প্রাইমারি টেট ইন্টারভিউ Dress Code PDF | Dress Code for WB Primary TET Interview PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Dress Code for WB Primary TET Interview PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাইমারি টেট ইন্টারভিউ Dress Code PDF | Dress Code for WB Primary TET Interview PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

প্রাইমারি টেট ইন্টারভিউ Dress Code PDF | Dress Code for WB Primary TET Interview PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

❏ প্রাইমারি টেট ইন্টারভিউ Dress Code | Dress Code for Primary TET Interview

পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট ড্রেস এর নিয়ম বলা হয়নি। তবুও নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন:

■ ফুল হাতা জামা এবং প্যান্ট পরতে চেষ্টা করুন। কোন ধরনের t-shirt বা জিন্স পড়নেন না।

■ মহিলাদের ক্ষেত্রে, শাড়ি অথবা চুড়িদার পরায়ই বেশি শ্রেয়।

■ জামা অথবা শাড়ি / চুড়িদারের রং যেন হালকা টাইপের হয়।

■ কোন প্রকার উগ্র ও গাঢ় রঙের জামা কাপড় পরা থেকে বিরত থাকবেন।

■ ছেলেরা জামার সাথে ম্যাচ করে কালো অথবা অন্য কোনো রঙের প্যান্ট পরতে পারেন।

■ ফর্মাল বুট বা শু পরার চেষ্টা করবেন।

■ হাতে অবশ্যই রিস্ট ওয়াচ পড়ে থাকবেন।

■ ইন্টারভিউ রুমে ঢোকার সময় অবশ্যই মাস্ক পড়ে থাকবেন।

■ কোনরকম সানগ্লাস বা টুপি ইন্টারভিউ রুমে ঢোকার সময় পরবেন না।

❏ প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্নোত্তর PDF (Primary Tet Interview Questions Answers PDF)

■ নিজের সম্পর্কে কিছু বলুন।

■ আপনার ক্লাসের কোনো ছাত্র যদি আপনাকে এমন প্রশ্ন করে যার উত্তর আপনার জানা নেই, তাহলে আপনি কী করবেন?

■ ক্লাসের কোন ছাত্র হটাৎ অসুস্থ হয়ে পড়লে আপনি কী করবেন?

■ যদি কোনো শিক্ষার্থী বার বার অকৃতকার্য হয় তাহলে একজন শিক্ষকের কী করা উচিত বলে আপনি মনে করেন?

■ জীবনে সাফল্য লাভের জন্য ছাত্রদের আপনি কিভাবে অনুপ্রাণিত করতে থাকবেন?

■ একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে তখন আপনি তার সাথে কী আচরণ করবেন?

■ আপনি কোন খবরের কাগজ পড়েন? তার সম্পাদক কে?

■ আপনি কোন কোন মনীষীর বাণী পড়েছেন? মনীষীদের বাণী পড়ার কী উপযোগিতা রয়েছে বলে আপনার মনে হয়?

■ সম্প্রতি কার লেখা বই পড়েছেন? রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র লেখার মধ্যে তফাৎ কতটা?

■ আপনি কার জীবনী পড়ে সবচেয়ে বেশি করে অনুপ্রাণিত হন?

■ আপনি কেন শিক্ষক হতে চান?

■ আপনি কীভাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে আদর্শ ও শৃঙ্খলা বোধ গড়ে তুলবেন?

■ প্রাইমারির ‘আমার বই’ পাঠ্যবই সম্পর্কে কিছু বলতে পারবেন কি?

■ বর্তমানে অনলাইন শিক্ষাব্যবস্থা শিশুদের জন্য কতটা সুফল ও কতটা কুফল বলে আপনার মনে হয়?

■ আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি এই চাকরিতে আবেদন করলেন কেন?

■ আপনি অন্য যেকোনো পেশা ছেড়ে শিক্ষকতা পেশা বেছে নেওয়ার কারণ কী?

■ এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্যপ্রার্থী বলে মনে করছেন?

■ প্রতিটি সরকারি বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা লিপিবদ্ধ থাকে, প্রস্তাবনা দেওয়ার কারণ সম্পর্কে কিছু বলুন?

■ স্কুলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালনের ছাত্রদের উপর কিরূপ প্রভাব পড়ে?

■ শিশু শিক্ষা রচনা করেন কে?
MDM কি? এটি বিদ্যালয়ে কেন দেওয়া হয়?

■ আদর্শ শিক্ষক বলতে কী বোঝেন?

■ “বেটি বাঁচাও বেটি পড়াও” কত সালে চালু করা হয়? আপনি এই বিষয়টি কি ভাবে দেখছেন।

■ ছাত্রছাত্রীদের স্কুলের ইউনিফর্ম পড়া আবশ্যক বলে মনে হয় কেন?

■ সমাজে একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনার ভাবমূর্তি কেমন হওয়া উচিত?

■ ভারতের জাতীয় সঙ্গীত কার রচনা ?

■ বিদ্যালয় জন্য বিশেষ কিছু কি করতে চান?

■ কৃত্তিম শৃঙ্খলা বলতে আপনি কি বোঝেন?

■ ধরুন আপনার সহশিক্ষক প্রায় প্রতিদিন বিদ্যালয়ে দেরী করে আসেন এবং ওনার ক্লাস আপনাকে নিতে হয় এক্ষেত্রে আপনি কি করা উচিত?

■ কোন রাজনৈতিক দল বা স্থানীয় মানুষ অনুষ্ঠান করার জন্য স্কুলের ঘর বা মাঠ ব্যবহার করতে চাইলে তার অনুমতি দেওয়া উচিত না অনুচিত বলে আপনার মনে হয়?

■ আপনি আপনার সংসার ও চাকরী দুটিই কিভাবে একসাথে করতে চান?

■ প্রাক-প্রাথমিক শিক্ষার কয়েকটি প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন?

■ কোন ছাত্র বা ছাত্রী পরীক্ষায় নকল করতে গিয়ে আপনার হাতে ধরা পড়েছে তখন তার সাথে আপনি কী করবেন?

■ বহু ছাত্র-ছাত্রী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় এর প্রকৃত কারণ কী বলে আপনার মনে হয়?

■ “স্কুল ছুট” সমস্যা লাঘবের জন্য আপনার কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনার মনে হয়?

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  Dress Code for WB Primary TET Interview PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।