake Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূমিকম্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Earthquake Questions Answers in Bengali. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভূমিকম্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Earthquake Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ভূমিকম্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Earthquake Questions Answers in Bengali
- ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ- পৃথিবীর অভ্যন্তরে যে স্থান থেকে কম্পনের সৃষ্টি হয়, সেই স্থানকে ভূমিকম্পের কেন্দ্র বলে।
- ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ- ভূমিকম্পের কেন্দ্র থেকে সমকোণে ভূপৃষ্ঠের ওপর অবস্থিত স্থানটিকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে।
- প্রতিপাদকেন্দ্র (Anticentre) কী ?
উত্তরঃ- উপকেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত স্থানটিকে প্রতিপাদকেন্দ্র বলে।
- সিসমোগ্রাম (Seismogram) কী ?
উত্তরঃ- ভূকম্পনের দরুন ভূমিকম্পলিখ যন্ত্রে যে পরিলেখ বা লেখচিত্র (Graph) -এ আঁকাবাঁকা ভূকম্পীয় তরঙ্গ লক্ষ করা যায়, সেগুলিকে সিমোগ্রাম বলে।
- ভূকম্প ছায়া বলয় (Seismic shadow zone) কী ?
উত্তরঃ- ভূমিকম্প কেন্দ্রের বিপরীত স্থানে যেখানে প্রাথমিক তরঙ্গ ও গৌণ তরঙ্গ সিমোগ্রাফে ধরা পড়ে না, সেই ভূকম্পীয় তরঙ্গহীন অঞ্চলকে ভূকম্প ছায়া বলয় বলা হয়।
- ভূকম্পীয় তরঙ্গ কী ?
উত্তরঃ- ভূমিকম্পের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয়, সেই তরঙ্গকে ভূকম্পীয় তরঙ্গ বলে।
- প্রাথমিক তরঙ্গ কাকে বলে ?
উত্তরঃ- দ্রুতগতিসম্পন্ন যে ভূকম্পীয় তরঙ্গ সর্বাপেক্ষা প্রথম উপকেন্দ্রের দিকে অগ্রসর হয়, সেই তরঙ্গকে প্রাথমিক তরঙ্গ বলে।
- পার্শ্বতরঙ্গ কী ?
উত্তরঃ- যে ধীরগতিসম্পন্ন ভূকম্পীয় তরঙ্গ উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠের চারপাশে ছড়িয়ে পড়ে, সেই তরঙ্গকে পার্শ্বতরঙ্গ বলে।
- সূচার লাইন (Suture line) বা সীবনরেখা কী ?
উত্তরঃ- যে রেখা বরাবর দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, সেই রেখাকে সূচার লাইন বা সীবনরেখা বলে।
- সুনামি কী ?
উত্তরঃ- সমুদ্রের তলদেশে বিধ্বংসী ভূমিকম্প সংঘটিত হলে অতি দীর্ঘায়িত ও সুউচ্চ যে মহাসামুদ্রিক তরঙ্গের সৃষ্টি হয়, সেই তরঙ্গকে জাপানি ভাষায় সুনামি (Tsu – na – mi) বলে।
- প্লাইস্টো-সাইজমিক অঞ্চল কী ?
উত্তরঃ- উপকেন্দ্রের সন্নিকটে যে-সকল অঞ্চলে ভূকম্পনের তীব্রতা অধিক সেই অঞ্চলকে প্লাইস্টো-সাইজমিক অঞ্চল বলে।
- সিসমোগ্রাফ যন্ত্রটি সর্বপ্রথম কে আবিষ্কার করেন ?
উত্তরঃ- মিলনে (Milney).
- মেগা সুনামি কাকে বলে ?
উত্তরঃ- কোনো উপকূলবর্তী অঞ্চলে মহাসামুদ্রিক তরঙ্গের উচ্চতা ৫০ মিটার বা তার বেশি হলে তাকে মেগা সুনামি বলে।
- অভিসারী পাত সীমান্ত কী ?
উত্তরঃ- যে সীমান্ত বরাবর দুটি পাত বা প্লেট পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তাকে অভিসারী পাত সীমান্ত বলে।
- চ্যুতি সীমান্ত কী ?
উত্তরঃ- ভূগঠনকারী একটা পাত অন্য একটি পাতকে অনুভূমিকভাবে অতিক্রম করার সময় সীমান্ত বরাবর চ্যুতি সংঘটিত হলে তাকে চ্যুতি সীমান্ত বলে।
- ভূমিকম্পের দেশ কাকে বলে ?
উত্তরঃ- জাপানকে ভূমিকম্পের দেশ বলে৷
- সংরক্ষণশীল পাত সীমানা কী ?
উত্তরঃ- ভূগঠনকারী দুটি পাত পাশাপাশি অবস্থায় থাকার সময় যে সীমানা বরাবর পরস্পরকে অতিক্রম করে সেই সীমানাকে সংরক্ষণশীল পাত সীমানা বলে।
- বেনিয়ফ মণ্ডল কী ?
উত্তরঃ- ভূমিকম্পপ্রবণ চালু প্লেট সীমান্ত তলকে বেনিয়ফ মণ্ডল বলে।
- প্রাথমিক তরঙ্গকে ঠেলা তরঙ্গ বলে কেন ?
উত্তরঃ- প্রাথমিক তরঙ্গ ভূপৃষ্ঠের ওপর সজোরে আঘাত করে বলে প্রাথমিক তরঙ্গকে ঠেলা তরঙ্গ বলে।
- প্রাথমিক তরঙ্গের গতিবেগ কত ?
উত্তরঃ- প্রাথমিক তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে ৫.৪ – ১৩.৮ কিমি।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।